Ads Area

ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্ন-উত্তর পর্ব - ০১

ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্ন-উত্তর
ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্ন-উত্তর পর্ব - ০১

Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন । তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন ।

 1) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে?
a) তাম্রলিপ্ত **
b) কলকাতা 
c) হলদিয়া
d) কোনোটিই নয়

2) হাঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত?
a) কাঁথি 
b) জুনপুট **
c) শংকরপুর 
d) দীঘা

3) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
a) চুনাপাথর
b) চিনামাটি **
c) লৌহ আকরিক
d) কয়লা

4) পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায়?
a) বাঁকুড়া
b) দার্জিলিং **
c) পুরুলিয়া 
d) মেদিনীপুর

5) কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়?
a)1988
b)1989 **
c)1990
d)1991

6) হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
a) নদীয়া
b) বীরভূম
c) মুর্শিদাবাদ **
d) উত্তর দিনাজপুর

7) পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোন জেলায় অবস্থিত?
a) বর্ধমান
b) বাঁকুড়া
c) পশ্চিম মেদিনীপুর
d) পুরুলিয়া**

8) পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপাদন হয়?
a) দক্ষিণ 24 পরগনা
b) হুগলি **
c) বর্ধমান
d) হাওড়া

9) ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয়েছে?
a) রুদ্রপ্রয়াগ
b) দেবপ্রয়াগ **
c) হরিদ্বার 
d) ঋষিকেশ

10) পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়?
a) মালদা
b) জলপাইগুড়ি
c) বীরভূম **
d) দক্ষিণ 24 পরগনা

11) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
a) বাঁকুড়া
b) বীরভূম
c) পুরুলিয়া **
d) পশ্চিম মেদিনীপুর

12) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল --
a) সান্দাকাফু **
b) ফালুট
c) কাঞ্চনজঙ্ঘা
d) টাইগার হিল

13) পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে?
a) পুরুলিয়া
b) নদীয়া
c) বর্ধমান
d) দক্ষিণ দিনাজপুর **

14) শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র কত সালে স্থাপিত হয়?
a)1980
b)1976 **
c)1996
d)2006

15) পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে যা আসে--
a) আরব সাগরীয় প্রবাহের ফলে **
b) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
c) প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
d) পশ্চিমী ঝঞ্ঝার ফলে

16) জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত?
a) তিস্তা
b) তোর্সা **
c) মহানন্দা
d) জয়ন্তী

17) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানভান্ডার বলা হয়?
a) বর্ধমান **
b) নদীয়া 
c) উত্তর 24 পরগনা
d) মুর্শিদাবাদ

18) ভারতের প্রথম কাজলকল কোথায় স্থাপিত হয়েছিল?
a) ঘুসুড়ি
b) শ্রীরামপুর **
c) বালি
d) চন্দননগর

19) ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয়--
a) ঘুসুড়িতে **
b) বালিতে
c) ত্রিবেণীতে
d) শ্রীরামপুরে

20) পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়?
a) নদীয়া 
b) কোচবিহার **
c) মালদহ
d) মুর্শিদাবাদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad