ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১ |
Hello বন্ধরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন উত্তর। যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলো দেখেনিন।
1) ''সব ইতিহাসই সমকালীন ইতিহাস'' - এটি কার উক্তি?
a) ক্রোচের
b) ৱ্যাঙ্কের
c) ৱ্যালের
d) ই এইচ কার - এর
উত্তর:- ক্রোচের
2) 'মিউজিয়াম' সংক্রান্ত বিদ্যাকে বলা হয়--
a) মিউজিওলজি
b)মিউজিকোলজি
c) জুলজি
d) আর্কিয়োলজি
উত্তর :- মিউজিওলজি
3) ভাস্কর ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
a) দমন
b) গোয়া
c) কালিকট
d) কোচিন
উত্তর :- কালিকট
4) মায়ানমারের বর্তমান নাম হল --
a) বার্মা
b) সিংহল
c) মালয়েশিয়া
d) মালদ্বীপ
উত্তর :- বার্মা
5) 'দারুচিনির দ্বীপ' বলা হয় --
a) ইন্দোনেশিয়াকে
b) শ্রীলঙ্কাকে
c) মালয়েশিয়াকে
d) আন্দামানকে
উত্তর :- শ্রীলঙ্কাকে
6) বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হল --
a) শ্রীরামপুর
b) কলকাতা
c) চন্দননগর
d) ফলতা
উত্তর :- চন্দননগর
7) কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন --
a) লর্ড ক্লাইভ
b) জব চার্নক
c) ওয়ারেন হেস্টিংস
d) সিরাজ - উদ - দৌলা
উত্তর :- জব চার্নক
8) প্রথম অহিফেন যুদ্ধ হয় --
a) 1839 খ্রিস্টাব্দে
b) 1841 খ্রিস্টাব্দে
c) 1853 খ্রিস্টাব্দে
d) 1861 খ্রিস্টাব্দে
উত্তর :- 1839 খ্রিস্টাব্দে
9) কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম জলপথে চিনে পৌঁছায়?
a) ইংল্যান্ড
b) ফ্রান্স
c) পোর্তুগাল
d) হল্যান্ড
উত্তর :- পোর্তুগাল
10) সিংহল উপনিবেশ ছিল --
a) ইংল্যান্ডের
b) স্পেনের
c) আমেরিকার
d)জাপানের
উত্তর :- ইংল্যান্ডের
11) 'নয়া সাম্রাজ্যবাদ' কথাটি ব্যবহার করেন--
a) অ্যাডাম স্মিথ
b) লেনিন
c) হবসন
d) ডেভিড থমসন
উত্তর :- ডেভিড থমসন
12) ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন --
a) ভাস্কো ডা গামা
b) জোসেফ ডুপ্লে
c) রবার্ট ক্লাইভ
d) টমাস রো
উত্তর :- জোসেফ ডুপ্লে
13) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন --
a) ফাররুখ শিয়র
b) ঔরঙ্গজেব
c) দ্বিতীয় শাহ আলম
d) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর :- দ্বিতীয় শাহ আলম
14) সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল--
a) 1816 খ্রিস্টাব্দে
b) 1826 খ্রিস্টাব্দে
c) 1836 খ্রিস্টাব্দে
d) 1837 খ্রিস্টাব্দে
উত্তর :- 1816 খ্রিস্টাব্দে
15) 'নিকট প্রাচ্য' বলতে বোঝায়--
a) রোমকে
b) তুরস্ককে
c) আমেরিকাকে
d) মিশরকে
উত্তর :- তুরস্ককে
16) ইন্দোচিন উপনিবেশ ছিল --
a) ফরাসি
b) ব্রিটিশ
c) ওলন্দাজ
d) পোর্তুগিজ
উত্তর :- ফরাসি
17) তরমুজের মত খণ্ড-খণ্ড করে বাটোয়ারা করা হয় যে দেশকে' সেটি হল --
a) জাপানকে
b) ভিয়েতনামকে
c) চিনকে
d) দক্ষিণ আফ্রিকাকে
উত্তর :- চিনকে
18) 'রেড ইন্ডিয়ান' নামে কারা পরিচিত ?
a) উত্তর আমেরিকার অধিবাসীরা
b) পশ্চিম আমেরিকার অধিবাসীরা
c)ল্যাটিন আমেরিকার অধিবাসীরা
d) দক্ষিণ আমেরিকার অধিবাসীরা
উত্তর :- দক্ষিণ আমেরিকার অধিবাসীরা
19) আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল --
a) 1776খ্রিস্টাব্দের 4 জুলাই
b) 1783 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর
c) 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
d) 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই
উত্তর :- 1783 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর
20) কমিউনিস্ট ম্যানিফেস্টো' গ্রন্থটি লিখেছেন --
a) গোর্কি
b) কার্ল মার্কস
c) টলস্টয়
d) ট্রটস্কি
উত্তর :- কার্ল মার্কস