Ads Area

Constitution Of India MCQ Question & Answer/ ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১

 ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১ 

Hello বন্ধুরা,
 আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন- উত্তর। যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলো দেখেনিন।
           
       ভারতের সংবিধানের প্রশ্ন-উত্তর পর্ব - এক 

1) ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে?
a) ১৯৪৮, ২৬ জানুয়ারি 
b) ১৯৫০,২৬ জানুয়ারি
c) ১৯৫০, ১৫ আগস্ট
d) ১৯৪৭, ২ মে
উত্তর :-১৯৫০,২৬ জানুয়ারি

2) অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত সালে?-
a) ১৯৪৮ সালে 
b) ১৯৫০ সালে
c) ১৯৪৬ সালে
d) ১৯৫১ সালে
উত্তর :- ১৯৪৬ সালে

3) সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি ছিলেন-
a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
b) বল্লভভাই প্যাটেল
c) পন্ডিত জওহরলাল নেহেরু
d) ডঃ আম্বেদকর
উত্তর :- ডঃ আম্বেদকর

4) গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সদস্য ছিলেন -
a) সোমনাথ লাহিড়ি 
b) প্রফুল্ল ঘোষ
c) জ্যোতি বসু
d) এস. এ. ডাঙ্গে
উত্তর :- সোমনাথ লাহিড়ি

5) ভারতের সংবিধান রচনার জন্যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল -
a) ১৯৪৬, ৯ ডিসেম্বর
b) ১৯৪৭, ২৬ নভেম্বর
c) ১৯৪৫, ১ মে 
d) ১৯৪৪, ২০ অক্টোবর
উত্তর :- ১৯৪৬, ৯ ডিসেম্বর

6) সংবিধানের ৪২ তম সংশোধনটি গৃহীত হয়েছিল-
a) ১৯৭৬ সালে 
b) ১৯৭৫ সালে 
c) ১৯৭২ সালে 
d) ১৯৭০ সালে
উত্তর :-১৯৭৬ সালে

7) ভারতের সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতির কথা যেভাবে বলা হয়েছে -
a) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব 
b) সাম্য, স্বাধীনতা,ন্যায় , সৌভ্রাতৃত্ব 
c) স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব ,সাম্য 
d) সৌভ্রাতৃত্ব ,সাম্য , ন্যায়, স্বাধীনতা
উত্তর :- ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব

8) সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন?
a) জওহরলাল নেহেরু 
b) গান্ধীজি 
c) এম. এন .রায়
d) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
উত্তর :- এম. এন .রায়

9) কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের  বয়স ২১ থেকে ১৮ করা হয়েছে?
a) ৪৯ তম
b) ৬০ তম 
c) ৬১ তম 
d) ৬২ তম
উত্তর :- ৬২ তম

10) সংবিধান হল -
a) রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন
b) কতগুলি সরকারি আইন
c) কতগুলি সাধারণ আইন
d) কতগুলি অর্থ সংক্রান্ত আইন
উত্তর :- রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন

11) ভারতবর্ষে স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় -
a) ১৯৫০,২৭ এপ্রিল 
b) ১৯৫০,২৬ জানুয়ারি 
c) ১৯৫৩,২৬ নভেম্বর
d) ১৯৪৭,১৫ আগস্ট
উত্তর :- ১৯৫০,২৬ জানুয়ারি

12) ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন -
a) জওহরলাল নেহেরু 
b) সুভাষচন্দ্র বসু 
c) ডক্টর আম্বেদকর 
d) ডক্টর রাজেন্দ্রপ্রসাদ
উত্তর :- জওহরলাল নেহেরু 

13) ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা  প্রবর্তিত হয়েছে তা হলো-
a) বহু নাগরিকত্ব 
b) দ্বৈত নাগরিকত্ব
c) এক নাগরিকত্ব 
d) চতুর্থ নাগরিকত্ব
উত্তর :- এক নাগরিকত্ব

14) ভারত সরকার সংবিধানের কোন  ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে?-
a) ১৪ নং
b) ১৮ নং
c) ২৫ নং  
d) কোনটিই নয় ।
উত্তর :- ১৪ নং

15) ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে -
a) অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় 
b) নমনীয়
c) অংশত নমনীয়, অংশত অনমনীয়
d) খুবই অনমনীয় বা অতীব দুষ্পরিবর্তনীয়
উত্তর :-অংশত নমনীয়, অংশত অনমনীয়

16) ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে -
a) ২ বার 
b) ১ বার
c) ৩ বার 
d) একবারও নয়
উত্তর :- ১ বার

17) লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
a) হুকুম সিং
b) জী. এস. ধীলো 
c) জি.ভি. মাভলঙ্কার 
d) অনন্তশয়নম আয়িংগাব
উত্তর :- জি.ভি. মাভলঙ্কার

18) অঙ্গরাজ্যগুলির আইন  সভা পরিচালনা  করেন কে?
a) রাজ্যপাল 
b) মুখ্যমন্ত্রী 
c) উপমুখ্যমন্ত্রী 
d) স্পিকার
উত্তর :- স্পিকার

19) ভারতীয় সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণে  মৌলিক অধিকার কোনটি?
a) স্বাধীনতার অধিকার 
b) সাম্যের অধিকার 
c) শোষণের বিরুদ্ধে অধিকার
d) সম্পত্তির অধিকার
উত্তর :- সাম্যের অধিকার

20) সংবিধানের অর্থ বিশ্লেষণের  চূড়ান্ত ক্ষমতা কার?
a) রাষ্ট্রপতি
b) লোকসভা 
c) সুপ্রীম কোর্ট 
d) স্পীকার
উত্তর :- সুপ্রীম কোর্ট

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad