General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2021/ Part - 01
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 2021/ Part - 01 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর।যে গুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখে নিন।
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব - এক
1) আর্যরা কোন জাতির বংশধর?
a) হূন
b) দ্রাবিড়
c) নর্ডিক জাতি
d) কোনাটিই নয়
উত্তর :- নর্ডিক জাতি
2) রাজপুতরা কোন জাতির বংশধর?
a) দ্রাবিড়
b) হূন
c) পার্শি
d) মঙ্গোলিয়া
উত্তর :- হূন
3) 'অর্থশাস্ত্র' কে রচনা করেন?
a) মেগাস্থিনিস
b) কৌটিল্য
c) বাণভট্ট
d) কলহন
উত্তর :- কৌটিল্য
4) 'রামচরিত' গ্রন্থের রচয়িতা কে?
a) বিক্রমাদিত্য
b) সন্ধ্যাকর নন্দী
c) তুলসি দাস
d) কৌটিল্য
উত্তর :- সন্ধ্যাকর নন্দী
5) ইতিহাসের জনক রূপে কে পরিচিত?
a) হোমার
b) হেরোডোটাস
c) হরিষেণ
d) ভিনসেন্ট স্মিথ
উত্তর :- হেরোডোটাস
6) রাঢ় অঞ্চলের গড় বৃষ্টিপাত কত?
a) 80 সেমি
b) 120 সেমি
c) 140 সেমি
d) 180 সেমি
উত্তর :- 140 সেমি
7) পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
a) 150 cm
b)175 cm
c) 165 cm
d) 170 cm
উত্তর :- 175 কম
8) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
a) ফালুট
b) সিঙ্গালিলা
c) সবর গ্রাম
d) সান্দাকফু
উত্তর :- সান্দাকফু
9) শালগাছ হল একটি-
a) পর্ণমোচী গাছ
b) চিরসবুজ গাছ
c) জেরোফাইট
d) কনিফেরাস
উত্তর :- পর্ণমোচী গাছ
10) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
a) সিঞ্চল
b) মামা- ভাগ্নে
c) গোরগাবরু
d) সান্দাকফু
উত্তর :- গোরগাবরু
11) হিন্দু সভ্যতা / হরপ্পা সভ্যতা কোন যুগের?
a) প্রাচীন প্রস্তর যুগ
b) তাম্রপ্রস্তর যুগ
c) প্রস্তর যুগ
d) নব্যপ্রস্তর যুগ
উত্তর :- তাম্রপ্রস্তর যুগ
12) হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিস্কৃত হয়?
a) ১৯২০ খ্রি:
b) ১৯২৫ খ্রি:
c) ১৯২২ খ্রি:
d) ১৯২৩ খ্রি:
উত্তর :- ১৯২২ খ্রি:
13) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
a) গঙ্গা
b) ব্রহ্মপুত্র
c) সিন্ধু
d) ভাগিরথী
উত্তর :- সিন্ধু
14) ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
a) পুরাণ
b) মহাভারত
c) রামায়ণ
d) ঋগবেদ
উত্তর :- ঋগবেদ
15) বেদের অপর নাম কী?
a) শ্রুত
b) শ্রুত্র
c) শ্রুতি
d) কোনোটিই নয়
উত্তর :- শ্রুতি
16) ২০১৫ সালে পশ্চিমবঙ্গে ক'টি জেলা ছিল?
a) 18
b) 19
c) 21
d) 20
উত্তর :- 20
17) মাতলা নদী কোন জেলায় অবস্থিত?
a) বর্ধমান
b) দক্ষিণ ২৪- পরগনা
c) হুগলি
d) পূর্ব মেদিনীপুর
উত্তর :- দক্ষিণ ২৪- পরগনা
18) পশ্চিমবঙ্গের সর্বনিম্ন শৃঙ্গ কোনটি?
a) গোর্গাবুরু
b) মামা -ভাগ্নে
c) শুশুনিয়া
d) বিহারীনাথ
উত্তর :- মামা -ভাগ্নে
19) পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আয়তনে কততম?
a) 14 তম
b) 13 তম
c) 12 তম
d) 10 তম
উত্তর :- 13 তম
20) পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
a) বারাসত
b) যাদবপুর
c) ব্যারাকপুর
d) আলিপুর
উত্তর :- ব্যারাকপুর
Thanks sir
ReplyDelete