Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam 2021

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন 

       জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - দুই 

     

1) l পৃথিবীর নিকটতম গ্রহ হল-
a) মঙ্গল
b) শুক্র
c) চন্দ্র
d) বুধ
উত্তর :- শুক্র

2) পৃথিবীর গড় দূরত্ব সূর্য থেকে প্রায়-
a) ১৫ কোটি কিলোমিটার 
b) ২০ কোটি কিলোমিটার
c) ১০ কোটি কিলোমিটার
d) ৫ কোটি কিলোমিটার
উত্তর :- ১৫ কোটি কিলোমিটার

3) সৌরজগতের গ্রহের সংখ্যা-
a) আটটি
b) পাঁচটি 
c) একটি 
d) দুটি
উত্তর :- আটটি

4) পৃথিবীর গড় পরিধি হল-
a) ৪০,০০০ কিমি.
b) ৫০,০০০ কিমি.
c) ৩০,০০০ কিমি.
d) ৭০,০০০ কিমি.
উত্তর :- ৪০,০০০ কিমি.

5) ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি?
a) গোদাবরী
b) গঙ্গা
c) মহানদী 
d) সিন্ধু
উত্তর :- গঙ্গা

6) রামচরিত রচনা করেন-
a) সন্ধ্যাকর নন্দী
b) তুলসী দাস 
c) কৃত্তিবাস ওঝা
d) কবি জয়দেব
উত্তর :- সন্ধ্যাকর নন্দী

7) ভারতের তোতাপাখি নামে পরিচিত-
a) আমীর খসরু
b) মিনহাজ -উস -সিরাজ
c) অলবিরুনি
d) কোনোটিই নয়
উত্তর :- আমীর খসরু

8) দাস বংশ প্রতিষ্ঠা করেন-
a) কুতুবউদ্দিন আইবক
b) নাসিরউদ্দিন
c) ইলতুৎমিস
d) গিয়াসউদ্দিন
উত্তর :- কুতুবউদ্দিন আইবক

9) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) শ্রীগুপ্ত
c) সমুদ্রগুপ্ত
d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর :- শ্রীগুপ্ত

10) `রিহান্দ´ রচনা করেন কে?
a) ইবনবতুতা
b) মিনান্দার
c) বাণভট্ট
d) প্লুটার্ক
উত্তর :- ইবনবতুতা

11) সৌরজগতের বৃহত্তম গ্রহ হল -
a) মঙ্গল 
b) বুধ 
c) পৃথিবী 
d) বৃহস্পতি
উত্তর :- বৃহস্পতি

12) পৃথিবীর গতি হল-
a) দুটি
b) চারটি 
c) তিনটি 
d) একটি
উত্তর :- দুটি

13) দ্রাঘিমারেখাগুলি সাধারণত-
a) অর্ধবৃত্ত
b) সমান্তরাল
c) মহাবৃত্ত
d) অসমান
উত্তর :- অর্ধবৃত্ত

14) মহাবিষুব দিন বলা হয়-
a) ২১ মার্চকে 
b) ২২ মার্চকে 
c) ২০ মার্চকে 
d) এর কোনোটিই না
উত্তর :- ২১ মার্চকে

15) নিরক্ষরেখার (অক্ষাংশ 0°)- অন্য নাম
a) দ্রাঘিমারেখা
b) বিষুবরেখা 
c) সমাক্ষরেখা 
d) অক্ষরেখা
উত্তর :- বিষুবরেখা

16) কোন শব্দের অর্থ হল কৃষিকার্য?
a) আর্য 
b) পুর 
c) বালি 
d) নিস্ক
উত্তর :- আর্য

17) ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন-
a) বাদাউনী 
b) তুলসীদাস 
c) হাজী ইব্রাহিম সিরহিন্দি
d) কোনোটিই নয়
উত্তর :- বাদাউনী

18) বাংলার প্রথম স্বাধীন নবাব-
a) আলিবর্দি খাঁ
b) সিরাজ - উদ্ -দ্দৌলা 
c) মুর্শিদকুলি খাঁ 
d) সুজাউদ্দিন খাঁ
উত্তর :- মুর্শিদকুলি খাঁ

19) বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
a) লর্ড ক্লাইভ 
b) ওয়েলেসলি
c) ডালহৌসি
d) ওয়ারেন হেস্টিংস
উত্তর :- ওয়ারেন হেস্টিংস

20) মারাঠাদের প্রথম পেশোয়া ছিলেন-
a) প্রথম বাজিরাও
b) দ্বিতীয় বাজিরাও
c) বালাজী বিশ্বনাথ
d) বালাজি বাজিরাও
উত্তর :- বালাজী বিশ্বনাথ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad