Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam 2021 
General Knowledge MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam 2021

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

           জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - তিন



1) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
a) কুজুল কদফিসেস 
b) তৃতীয় কদফিসেস 
c) কনিষ্ক 
d) বিম কদফিসেস
উত্তর :- কনিষ্ক

2) কনিষ্কের সভাপতি কে ছিলেন?
a) হরিষেন 
b) আর্যভট্ট
c) কালিদাস 
d) অশ্বঘোষ
উত্তর :- অশ্বঘোষ

3) ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
a) সমুদ্রগুপ্ত 
b) শ্রীগুপ্ত
c) চন্দ্রগুপ্ত
d) কনিষ্ক
উত্তর :- সমুদ্রগুপ্ত

4) গুপ্তবংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) ২৭০ খ্রিস্টাব্দ 
b) ২৭৫ খ্রিস্টাব্দ 
c) ২৮০ খ্রিষ্টাব্দ 
d) ২৮৫ খ্রিষ্টাব্দ
উত্তর :- ২৭৫ খ্রিস্টাব্দ

5) কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
a) পাটনা
b) কর্ণসুবর্ণ 
c) পুরুষপুর 
d) পাটলিপুত্র
উত্তর :- পুরুষপুর

6) বালুরঘাট কোন জেলার সদর?
a) উত্তর দিনাজপুর 
b) দক্ষিণ দিনাজপুর 
c) মালদা
d) কোচবিহার
উত্তর :- দক্ষিণ দিনাজপুর

7) অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?
a) কলকাতা 
b) আসানসোল 
c) মেদিনীপুর 
d) হলদিয়া
উত্তর :- হলদিয়া

8) পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট?
a) বর্ধমান বিভাগ 
b) জলপাইগুড়ি বিভাগ 
c) হাওড়া বিভাগ 
d) কলকাতা বিভাগ
উত্তর :- জলপাইগুড়ি বিভাগ

9) পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম?
a) দার্জিলিং 
b) বাঁকুড়া 
c) পুরুলিয়া 
d) এর কোনওটিই নয়
উত্তর :- পুরুলিয়া

10) পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি মোটামুটি  কীভূমিরূপ?
a) উচ্চভূমি 
b) নিম্নভূমি 
c) সমতলভূমি 
d) আর্দ্র স্যাঁতস্যাঁতে জলাময় ভূমি
উত্তর :- আর্দ্র স্যাঁতস্যাঁতে জলাময় ভূমি

11) ভারতের 'রক্ষাকারী রাজা' কাকে বলা হয়?
a) সমুদ্রগুপ্ত 
b) চন্দ্রগুপ্ত 
c) শ্রীগুপ্ত 
d) স্কন্দগুপ্ত
উত্তর :- স্কন্দগুপ্ত

12) 'শকারি' উপাধি কে ধারণ করেন?
a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
b) কুমার গুপ্ত 
c) শ্রীগুপ্ত 
d) সমুদ্রগুপ্ত
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

13) কোন গুপ্ত সম্রাট 'মহেন্দ্রাদিত্য' উপাধি গ্রহণ করেন?
a) স্কন্দগুপ্ত 
b) প্রথম কুমারগুপ্ত
c) সমুদ্রগুপ্ত 
d) শ্রীগুপ্ত
উত্তর :- প্রথম কুমারগুপ্ত

14) বাংলার প্রথম 'সার্বভৌম রাজা' কে ছিলেন?
a) হর্ষবর্ধন 
b) হরিশচন্দ্র 
c) শশাঙ্ক
d) ধ্রুবসেন
উত্তর :- শশাঙ্ক

15) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
a) পুরুষপুর 
b) পাটনা 
c) পাটলিপুত্র
d) কর্ণসুবর্ণ
উত্তর :- কর্ণসুবর্ণ

16) 'দিয়ারা' অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত?
a) কুচবিহার 
b) মুর্শিদাবাদ 
c) মালদা 
d) এর কোনওটিই নয়
উত্তর :- মালদা

17) পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়?
a) জলদাপাড়া 
b) হাসিমারা
c) লোথিয়ান আইল্যান্ড
d) সেঞ্চল
উত্তর :- জলদাপাড়া

18) তরাই মাটি কোথায় পাওয়া যায়?
a) দক্ষিণ ২৪ পরগনা 
b) দার্জিলিং
c) নদীয়া 
d) মুর্শিদাবাদ
উত্তর :- দার্জিলিং

19) পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
a) দক্ষিণ দিনাজপুর 
b) উত্তর  দিনাজপুর 
c) দার্জিলিং 
d) জলপাইগুড়ি
উত্তর :- দক্ষিণ দিনাজপুর

20) সান্দাকফুর উচ্চতা কত?
a) ৩৩৬০ মিটার
b) ৩৬৩০ মিটার
c) ৩৬০৩ মিটার 
d) ৩৭২৩ মিটার
উত্তর :- ৩৬৩০ মিটার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad