Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam 2021

General Knowledge MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam 2021


Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

         জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব  - চার 
     

1) পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন?
a) গোপাল
b) দেবপাল 
c) ধর্মপাল 
d) রামপাল
উত্তর :- গোপাল

2) কে 'বিক্রমশীল' উপাধি ধারণ করেন?
a) দেবপাল 
b) ধর্মপাল
c) হরিবর্মন 
d) হর্ষবর্ধন
উত্তর :- ধর্মপাল

3) সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) সামন্ত সেন 
b) বিজয় সেন
c) লক্ষণ সেন
d) বল্লাল সেন
উত্তর :- সামন্ত সেন

4) চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) দ্বিতীয় পুলকেশী 
b) প্রথম পুলকেশী 
c) তৃতীয় পুলকেশী 
d) কাঞ্চি
উত্তর :- দ্বিতীয় পুলকেশী

5) পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) অপরাজিত বর্মন 
b) নরসিংহ বর্মন
c) প্রথম নরসিংহ বর্মন
d) শিবস্কন্দ বর্মন
উত্তর :- নরসিংহ বর্মন

6) পশ্চিমবঙ্গের কোন স্থানে টেলিফোনের তার নির্মাণ হয়?
a) বজবজ 
b) রিষড়া 
c) রূপনারায়ণপুর
d) হাওড়া
উত্তর :- রুপনারায়নপুর

7) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম -
a) সিঞ্চল 
b) মামা -ভাগ্নে 
c) গোরগাবরু 
d) সান্দাকফু
উত্তর :- গোরগাবরু

8) পশ্চিমবঙ্গের সরকারি জলজ প্রাণী কোনটি?
a) চিতল হরিণ
b) মেছো বিড়াল
c) শুশুক
d) বাঘ
উত্তর :- শুশুক

9) পশ্চিমবঙ্গের কোন শহরে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
a) দুর্গাপুর 
b) আদ্রা 
c) বোলপুর 
d) কৃষ্ণনগর
উত্তর :- কৃষ্ণনগর

10) পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন অক্ষরেখা গেছে?
a) কর্কটক্রান্তি রেখা
b) মকরক্রান্তি রেখা
c) নিরক্ষরেখা 
d) মূলমধ্যরেখা
উত্তর :- কর্কটক্রান্তি রেখা

11) দ্বিতীয় পুলকেশীর সভাকবি নাম কী?
a) আর্যভট্ট 
b) বানভট্ট 
c) বরাহমিহির 
d) রবিকীর্তি
উত্তর :- রবিকীর্তি

12) প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
a) লোথাল 
b) তাম্রলিপ্ত 
c) কাঞ্চি 
d) কোনোটিই নয়
উত্তর :- তাম্রলিপ্ত

13) পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল?
a) কাঞ্চি 
b) পাটনা 
c) কনৌজ 
d) কোনটিই নয়
উত্তর :- কাঞ্চি

14) কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়?
a) কুষান 
b) চোল 
c) গুপ্ত 
d) সেন
উত্তর :- গুপ্ত

15) 'হিন্দুস্থানের তোতাপাখি' কাকে বলে?
a) আমীর খসরু 
b) আলাউদ্দিন খলজি 
c) জালালউদ্দিন খলজি
d) উলুক খাঁ
উত্তর :- আমীর খসরু

16) ভারতের ইতিহাসে কাকে 'পাগলা রাজা' বলা হয়?
a) ফিরোজ শাহ তুঘলক
b) গিয়াসউদ্দিন তুঘলক
c) মহম্মদ বিন-তুঘলক
d) মির মহম্মদ মাসুম
উত্তর :- মহম্মদ বিন-তুঘলক

17) পশ্চিমবঙ্গের সরকারি পাখি কোনটি?
a) সারস
b) মাছরাঙ্গা
c) টিয়াপাখি 
d) ময়ূর
উত্তর :- মাছরাঙ্গা

18) রাঢ় অঞ্চলের মাটির রং কী?
a) কালো 
b) সাদা
c) লাল 
d) হলুদ
উত্তর :- লাল

19) পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
a) কোচবিহার 
b) মেদিনীপুর
c) জলপাইগুড়ির বক্সাদুয়ার
d) বীরভূমের ময়ূরেশ্বর
উত্তর :- জলপাইগুড়ির বক্সাদুয়ার

20) লালমুখ বানর কোথায় দেখা যায়?
a) বেথুয়াডহরি অভয়ারণ্য
b) জলদাপাড়া
c) সুন্দরবন 
d) আলুপুরদুয়ার
উত্তর :- সুন্দরবন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad