Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam 2021

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
     
                 জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - পাঁচ
       

1) জমি জরিপ প্রথা কে চালু করেন?
a) আকবর 
b) বাবর 
c) হূমায়ুন 
d) শেরশাহ
উত্তর :- শেরশাহ

2) দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে শুরু হয়েছিল?
a) ১৫৫০ খ্রী:
b) ১৫৫৫ খ্রী:
c) ১৫৫৬ খ্রী:
d) ১৫৫৮ খ্রী:
উত্তর :- ১৫৫৬ খ্রী:

3) পানিপথের প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল?
a) ১৯২০ খ্রিস্টাব্দ 
b) ১৮২০ খ্রিস্টাব্দ 
c) ১৫২০ খ্রিস্টাব্দ
d) ১৫২৬ খ্রিস্টাব্দ
উত্তর :- ১৫২৬ খ্রিস্টাব্দ

4) কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে?
a) ১৭০৫
b) ১৭০৬
c) ১৭০৭
d) ১৭০৮
উত্তর :- ১৭০৭

5) 'আড়াই-দিন-কা ঝোপড়া' কে নির্মাণ করেন?
a) আলাউদ্দিন খলজি 
b) কুতুবউদ্দিন আইবক 
c) নিজামউদ্দিন আউলিয়া 
d) জাবির ইনব -ইয়ান
উত্তর :- কুতুবউদ্দিন আইবক

6) গোরুমারা কী 
a) একটি ম্যানগ্রোভ গাছ 
b) বাঘের একটি প্রজাতি 
c) একটি অভয়ারণ্য 
d) সুন্দরবনের একটি উপজাতি সম্প্রদায়
উত্তর :- একটি অভয়ারণ্য

7) টাইগার হিলের উচ্চতা কত?
a) ২৫৬৭ মিটার 
b) ২৬৫৬ মিটার 
c) ৩২৫৭ মিটার 
d) ২১২৬ মিটার
উত্তর :- ২৫৬৭ মিটার

8) দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
a) টাইগার হিল
b) গোর্গাবরু 
c) ঋষিলা 
d) বাঘমুন্ডি
উত্তর :- ঋষিলা

9) দার্জিলিং জেলা দক্ষিণে কী পর্বত অবস্থিত?
a) কালিম্পং পর্বত 
b) পাঞ্চেৎ পাহাড়
c) টাইগার হিল
d) জয়চন্ডী
উত্তর :- টাইগার হিল

10) মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?
a) পুরুলিয়া
b) বাঁকুড়া 
c) বীরভূম 
d) কোচবিহার
উত্তর :- বীরভূম

11) দিল্লির 'পুরানা কেল্লা' কে নির্মাণ করেন?
a) আকবর
b) শেরশাহ 
c) বাবর 
d) শাহজাহান
উত্তর :- শেরশাহ

12) দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল?
a) কুতুবউদ্দিন আইবক 
b) আলাউদ্দিন খলজি 
c) শাহজাহান 
d) শেরশাহ
উত্তর :- শাহজাহান

13) ভক্তি শব্দের অর্থ কী?
a) সাধন 
b) কীর্তন 
c) ভজন 
d) কোনটিই নয়
উত্তর :- ভজন

14) 'শ্রীকৃষ্ণবিজয়' কার লেখা?
a) কবি পরমেশ্বর 
b) মালাধর বসু
c) তুলসী দাস 
d) জয়দেব
উত্তর :- মালাধর বসু

15) বন্দিবাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল?
a) ১৭৬০
b) ১৭৭০
c) ১৭৬৫
d) ১৭৭৫
উত্তর :- ১৭৬০

16) বীরভূমের মামাভাগ্নে পাহাড় কী ধরনের?
a) ক্ষয়জাত 
b) সঞ্চয়জাত 
c) তরঙ্গায়িত
d) কোনটাই নয়
উত্তর :- ক্ষয়জাত

17) পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি?
a) ডিসেম্বর 
b) জানুয়ারি 
c) ফেব্রুয়ারি 
d) নভেম্বর
উত্তর :- জানুয়ারি

18) বাংলার দুঃখ (Bengal's Sorrow) কাকে বলা হয়?
a) দামোদর নদ 
b) রূপনারায়ণ 
c) কালবৈশাখী 
d) জলঢাকা নদী
উত্তর :- দামোদর নদ

19) কলকাতায় পাতাল রেল প্রথম কবে চালু হয়?
a) ১৯৮৪
b) ১৯৮৮
c) ১৯৯০
d) ১৯৯২
উত্তর :- ১৯৮৪

20) পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়?
a) জলঢাকা
b) দামোদর
c) তিস্তা 
d) রূপনারায়ণ
উত্তর :- তিস্তা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad