General Knowledge MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam 2021 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ছয়
1) নবাবি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
a) মুর্শিদাবাদ
b) গুজরাত
c) ওড়িষ্যা
d) কোলকাতা
উত্তর :- মুর্শিদাবাদ
2) 'চেট্টিয়ার' নামে কারা পরিচিত?
a) গুজরাতের বণিক শ্রেণি
b) তামিলনাড়ুর বণিক শ্রেণি
c) কোলকাতার বণিক শ্রেণি
d) ওড়িষ্যার বণিক শ্রেণি
উত্তর :- তামিলনাড়ুর বণিক শ্রেণি
3) কোলকাতা নগরীর পত্তন কে করেন?
a) জব চার্ণক
b) সাদাত খাঁ
c) জব চার্ণব
d) মনসুর খাঁ
উত্তর :- জব চার্ণক
4) দস্তক কী?
a) শুল্কহীন ব্যবসা বাণিজ্য
b) শুল্কহীন কৃষিকাজ
c) শুল্কহীন শিল্পব্যবস্থা
d) কোনটিই নয়
উত্তর :- শুল্কহীন ব্যবসা বাণিজ্য
5) এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
a) ১৭৬৩
b)১৭৬৫
c) ১৭৬৪
d) ১৭৬৬
উত্তর :- ১৭৬৫
6) আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
a) সিরাজ-উদ্দৌলা ও ইংরেজ
b) ইংরেজ ও মিরজাফর
c) সিরাজ -উদ্দৌলা মিরজাফর
d) ইংরেজ ও মিরকাশিম
উত্তর :-সিরাজ-উদ্দৌলা ও ইংরেজ
7) বাংলায় পোর্তুগীজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?
a) সুরাট
b) সপ্তগ্রাম
c) হুগলি
d) পন্ডিচেরি
উত্তর :- হুগলি
8) কে কাশ্মীরের আকবর নামে পরিচিত?
a) জয়ানন্দ
b) জয়নুল আবেদিন
c) বদাউনি
d) বিজয়গুপ্ত
উত্তর :- জয়নুল আবেদিন
9) কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়?
a) নাসিররুদ্দিন চিরাগ
b) জয়ানন্দ
c) সুলতান হুসেন শাহ
d) বদাউদ্দীন
উত্তর :- সুলতান হুসেন শাহ
10) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দত্তক কে প্রধান করেছিলেন?
a) শাহজাহান
b) জাহাঙ্গীর
c) সম্রাট ফারুকশিয়ার
d) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর :- সম্রাট ফারুকশিয়ার
11) মিশরকে নীলনদের দান হিসেবে কে অভিহিত করেছিলেন?
a) ভাস্কো-ডা-গামা
b) ফ্যারাও
c) হেরোডোটাস
d) ডাডলী স্ট্যাম্প
উত্তর :- হেরোডোটাস
12) মথুরা তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত?
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) বিহার
d) কর্ণাটক
উত্তর :- উত্তরপ্রদেশ
13) আমাজন নদী কোথায় পতিত হয়েছে?
a) গিনি উপসাগরে
b) আটলান্টিক মহাসাগরে
c) প্রশান্ত মহাসাগরে
d) ভূমধ্যসাগরে
উত্তর :- আটলান্টিক মহাসাগরে
14) আন্তর্জাতিক তারিখরেখার মান কত?
a) ১৮০°
b) ৯০°
c) ৬০°
d) ০°
উত্তর :- ১৮০°
15) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?
a) সুয়েজখাল
b) নিত্যবহ খাল
c) পানামা খাল
d) ইডেন খাল
উত্তর :- পানামা খাল
16) অরেন্স নদীর প্রধান উপনদীর নাম কী?
a) রুভমা
b) লুকুসা
c) ডাল
d) আটবারা
উত্তর :- ডাল
17) পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি?
a) ভিক্টোরিয়া
b) এলবার্ট
c) টিটিকাকা
d) লিভিংস্টোন
উত্তর :- টিটিকাকা
18) গরমপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
a) আসাম
b) কর্ণাটক
c) পশ্চিমবঙ্গ
d) অন্ধ্রপ্রদেশ
উত্তর :- আসাম
19) ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা ক'টি?
a) 72
b) 82
c) 92
d) 102
উত্তর :- 92
20) সমমেঘযুক্ত রেখাকে কী বলা হয়?
a) আইসোহাইট
b) আইসোর্যাম
c) আইসোবার
d) আইসোনেফ
উত্তর :- আইসোনেফ