Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2021

General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 07 For All Competitive Exam 2021

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

           জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - সাত


1) রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?
a) পাঞ্জাব 
b) কাশ্মীর 
c) অরুণাচল প্রদেশ
d) হরিয়ানা
উত্তর :- কাশ্মীর

2) 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেন?
a) হরিষেণ 
b) মেগাস্থিনিস
c) লক্ষণ সেন
d) বল্লাল সেন
উত্তর :- হরিষেণ

3) 'এলাহাবাদ প্রশস্তি'- তে কোন রাজার কীর্তি বর্ণিত আছে?
a) স্কন্দগুপ্ত
b) শ্রীগুপ্ত
c) সমুদ্রগুপ্ত
d) কোনটিই নয়
উত্তর :- সমুদ্রগুপ্ত

4) ভারতীয় সভ্যতা কত প্রাচীন?
a) 5000 বছর 
b) 6000 বছর 
c) 8000 বছর
d) 8500 বছর
উত্তর :- 8500 বছর

5) ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি?
a) সিন্ধু সভ্যতা 
b) হরপ্পা সভ্যতা 
c) মেহেরগড় সভ্যতা
d) মাহী সভ্যতা
উত্তর :- মেহেরগড় সভ্যতা

6) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
a) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 
b) দয়ারাম সাহানী 
c) জা ফ্রঁসোয়া জারিজ 
d) কে.এম. পান্নিকর
উত্তর :- জা ফ্রঁসোয়া জারিজ

7) মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?
a) প্রাচীন প্রস্তর যুগ
b) নব্যপ্রস্তর যুগ 
c) প্রস্তর যুগ 
d) তাম্রপ্রস্তর যুগ
উত্তর :- নব্যপ্রস্তর যুগ

8) কে সর্বপ্রথম মহেন -জো -দারো সভ্যতা আবিষ্কার করেন?
a) কে.এম. পান্নিকর 
b) দয়ারাম সাহানি
c) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 
d) কেউই নয়
উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

9) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
a) গঙ্গা 
b) ব্রহ্মপুত্র 
c) সিন্ধু
d) ভাগিরথী
উত্তর :- সিন্ধু

10) দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
a) মেহেরগড় অঞ্চলে 
b) সুমেরীয় অঞ্চলে 
c) হরপ্পা অঞ্চলে 
d) মহেন -জো -দারো অঞ্চলে
উত্তর :- হরপ্পা অঞ্চলে

11) হরপ্পা সভ্যতার /পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কী?
a) তাম্রলিপ্ত 
b) লোথাল 
c) কালিকট 
d) কোনটিই নয়
উত্তর :- লোথাল

12) হরপ্পা সভ্যতা / সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা?
a) নগর সভ্যতা
b) শহর সভ্যতা
c) গ্রামীণ সভ্যতা
d) কোনটিই নয়
উত্তর :- নগর সভ্যতা

13) কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?
a) মহেন -জো -দারো
b) মেহেরগড় সভ্যতা
c) মেসোপটেমিয়া
d) মিশরীয় সভ্যতা
উত্তর :- মেহেরগড় সভ্যতা

14) বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?
a) দ্রাবিড়রা 
b) আর্যরা
c) হূনরা 
d) মারাঠারা
উত্তর :- আর্যরা

15) 'নবরত্ন' কোন গুপ্ত রাজার রাজসভায় অলংকৃত করেছিলেন?
a) সমুদ্রগুপ্ত
b) চন্দ্রগুপ্ত
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) কুমারগুপ্ত
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

16) চেঞ্চু কোথাকার উপজাতি?
a) দিল্লি,উত্তরপ্রদেশ 
b) তামিলনাড়ু কেরল 
c) ওড়িশা, অন্ধ্রপ্রদেশ 
d) পশ্চিমবঙ্গ, বিহার
উত্তর :- ওড়িশা, অন্ধ্রপ্রদেশ

17) গ্রীস দেশের মুদ্রার নাম কী?
a) গাউরদে 
b) ড্রাচমা 
c) মানাট 
d) লাটস
উত্তর :- ড্রাচমা

18) ফিনল্যান্ড এর মুদ্রার নাম কী?
a) হেলসিঙ্কি 
b) মারক্কা 
c) ফ্রাঁ
d) কিনা
উত্তর :- মারক্কা

19) পিগমিরা কোথায় বাস করে?
a) তুন্দ্রা অঞ্চলে 
b) মরু অঞ্চলে 
c) সমতল অঞ্চলে 
d) নিরক্ষীয় অঞ্চলে
উত্তর :- নিরক্ষীয় অঞ্চলে

20) ল্যাটেরাইট মৃত্তিকা উদ্ভবের কারণ কী?
a) এক্সফোলিয়েশন 
b) ভূমিকম্প 
c) বৃষ্টিপাত
d) বন্যা
উত্তর :- বৃষ্টিপাত



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad