Ads Area

Geography question & Answer Part - 03 for All Competitive Exam

 Geography question & Answer Part - 03 for All Competitive Exam
Geography question & Answer Part - 03 for All Competitive Exam

Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্রাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখে নিন।

                   ভূগোল প্রশ্ন উত্তর পর্ব - তিন
 

1) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
a) ৫ সেপ্টেম্বর 
b) ৫ মে 
c) ৫ জুন 
d) ৫ অক্টোবর
উত্তর :- ৫ জুন 

2) পাঞ্জাব এর রাজধানী কোনটি?
a) চন্ডীগড় 
b) মুম্বাই 
c) লখনৌ 
d) দিসপুর
উত্তর :- চণ্ডীগড়

3) ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?
a) নেপাল 
b) পাকিস্তান 
c) চিন 
d) মায়ানমার
উত্তর :- চিন

4) আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বর স্থানে?
a) প্রথম 
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর :- তৃতীয়

5) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কী?
a) মালদিভস 
b) চিন
c) মায়ানমার
d) ভূটান
উত্তর :- ভূটান

6) ভূটানের প্রধান শিল্পের নাম কী?
a) পাটশিল্প 
b) চা -শিল্প
c) চিনি শিল্প
d) বিড়ি শিল্প
উত্তর :- চা- শিল্প

7) ভারতের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল?
a) ৫০%
b) ৬০%
c) ৬৪%
d) ৭৪%
উত্তর :- ৬৪%

8) ভারতের কত শতাংশ মানুষ শিল্পের উপর নির্ভরশীল?
a) ৬%
b) ১১%
c) ১৫%
d) ২০%
উত্তর :- ৬%

9) ভারতের প্রধান খনিজ সম্পদ কী?
a) কয়লা 
b) পেট্রোল 
c) তামা
d) অভ্র
উত্তর :- কয়লা

10) কয়লা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
a) অন্ধ্রপ্রদেশ 
b) ঝাড়খন্ড 
c) ওড়িশা
d) মধ্যপ্রদেশ
উত্তর :- ঝাড়খন্ড

11) একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। 
a) তামা 
b) কয়লা 
c) লৌহ আকরিক
d) অভ্র
উত্তর :- কয়লা

12) কয়লা উত্তোলনে ভারতের স্থান কত?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর :- তৃতীয়

13) কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়?
a) বসন্তকাল
b) গ্রীষ্মকাল
c) বর্ষাকাল 
d) শরৎকাল
উত্তর :- শরৎকাল

14) শ্রীলংকার প্রধান শিল্পের নাম কী?
a) পাটশিল্প 
b) চা- শিল্প 
c) চিনি শিল্প 
d) ইঞ্জিনীয়ারিং শিল্প
উত্তর :- চিনি শিল্প

15) আরাবল্লী একটা পুরনো -
a) ভঙ্গিল পর্বত
b) হর্স্ট 
c) আগ্নেয়গিরি
d) ব্লক পর্বত
উত্তর :- ভঙ্গিল পর্বত

16) ভারতে কার্পাস চাষ সবথেকে ভাল হয় -
a) ল্যাটেরাইট মৃত্তিকা 
b) পলিমাটিতে 
c) কৃষ্ণ মৃত্তিকা 
d) তরাইতে
উত্তর :- কৃষ্ণ মৃত্তিকা

17) 'দুন' শব্দের অর্থ -
a) অনুদৈর্ঘ্য উপত্যকা 
b) অনুপ্রস্থ উপত্যকা 
c) হ্রদ 
d) শিখর
উত্তর :- অনুদৈর্ঘ্য উপত্যকা

18) ভারতের মূলধনের শহর কাকে বলা হয়?
a) কলকাতা 
b) মুম্বাই 
c) চেন্নাই
d) দিল্লী
উত্তর :- মুম্বাই

19) ভারতের গভীরতম বন্দর কোনটি?
a) হলদিয়া
b) পারাদ্বীপ 
c) বিশাখাপত্তনম 
d) কলকাতা
উত্তর :- বিশাখাপত্তনম

20) ড্রামলিন দেখতে কেমন?
a) নৌকোর মতো 
b) উল্টোনো নৌকোর মতো 
c) পিরামিডের মতো 
d) প্রিজমের মত
উত্তর :- উল্টোনো নৌকোর মতো

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad