Geography question & Answer Part - 04 For All Competitive Exam
Geography question & Answer Part - 04 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর। যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্ন উত্তর পর্ব - চার
1) গুজরাটের প্রধান শিল্পের নাম কী?
a) জুতা শিল্প
b) কাগজ শিল্প
c) কার্পাসবয়ন শিল্প
d) পাট শিল্পে
উত্তর :- কাগজ শিল্প
2) ছোটনাগপুর অঞ্চলের আয়তন কত?
a) ৮০ হাজার বর্গকিমি.
b) ৮৫ হাজার বর্গকিমি.
c) ৮৭ হাজার বর্গকিমি.
d) কোনোটিই নয়
উত্তর :- ৮০ হাজার বর্গকিমি.
3) 'চিনের হল্যান্ড' কোন নদীর ব-দ্বীপ অঞ্চলকে বোঝায়?
a) হোয়াংহো
b) সিকিয়াং
c) ইয়াং সি কিয়াং
d) আমুর
উত্তর :- ইয়াং সি কিয়াং
4) 'প্রাকৃতিক আঁচল' কাকে বলা হয়?
a) অরণ্য
b) বন্যপশু
c) শিলামন্ডল
d) বায়ুমণ্ডল
উত্তর :- অরণ্য
5) খাদ্যশৃঙ্খলের প্রথমে কে অবস্থান করে?
a) উৎপাদক
b) প্রথম শ্রেণীর খাদক
c) বিয়োজক
d) তৃতীয় শ্রেণীর খাদক
উত্তর :- উৎপাদক
6) পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কী বলে?
a) প্যানথালাসা
b) মন্ট্রিল
c) প্যানজিয়া
d) পানামা
উত্তর :- প্যানজিয়া
7) অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন অ্যাসিড?
a) HCI
b) সালফিউরিক অ্যাসিড
c) সোডিয়াম ক্লোরাইড
d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর :- সালফিউরিক অ্যাসিড
8) বরমুলা জলবিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
a) জম্মু ও কাশ্মীর
b) উত্তর প্রদেশ
c) উত্তরাঞ্চল
d) বিহার
উত্তর :- জম্মু ও কাশ্মীর
9) পৃথিবীর বেশির ভাগ জীবন্ত আগ্নেয়গিরি আছে -
a) প্রশান্ত মহাসাগর ও তৎসংলগ্ন দ্বীপ অঞ্চলে
b) ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে
c) আটলান্টিক মহাসাগরে তীরবর্তী অঞ্চলে
d) ভূমধ্যসাগরের উপকূলে
উত্তর :- প্রশান্ত মহাসাগর ও তৎসংলগ্ন দ্বীপ অঞ্চলে
10) নেপালিদের পবিত্র নদীর নাম কী?
a) সেতি
b) সানকোশি
c) বর্ণালী
d) কালীগণ্ডক
উত্তর :- সেতি
11) মৌসুমী জলবায়ু প্রভাবিত অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়?
a) কৃষ্ণ মৃত্তিকা
b) লোহিত মৃত্তিকা
c) ল্যাটেরাইট মৃত্তিকা
d) হিউমাস মৃত্তিকা
উত্তর :- ল্যাটেরাইট মৃত্তিকা
12) গোন্ড উপজাতির বসবাস কোন রাজ্যে?
a) পশ্চিমবঙ্গ
b) বিহার
c) ওড়িশা
d) আসাম
উত্তর :- ওড়িশা
13) 'ওবরা' তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
a) মধ্যপ্রদেশ
b) উত্তরপ্রদেশ
c) কর্ণাটক
d) রাজস্থান
উত্তর :- উত্তরপ্রদেশ
14) ধান চাষের জন্য কীরূপ বৃষ্টিপাত প্রয়োজন?
a) 30-40 সেন্টিমিটার
b) 50-70 সেন্টিমিটার
c) 70-100 সেন্টিমিটার
d) 100-200 সেন্টিমিটার
উত্তর :- 100-200 সেন্টিমিটার
15) নিচের কোন রাজ্যে ঝুম চাষ হয়?
a) উত্তরপ্রদেশ
b) অন্ধ্রপ্রদেশ
c) হিমাচলপ্রদেশ
d) পশ্চিমবঙ্গ
উত্তর :- হিমাচলপ্রদেশ
16) 'মালনাদ' কাকে বলে?
a) পশ্চিমঘাট পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমি
b) পূর্বঘাট পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমি
c) সাতপুরা পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমি
d) হিমালয় পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমি
উত্তর :- সাতপুরা পর্বত সংলগ্ন পাহাড়ি ভূমি
17) 'নিউমুর' কী?
a) পর্বত
b) নদী
c) নতুন জেগে ওঠা দ্বীপ
d) বন্দর
উত্তর :- নতুন জেগে ওঠা দ্বীপ
18) ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত?
a) 96.75%
b) 80%
c) 75.96%
d) 70.86%
উত্তর:- 80%
19) WWF গঠিত হয় কত সালে?
a) ১৯৬০
b) ১৯৭০
c) ১৯৬১
d) ১৯৭১
উত্তর :- ১৯৬১
20) মরু অঞ্চলের অধিবাসীদের কী বলা হয়?
a) পিগমি
b) এক্সিমো
c) বেদুইন
d) জারো
উত্তর :- বেদুইন