Ads Area

Geography question & Answer Part - 05 For All Competitive Exam

 Geography question & Answer Part - 05 For All Competitive Exam 
Geography question & Answer Part - 05 For All Competitive Exam 

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
                 
                  ভূগোল প্রশ্নোত্তর পর্ব - পাঁচ


1) ভুটান-এর মুদ্রার নাম কী?
a) গুলট্রাম
b) টাকা
c) রিয়াল 
d) কুনা
উত্তর :- গুলট্রাম

2) আসাম রাজ্যের রাজধানীর নাম কী?
a) গুয়াহাটি 
b) মালিগাঁও 
c) বিসপুর
d) কামরুপ
উত্তর :- দিসপুর

3) ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি?
a) হ্যানসাপুং 
b) তিনসুকিয়া 
c) বাপ্পাপুং 
d) ডিগবয়
উত্তর :- তিনসুকিয়া

4) ভারতের রেলপথ প্রথম চালু হয় কোন সালে?
a) ১৭০০ সালে
b) ১৮৫৩ সালে 
c) ১৮৯০ সালে 
d) ১৯১৫ সালে
উত্তর :- ১৮৫৩ সালে

5) মেহগিনি গাছ কোথায় পাওয়া যায়?
a) সাহারা মরুভূমি
b) নীলনদের অববাহিকা
c) পম্পাস তৃণভূমি 
d) সেলভা অরণ্য
উত্তর :- সেলভা অরণ্য

6) পিরামিড কোথায় দেখতে পাওয়া যায়?
a) কায়রো
b) লা প্লাটা
c) বেলেম 
d) খার্তুম
উত্তর :- কায়রো

7) কোন নদীর কোন ব -দ্বীপ নেই?
a) নর্মদা
b) কৃষ্ণা
c) কাবেরী
d) গোদাবরী
উত্তর :- নর্মদা

8) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
a) হুড্রু 
b) শিবসমুদ্রম
c) যোগ 
d) অ্যাঞ্জেল
উত্তর :- যোগ

9) সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী?
a) আমাজন 
b) নীল 
c) গঙ্গা
d) সিন্ধু
উত্তর :- আমাজন

10) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়?
a) এশিয়া
b) ইউরোপ
c) উত্তর আমেরিকা
d) আফ্রিকা
উত্তর :- আফ্রিকা

11) 'কর্ডিলেরা' শব্দের অর্থ কী?
a) পার্বত্য অঞ্চল
b) পার্বত্য উপত্যকা 
c) পর্বতমালা
d) পর্বতশৃঙ্গ
উত্তর :- পর্বতমালা

12) সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায়?
a) ২৪ শে ডিসেম্বর 
b) ৩ রা জানুয়ারী 
c) ২১ শে জুন 
d) ৪ ঠা জুলাই
উত্তর :- ৩ রা জানুয়ারী

13) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের কোন ঢালে?
a) প্রতিবাত ঢালে 
b) অনুবাত ঢালে 
c) উর্দ্ধ ঢালে 
d) পার্শ্ব ঢালে
উত্তর :- প্রতিবাত ঢালে

14) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত শ্রেণি কোনটি?
a) হিমালয়
b) আন্দিজ
c) রকি 
d) আল্পস
উত্তর :- আন্দিজ

15) দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী?
a) পডসল 
b) ল্যাটেরাইট
c) রেগুর
d) ভাঙ্গর
উত্তর :- রেগুর

16) কোন দেশকে 'মধ্যরাতের সূর্য' বলা হয়?
a) নরওয়ে 
b) জাপান
c) ব্রিটেন 
d) সুইৎজারল্যান্ড
উত্তর :- নরওয়ে

17) কোন দেশকে প্রাচীরের দেশ বলে?
a) চীন
b) জাপান
c) রোম 
d) ভারত
উত্তর :- চীন

18) পেডিমেন্ট তত্ত্বের প্রবক্তা কে?
a) ডেভিস
b) পেঙ্ক 
c) কিং
d) কোনোটিই নয়
উত্তর :- পেঙ্ক

19) 'মন্থকূপ' কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়?
a) ফ্লুভিয়াল 
b) গ্লেসিয়াল 
c) এওলিয়ান
d) কোনাটিই নয়
উত্তর :- ফ্লুভিয়াল

20) ভারতবর্ষে পাখির পায়ের মতো ব-দ্বীপ কোথায় দেখা যায়?
a) গোদাবরী 
b) কাবেরী
c) সিন্ধু 
d) কৃষ্ণা
উত্তর :- কৃষ্ণা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad