Geography question & Answer Part- 06 For All Competitive Exam
Geography question & Answer Part- 06 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ছয়
1) দুটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
a) 21 ঘন্টা 52 মিনিট
b) 22 ঘন্টা 52 মিনিট
c) 23 ঘন্টা 52 মিনিট
d) 24 ঘন্টা 52 মিনিট
উত্তর :- 5 ঘন্টা 52 মিনিট
2) মরু অঞ্চলে বালুকণাগুলির জমাট বাঁধে না কেন?
a) উত্তাপ খুব বেশী
b) বৃষ্টিপাত খুব কম
c) বালুকার পরিমাণ বেশী
d) বায়ুপ্রবাহ অত্যাধিক
উত্তর :- বালুকার পরিমাণ বেশী
3) মালয়েশিয়ার রাজধানীর নাম কী?
a) ম্যানিলা
b) কুয়ালালামপুর
c) হনলুলু
d) ওয়েলিংটন
উত্তর :- কুয়ালালামপুর
4) পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত কোন বায়ু?
a) আয়নবায়ু
b) পশ্চিমাবায়ু
c) মৌসুমিবায়ু
d) মেরু বায়ু
উত্তর:- আয়নবায়ু
5) 'জীববৈচিত্র্য বর্ষ' হিসেবে কোন বছর পালিত হয়?
a) 2008 খ্রী:
b) 2009 খ্রী:
c) 2010 খ্রী:
d) 2011 খ্রী:
উত্তর :- 2010 খ্রী:
6) ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
a) নারোরো -উত্তর প্রদেশ
b) তারাপুর- মহারাষ্ট্র
c) কোটা -রাজস্থান
d) কাকড়াপাড়া- গুজরাট
উত্তর :- তারাপুর- মহারাষ্ট্র
7) 'কর্কটক্রান্তি রেখা' ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?
a) ত্রিপুরা
b) ওড়িশা
c) পশ্চিমবঙ্গ
d) গুজরাট
উত্তর :- ওড়িশা
8) রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ুকে কী বলা হয়?
a) ফন
b) মিস্ট্রাল
c) চিনুক
d) বোরো
উত্তর :- চিনুক
9) কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কী?
a) অসম
b) গোয়া
c) রাজস্থান
d) ত্রিপুরা
উত্তর :- গোয়া
10) পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি?
a) আলাস্কার হুবার্ড
b) আন্টার্কটিকার ল্যাম্বার্ট
c) গ্রিনল্যান্ডের কোয়ারেয়াক
d) আলাস্কার মালাসপিনা
উত্তর :- আন্টার্কটিকার ল্যাম্বার্ট
11) মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপ হ্রদ কোনটি?
a) ভেম্বানাদ
b) অষ্টমুদি
c) কায়মকুলম
d) পুশমিকোটা
উত্তর :- ভেম্বানাদ
12) 'নামদাফা ন্যাশনাল পার্ক' কোন রাজ্যে অবস্থিত?
a) মণিপুর
b) অরুণাচলপ্রদেশ
c) মিজোরাম
d) মেঘালয়
উত্তর :- অরুণাচলপ্রদেশ
13) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
a) কর্ণাটক
b) পাণ্ড্য
c) তাঞ্জোর
d) আঙ্কোরভাট
উত্তর :- তাঞ্জোর
14) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে?
a) কেরল
b) কর্ণাটক
c) অন্ধ্রপ্রদেশ
d) তামিলনাড়ু
উত্তর :- কেরল
15) কোন শিলায় সবচেয়ে বেশি স্তরায়ন থাকে?
a) আগ্নেয়
b) পাললিক
c) রূপান্তরিত
d) উপপাতালিক
উত্তর :- পাললিক
16) পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি?
a) টোকিও
b) সাও পাওলো
c) সিডনি
d) নিউইয়র্ক
উত্তর :- নিউইয়র্ক
17) মেন্টুর বাঁধটি কোন নদীর উপর তৈরি?
a) গোদাবরী
b) তাপ্তি
c) কৃষ্ণা
d) কাবেরী
উত্তর :- কাবেরী
18) পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি?
a) গ্র্যান্ড ক্যানাল
b) ভোরঘাট ক্যানাল
c) থলঘাট ক্যানাল
d) ক্যাম্পিয়ান ক্যানাল
উত্তর :- গ্র্যান্ড ক্যানাল
19) পৃথিবীতে দিন- রাত্রি সমান হয় কোন তারিখে?
a) ২১ শে জুন
b) ২১ শে জানুয়ারী
c) ২২ শে ডিসেম্বর
d) ২৩ শে সেপ্টেম্বর
উত্তর :- ২৩ শে সেপ্টেম্বর
20) সর্বাধিক বার্লি চাষ হয় কোন রাজ্যে?
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) মহারাষ্ট্র
d) পাঞ্জাব
উত্তর :- উত্তরপ্রদেশ