Geography question & Answer Part -07 For All Competitive Exam
Geography question & Answer Part -07 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্নোত্তর পর্ব - সাত
1) চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
a) 2 সেকেন্ড
b) 2.5 সেকেন্ড
c) 3 সেকেন্ড
d) 1.3 সেকেন্ড
উত্তর :- 1.3 সেকেন্ড
2) পশ্চিমবঙ্গের কোন জেলার মাদুর বিখ্যাত?
a) নদীয়া
b) বাঁকুড়া
c) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
d) মালদা
উত্তর :- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
3) ভারতের কোথায় টিসু কাগজ তৈরি হয় -
a) ত্রিবেণী
b) শ্রীরামপুর
c) বালি
d) নেপানগর
উত্তর :- ত্রিবেণী
4) পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
a) দার্জিলিং
b) ফালুট
c) মিরিক
d) বক্সদুয়ার
উত্তর :- বক্সদুয়ার
5) পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি?
a) দক্ষিণ 24 পরগনা
b) বাঁকুড়া
c) পুরুলিয়া
d) দক্ষিণ দিনাজপুর
উত্তর :- দক্ষিণ 24 পরগনা
6) 'গম্ভীরা' কোন জেলার লোক উৎসব?
a) বীরভূম
b) বর্ধমান
c) বাঁকুড়া
d) মালদহ
উত্তর :- মালদহ
7) দুর্গাপুর লৌহ-ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
a) রাশিয়া
b) দক্ষিণ কোরিয়া
c) জাপান
d) গ্রেট ব্রিটেন
উত্তর :- গ্রেট ব্রিটেন
8) বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়?
a) কলকাতা
b) নবদ্বীপ
c) কামারপুকুর
d) হাওড়া
উত্তর :- নবদ্বীপ
9) পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কত সালে গঠিত হয়?
a) 1984 সালে
b) 1987 সালে
c) 1991 সালে
d) 1994 সালে
উত্তর :- 1991 সালে
10) পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন -
a) 13.5%
b) 11.8%
c) 14.2%
d) 20%
উত্তর :- 14.2%
11) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনার চাষ হয়?
a) আলিপুরদুয়ার
b) শিলিগুড়ি
c) মংপু
d) চিত্তরঞ্জন
উত্তর :- মংপু
12) দুর্গাপুরের DSP কার সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছে?
a) রাশিয়া
b) ইংল্যান্ড
c) সুইডেন
d) জার্মানি
উত্তর :- সুইডেন
13) দামোদর নদীর একটি শাখা কি নামে রুপনারায়ণের সাথে মিশেছে -
a) মুন্ডেশ্বরী
b) কপালেশ্বরী
c) হুগলী
d) রুপসা
উত্তর :- মুন্ডেশ্বরী
14) সুন্দরবনকে 'World Heritage site' আখ্যা দেওয়ার কারণ হল -
a) চিংড়ি চাষ
b) বাঘ
c) টাইডাল বোর্স
d) ম্যানগ্রোভ
উত্তর :- ম্যানগ্রোভ
15) পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
a) 33 শতাংশ
b) 35 শতাংশ
c) 37 শতাংশ
d) 40 শতাংশ
উত্তর :- 33 শতাংশ
16) পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
a) 150 cm
b) 175 cm
c) 165 cm
d) 170 cm
উত্তর :- 175 cm
17) পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে?
a) রামসর স্থান
b) বায়োস্ফিয়ার রিজার্ভ
c) সংরক্ষিত বনভূমি
d) জাতীয় পার্ক
উত্তর :- রামসর স্থান
18) পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে?
a) রায়চক
b) হলদিয়া
c) ফলতা
d) কাকদ্বীপ
উত্তর :- ফলতা
19) পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর -পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?
a) জলপাইগুড়ি
b) কোচবিহার
c) শিলিগুড়ি
d) আলিপুরদুয়ার
উত্তর :- শিলিগুড়ি
20) নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কী?
a) ভাগীরথী
b) হুগলি
c) গঙ্গা
d) ইছামতি
উত্তর :- হুগলি