History MCQ Question & Answer Part - 03 for All Competitive Exam
History MCQ Question & Answer Part - 03 for All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর। যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী ।সুতরাং, আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্ন উত্তর পর্ব - তিন
1) বেদের কোন অংশকে 'বেদান্ত'বলে?
a) শেষের অংশ
b) প্রথমের অং
c) মাঝের অংশ
d) কোন অংশকে নয়
উত্তর :- শেষের অংশ
2) বেদের কয়টি ভাগ আছে?
a) 5 টি
b) 7 টি
c) 6 টি
d) 4 টি
উত্তর :- 4 টি
3) বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল?
a) সংস্কৃত
b) বাংলা
c) মারাঠি
d) কোনাটিই নয়
উত্তর :- সংস্কৃত
4) 'দশ রাজার যুদ্ধ' কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে?
a) ত্রিপিটক-এ
b) ঋকবেদ-এ
c) রামায়ণ -এ
d) মহাভারত-এ
উত্তর :- ঋকবেদ-এ
5) বৌদ্ধধর্মের প্রবর্তক কে ছিলেন?
a) মহাবীর
b) বুদ্ধদেব
c) পানিনী
d) পার্শ্বনাথ
উত্তর :- বুদ্ধদেব
6) 'ত্রিপিটক' কাদের ধর্মগ্রন্থ?
a) খ্রিস্টানদের
b) হিন্দুদের
c) জৈনদের
d) বৌদ্ধদের
উত্তর :- বৌদ্ধদের
7) ত্রিপিটক কোন ভাষায় রচিত?
a) সংস্কৃত
b) বাংলা
c) পালি
d) মারাঠি
উত্তর :-পালি
8) জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন?
a) বুদ্ধদেব
b) মহাবীর
c) শশাঙ্ক
d) কনিষ্ক
উত্তর :- মহাবীর
9) 'চতুর্যাম'কে প্রবর্তন করেন?
a) বুদ্ধদেব
b) মহাবীর
c) শশাঙ্ক
d) পার্শ্বনাথ
উত্তর :- পার্শ্বনাথ
10) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
a) দশম অঙ্গ
b) একাদশ অঙ্গ
c) দ্বাদশ অঙ্গ
d) ত্রয়োদশ অঙ্গ
উত্তর :- দ্বাদশ অঙ্গ
11) 'বুদ্ধ' কথার অর্থ কী ?
a) জ্ঞানী
b) মিথ্যুক
c) জ্ঞান
d) অলস
উত্তর :- জ্ঞানী
12) মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
a) পাবানগরীতে
b) কুশী নগরীতে
c) এগা নগরীতে
d) কোনটিতে নয়
উত্তর :- পাবানগরীতে
13) গৌতমবুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
a) কুশী নগরীতে
b) এলা নগরীতে
c) পাবা নগরীতে
d) কোনটিতে নয়
উত্তর :- কুশী নগরীতে
14) 'নিগন' কথার অর্থ কী?
a) মালিক সংঘ
b) শ্রমিক সংঘ
c) বণিক সংঘ
d) কোনটিই নয়
উত্তর :- বণিক সংঘ
15) বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল?
a) অজয়
b) অরবিন্দু
c) রাহুল
d) কালি
উত্তর :- রাহুল
16) অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী?
a) অষ্টমার্গ
b) নবম মার্গ
c) সপ্তম মার্গ
d) পঞ্চম মার্গ
উত্তর :- অষ্টমার্গ
17) লোথাল কোথায় অবস্থিত?
a) পাঞ্জাব
b) মহারাষ্ট্র
c) বাংলা
d) গুজরাট
উত্তর :- গুজরাট
18) মহাজন শব্দের অর্থ হল-
a) ক্ষুদ্র রাজ্য
b) বৃহৎ রাজ্য
c) মাঝারি রাজ্য
d) কোনটিই নয়
উত্তর :- বৃহৎ রাজ্য
19) মগধের রাজা কে ছিলেন?
a) শশাঙ্ক
b) রাজেন্দ্র চোল
c) বিম্বিসাব
d) আলেকজান্ডার
উত্তর :- বিম্বিসাব
20) কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করে?
a) হূন
b) পারসিক
c) ইহুদি
d) আর্য
উত্তর :- পারসিক