History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - চার
1) পারসিকরা কবে ভারত আক্রমণ করে?
a) ৫৫৮ খ্রিস্টপূর্বাব্দে
b) ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে
c) ৫৬০ খ্রিস্টপূর্বাব্দে
d) ৫৭০ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর :- ৫৫৮ খ্রিস্টপূর্বাব্দে
2) কার উপাধি ছিল 'কুনিক'?
a) অজাতশত্রু
b) বিম্বিসার
c) অশোক
d) কনিষ্ক
উত্তর :- অজাতশত্রু
3) অশোক কবে সিংহাসনে বসেন?
a) ২৭০ খ্রিস্টপূর্বাব্দে
b) ২৭১ খ্রিস্টপূর্বাব্দে
c) ২৭২ খ্রিস্টপূর্বাব্দে
d) ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর :- ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে
4) নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
a) মহাপদ্মনন্দ
b) ধননন্দ
c) দেব নন্দ
d) শ্রী নন্দ
উত্তর :- মহাপদ্মনন্দ
5) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
a) দেব নন্দ
b) শ্রী নন্দ
c) মহাপদ্মনন্দ
d) ধননন্দ
উত্তর :- ধননন্দ
6) মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) চন্দ্রগুপ্ত
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
7) বিম্বিসারকে 'অমিত্রাঘাত' উপাধি কারা দেন?
a) চীনা
b) আরবরা
c) গ্রীকরা
d) ইহুদিরা
উত্তর :- গ্রীকরা
8) অজাত শত্রু কে ছিলেন?
a) অশোকের পুত্র
b) চন্দ্রগুপ্তের পুত্র
c) বিম্বিসারের পুত্র
d) ধননন্দের পুত্র
উত্তর :- বিম্বিসারের পুত্র
9) ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল?
a) ১৯৪৬
b) ১৯৪৫
c) ১৯৪৪
d) ১৯৪৩
উত্তর :- ১৯৪৬
10) মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
a) চন্দ্রগুপ্ত মৌর্য
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) বৃহদ্রথ
উত্তর :- বৃহদ্রথ
11) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
a) বিম্বিসার
b) অশোক
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) অজাতশত্রু
উত্তর :- অশোক
12) মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল?
a) পুরুষপুর
b) কর্ণসুবর্ণ
c) পাটনা
d) পাটলিপুত্র
উত্তর :- পাটলিপুত্র
13) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) সিমুক
b) গৌতিমীপুত্র সাতকর্ণী
c) দ্বিতীয় পুলকেশী
d) বিম্বিসার
উত্তর :- সিমুক
14) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
a) চোল বংশের
b) সাতবাহন বংশের
c) মৌর্য বংশের
d) হর্ষঙ্ক বংশের
উত্তর :- হর্ষঙ্ক বংশের
15) কোন মৌর্যসম্রাটকে "ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট" বলা হয়?
a) চন্দ্রগুপ্ত
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) বৃহদ্রথ
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
16) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) সিমুক
b) গৌতমীপুত্র সাতকর্ণী
c) দ্বিতীয় পুলকেশি
d) বৃহদ্রথ
উত্তর :- গৌতমীপুত্র সাতকর্ণী
17) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) কনিষ্ক
b) কুজুল কদফিসেস
c) বিম কদফিসেস
d) তৃতীয় কদফিসেস
উত্তর :- কুজুল কদফিসেস
18) কোন কুষাণ সম্রাট 'মহেশ্বর' উপাধি ধারণ করেন?
a) কনিষ্ক
b) বিম কদফিসেস
c) কুজুল কদফিসেস
d) তৃতীয় কদফিসেস
উত্তর :- বিম কদফিসেস
19) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
a) কুজুল কদফিসেস
b) তৃতীয় কদফিসেস
c)কনিষ্ক
d) বিম কদফিসেস
উত্তর :- কনিষ্ক
20) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) চন্দ্রগুপ্ত
b) সমুদ্রগুপ্ত
c) শ্রীগুপ্ত
d) প্রথম চন্দ্রগুপ্ত
উত্তর :- শ্রীগুপ্ত