Ads Area

History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam

 History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam

 History MCQ Question & Answer Part - 05 For All Competitive Exam

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
    
                 ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - পাঁচ
      

1) শেরশাহের পূর্ব নাম কী ছিল?
a) মানসিংহ
b) ফরিদ খাঁ 
c) বেবাদল খাঁ
d) খিজির খাঁ
উত্তর :- ফরিদ খাঁ

2) সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন?
a) বাবর
b) আকবর
c) ওমর শেখ মির্জা
d) শেরশাহ
উত্তর :- শেরশাহ

3) মুঘল যুগে কামবক্স কাকে বলা হত?
a) বাবরের পুত্রকে 
b) ঔরঙ্গজেবের পুত্রকে
c) আকবরের পুত্রকে
d) শাহজাহানের পুত্রকে
উত্তর :- ঔরঙ্গজেবের পুত্রকে

4) শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল?
a) ১৭৬১
b) ১৭৬২
c) ১৭৬৩
d) ১৭৬৪
উত্তর :- ১৭৬৪

5) ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
a) লর্ড লিটন
b) লর্ড কার্জন
c) লর্ড ক্লাইভ
d) লর্ড কার্টিয়ার
উত্তর :- লর্ড কার্টিয়ার

6) সিরাজউদৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
a) ১৭৫৫
b) ১৭৫৭
c) ১৭৫৬
d) ১৭৫৪
উত্তর :- ১৭৫৬

7) এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয়েছিল?
a) ১৭৬৩
b) ১৭৬৪
c) ১৭৫৬
d) ১৭৬৭
উত্তর :- ১৭৬৪

8) পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
a) বাবর
b) মির মহম্মদ মাসুম 
c) ইব্রাহিম লোদী 
d) খিরিস খাঁ
উত্তর :- ইব্রাহিম লোদী

9) দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়?
a) ১৭৪৬
b) ১৭৪৭
c) ১৭৪৮
d) ১৭৪৯
উত্তর :- ১৭৪৯

10) অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন?
a) মহম্মদ শাহ
b) দ্বিতীয় শাহ আলম
c) মিরজাফর 
d) সিরাজ উদ্- দৌলা
উত্তর :- সিরাজ উদ্- দৌলা

11) সিরাজ উদ্- দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?
a) মিরজাফর
b) মির কাশিম 
c) নজম উদ্- দৌলা 
d) মুর্শিদকুলি খাঁ
উত্তর :- মিরজাফর

12) বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
a) ১৭৬০
b) ১৭৬৩
c) ১৭৬৪
d) ১৭৭০
উত্তর :- ১৭৬৪

13) ইংরেজরা কত খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিলেন?
a) ১৭৬০
b) ১৭৫৭
c) ১৭৫৫
d) ১৭৫০
উত্তর :- ১৭৫৭

14) পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে?
a) তাজমহল 
b) আদিনা মসজিদ
c) বরোবুরের স্তুপ 
d) কোনটি নয়
উত্তর :- বরোবুরের স্তুপ

15) তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন?
a) জয়ানন্দ 
b) নাসিরুদ্দিন চিরাগ 
c) দরগা বাওখানকা 
d) ঈষাদ খাঁ
উত্তর :- ঈষাদ খাঁ

16) ভাস্ক দা গামা কবে ভারতে আসেন?
a) ১৪৯৫
b) ১৪৯৬
c) ১৪৯৬
d) ১৪৯৮
উত্তর :-১৪৯৮

17) মোঘল যুগের একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কী?
a) গুজরাত 
b) মসলিন
c) মুর্শিদাবাদ 
d) কোনটিই নয়
উত্তর :- গুজরাত

18) কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
a) ফরাসী ও ইংরেজ
b) ফরাসী ও পোর্তুগীজ
c) পোর্তুগীজ ও ইংরেজ
d) ইংরেজ ও নিজাম
উত্তর :- ফরাসী ও ইংরেজ

19) কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়?
a) নাসিরুদ্দিন চিরাগ 
b) জয়ানন্দ
c) সুলতান হুসেন শাহ 
d) বদাউদ্দিন
উত্তর :- সুলতান হুসেন শাহ

20) কে কাশ্মীরের আকবর নামে পরিচিত?
a) জয়ানন্দ 
b) জয়নুল আবেদিন
c) বদাউনি
d) বিজয়গুপ্ত
উত্তর :- জয়নুল আবেদিন



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad