Ads Area

Life science question & Answer part- 01 for All Competitive Exam

Life science question & Answer part- 01 for All Competitive Exam
Life science question & Answer part- 01 for All Competitive Exam


Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের।
এই প্রশ্নগুলি আপনারা প্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।        



1) অলফ্যাক্টরি নার্ভ কি কাজে সাহায্য করে?

a) দর্শনে 

b) স্বাদ গ্রহণে 

c) ঘ্রাণে 

d) শ্রবণে

উঃ- ঘ্রাণে 


2) রক্তের হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে?

a) ম্যাগনেসিয়াম 

b) আয়রন 

c) ক্যালসিয়াম  

d) পটাশিয়াম

উঃ-আয়রন


3) সিটা নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ?

a) কেঁচো   

b) অ্যামিবা

c) আরশোলা

d) ইউগ্লিনা

উঃ-কেঁচো


4) কুইনাইন পাওয়া যায় --

a) ধুতুরা গাছের মূলে 

b) লেবু গাছের মূলে 

c) সিঙ্কোনা গাছের বাকলে 

d) সর্পগন্ধা গাছের মূলে

উঃ-সিঙ্কোনা গাছের বাকলে 


5) নিকোটিন কি?

a) আঠা 

b) তরুক্ষীর 

c) নাইট্রোজেনযুক্ত রেচনজাত উপক্ষার

d) ওষুধ

উঃ-নাইট্রোজেনযুক্ত রেচনজাত উপক্ষার


6) স্পর্শ বা আঘাতের ফলে লজ্জাবতী লতার পাতা মুড়ে যাওয়া কোন প্রকার চলন?

a) ফোটোন্যাস্টি চলন  

b) কেমোন্যাস্টি চলন 

c) সিসমোন্যাস্টি চলন

d) ট্রপিক চলন

উঃ-সিসমোন্যাস্টি চলন


7) নিম্নলিখিত কোন প্রাণীটি পুঞ্জাক্ষি যুক্ত?

a) কেঁচো 

b) আরশোলা

c) মাকড়সা 

d) ইউগ্লিনা

উঃ-আরশোলা


8) কনজাংটিভাইটিস হল --

a) চোখের রোগ

b) কানের রোগ

c) দাঁতের রোগ

d) হাড়ের রোগ

উঃ-চোখের রোগ


9) স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন?

a) স্নায়ু কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোম থাকে না বলে 

b) স্নায়ু কোষে সাইটোপ্লাজম থাকে না বলে 

c) স্নায়ু কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না বলে

d) স্নায়ু কোষের সাইটোপ্লাজমে ক্রোমোজোম থাকে না বলে

উঃ-স্নায়ু কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোম থাকে না বলে


10) নখ,চুল ইত্যাদি গঠন করে কোন প্রোটিন?

a) মেটা প্রোটিন 

b) সক্লেরো প্রোটিন

c) গ্লুটেলিন 

d) কেরাটিন

উঃ-সক্লেরো প্রোটিন


11) জীবদেহের গঠনগত ও কার্যগত একক হল--

a) অঙ্গ  

b) পেশি

c) কোষ

d) কলা

উঃ-কোষ


12) উদ্ভিদ দেহে জল ঊর্ধ্বমুখে ধাবিত হয় কিসের মাধ্যমে?

a) ফ্লোয়েমের মাধ্যমে 

b) জাইলেমের মাধ্যমে

c) প্যারেনকাইমার মাধ্যমে

d) স্ক্লেরেনকাইমার মাধ্যমে

উঃ-জাইলেমের মাধ্যমে


13) নিম্নলিখিত কোন উদ্ভিদে নিকোটিন পাওয়া যায়?

a) তেতুল 

b) সিঙ্কোনা

c) কফি

d) তামাক

উঃ-তামাক


14) মানুষের রেচন অঙ্গ কি?

a) মুখ্যত বৃক্ক, ত্বক এবং ফুসফুস 

b) যকৃত ও বৃক্ক

c) ত্বক ও বৃহদন্ত্র 

d) এদের কোনোটিই নয়

উঃ-মুখ্যত বৃক্ক, ত্বক এবং ফুসফুস


15) পুরুষদের সেক্স ক্রোমোজোম গুলি হল--

a) দুটি X 

b) দুটি X ও দুটি Y

c) একটি X ও একটি Y 

d) দুটি Y

উঃ-একটি X ও একটি Y 


16) মায়োসিস প্রক্রিয়ায় শরীরের নিম্নলিখিত কোন অঙ্গে কোষ বিভাজন হয় --

a) শুক্রাশয়ে 

b) অগ্ন্যাশয়ে 

c) নখে 

d) হাড়ে

উঃ-শুক্রাশয়ে


17) নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়?

a) অভিস্রবন 

b) ব্যাপন 

c) পরিবহন 

d) এদের কোনোটিতেই নয়

উঃ-অভিস্রবন


18) অস্থি এক প্রকার --

a) যোগকলা 

b) আবরণী কলা 

c) ক্ষরণকারী কলা 

d) কোনোটিই নয়

উঃ-যোগকলা


19) উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন হল --

a) ইথিলিন 

b) S, T, H 

c) অক্সিন 

d) ফ্লোরিজিন

উঃ-অক্সিন


20) ৱ্যাফ্লেশিয়া কি?

a) পূর্ণ পরজীবী প্রাণী

b) আংশিক পরজীবী উদ্ভিদ 

c) পূর্ণ পরজীবী উদ্ভিদ 

d) আংশিক পরজীবী প্রাণী

উঃ-পূর্ণ পরজীবী উদ্ভিদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad