Life Science question & Answer Part - 02 For All Competitive Exam
Life Science question & Answer Part - 02 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - দুই
1) মানব দেহে পরিপাক নালীর খাদ্য শোষণ করে অংশটি হলো --
a) ইসোফেগাস
b) পাকস্থলী
c) ক্ষুদ্রান্ত্র
d) বৃহদন্ত্র
উঃ- ক্ষুদ্রান্ত্র
2) হৃদপিণ্ড আবরণকারী দ্বিস্তরী পদ্মার নাম কি
a) মায়োকার্ডিয়াম
b) পেরিকার্ডিয়াম
c) এন্ডোকার্ডিয়াম
d) কার্ডিয়োমিয়াম
উঃ-পেরিকার্ডিয়াম
3) কে প্রথম কোষ আবিষ্কার করেন?
a) রবার্ট হুক
b) রবার্টসন
c) রবার্ট ব্রাউন
d) ফন্টানা
উঃ-রবার্ট হুক
4) নিউরোনের লম্বা প্রবর্ধকটির নাম হল--
a) ডেনড্রন
b) সাইন্যাপসিস
c) অ্যাক্সন
d) কোনোটিই নয়
উঃ-অ্যাক্সন
5) গাজরে নিম্নলিখিত কোন ভিটামিনটি বেশি পাওয়া যায়?
a) ভিটামিন A
b) ভিটামিন D
c) ভিটামিন C
d) ভিটামিন E
উঃ-ভিটামিন A
6) মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কি হয়?
a) কোষের সংখ্যা বৃদ্ধি পায়
b) কোষের সংখ্যা হ্রাস পায়
c) কোষের আকার বৃদ্ধি পায়
d) কোষ শিথিল হয়ে যায়
উঃ-কোষের সংখ্যা বৃদ্ধি পায়
7) কিসের অভাবে বেরিবেরি রোগ হয়?
a) লোহা
b) হরমোন
c) ভিটামিন B
d) আয়োডিন
উঃ-ভিটামিন B
8) কোন পদার্থ দ্বারা উৎসেচক গঠিত হয়?
a) DNA
b) ফ্যাট
c) কার্বোহাইড্রেট
d) অ্যামাইনো অ্যাসিড
উঃ-অ্যামাইনো অ্যাসিড
9) থাইরক্সিন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে?
a) অগ্নাশয় গ্রন্থি থেকে
b) থাইরয়েড গ্রন্থি থেকে
c) অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে
d) কোনোটিই নয়
উঃ-থাইরয়েড গ্রন্থি থেকে
10) ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে?
a) রক্তে শর্করার পরিমান
b) রক্তে ইউরিয়ার পরিমান
c) রক্তে আয়রণের পরিমান
d) রক্তে ক্যালসিয়ামের পরিমান
উঃ-রক্তে শর্করার পরিমান
11) নিম্নলিখিত কোন পদার্থটির অভাবে স্কার্ভি রোগ হয়?
a) হরমোন
b) আয়োডিন
c) ভিটামিন A
d) ভিটামিন C
উঃ-ভিটামিন C
12) নিম্নলিখিত কোন জৈব যৌগে শ্বসন প্রক্রিয়ায় মুক্তি প্রাপ্ত শক্তির অংশ আবদ্ধ থাকে?
a) NADP
b) ATP
c) RUPD
d) ADP
উঃ-NADP
13) সাইটোপ্লাজমের ভিতরে থাকে --
a) নিজীব কোষ
b) সাইটোপ্লাজম
c) কোষ প্রাচীর
d) মাইটোকনড্রিয়া
উঃ-মাইটোকনড্রিয়া
14) শ্বাস ছিদ্র ও ট্রাকিয়া নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
a) চিংড়ি
b) মাছ
c) স্পঞ্জ
d) আরশোলা
উঃ-আরশোলা
15) কোষদেহে উপস্থিত সাইটোপ্লাজম হলো --
a) নিউরো প্লাজম
b) সেন্ট্রোজোম
c) নিউরোন
d) নিউক্লিয়াস
উঃ-নিউরো প্লাজম
16) নিম্নলিখিত কোন পদার্থটি জীবদেহে রাসায়নিক সমন্বয়ের কাজ করে?
a) স্নায়ু
b) হরমোন
c) উৎসেচক
d) ভিটামিন
উঃ-হরমোন
17) সাধারণত মানুষের শরীরে কয়টি ক্রোমোজোম থাকে?
a) 43 টি
b) 44 টি
c) 45 টি
d) 46 টি
উঃ-46 টি
18) আধুনিক বংশগতির জনক কাকে বলা হয়?
a) গ্রেগর মেন্ডেলকে
b) চার্লস ডারউইনকে
c) হরগোবিন্দ খুরানাকে
d) টি,এইচ মরগানকে
উঃ-গ্রেগর মেন্ডেলকে
19) কোন রক্তকণিকা শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে?
a) সকল প্রকারের শ্বেতকণিকা
b) নিউট্রোফিলস
c) মনোসাইটস
d) লিম্পোসাইটস
উঃ-লিম্পোসাইটস
20) প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণী হল--
a) সাইকন
b) ব্যাকটেরিয়া
c) অ্যামিবা ও ইউগ্লিনা
d) জেলিফিশ
উঃ-অ্যামিবা ও ইউগ্লিনা