Ads Area

Life Science Question & Answer Part - 03 For All Competitive Exam

 Life Science Question & Answer Part - 03 For All Competitive Exam
Life Science Question & Answer Part - 03 For All Competitive Exam

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
   
              জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - তিন


1) সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়?
a) মংপু ও মুসুং 
b) দার্জিলিং 
c) কালিম্পং 
d) বক্সার
উত্তর :- মংপু ও মুসুং 

2) কোনটি কিডনির কাজ?
a) আলট্রাফিলট্রেশন 
b) টিউবুলার রি - অ্যাবজর্বশন 
c) টিউবুলার সিক্রেশন 
d) ফ্যাগোসাইটোসিস
উত্তর :- ফ্যাগোসাইটোসিস

3) ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়?
a) লিভার 
b) ইউরিনারি ব্লাডার
c) কিডনি 
d) হিমোগ্লোবিন
উত্তর :- লিভার

4) মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?
a) মুখগহবর 
b) পাকস্থলী 
c) গ্রাসনালি 
d) জেজুনাম
উত্তর :- মুখগহবর

5) সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত?
a) 45 সেমি 
b) 100 সেমি 
c) 25 সেমি 
d) 1 মিটার
উত্তর :- 45 সেমি

6) হৃদস্পন্দন উৎপন্ন হয় -
a)  AV নোট থেকে 
b) অলিন্দ থেকে 
c) SA নোট থেকে 
d) নিলয় থেকে
উত্তর :- SA নোট থেকে

7) শরীরের ভিতরে ইউরিয়া উৎপন্ন হয়?
a) বৃক্কে 
b) মূত্রথলিতে 
c) ফুসফুসে 
d) যকৃতে
উত্তর :- যকৃতে

8) কীসের অভাবে ডায়াবেটিস হয়?
a) শর্করা 
b) ইনসুলিন 
c) ক্যালশিয়াম 
d) ভিটামিন
উত্তর :- ইনসুলিন

9) কোন ধরনের ক্যান্সার লসিকাবাহ এবং প্লীহাকে আক্রান্ত করে?
a) সারসিনোমা 
b) সারকোমা 
c) লিউকেমিয়া 
d) লিম্ফোমা
উত্তর :- লিম্ফোমা

10) আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি, সেটি হল -
a) পেশি কলা 
b) যোগ কলা
c) আবরণী কলা 
d) স্নায়ু কলা
উত্তর :- পেশি কলা

11) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হল -
a) WBC 
b) RBC 
c) অনুচক্রিকা 
d) মনোসাইট
উত্তর :- অনুচক্রিকা

12) গোরুর দুধে প্রোটিন থাকে -
a) 3.2 gm
b) 5.5 gm
c) 9.2 gm
d) 15.2 gm
উত্তর :- 3.2 gm

13) স্ত্রী এডিস মশা বাহিত রোগ -
a) ম্যালেরিয়া 
b) জাপানি এনসেফালাইটিস 
c) ফাইলেরিয়া
d) ডেঙ্গু
উত্তর :- ডেঙ্গু

14) ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়?
a) পেলাপোমিয়ার 
b) লিপোভাইরাস 
c) ক্যাপসোমিয়ার
d) ভাইরয়েড
উত্তর :- ভাইরয়েড

15) উদ্ভিদের কাক্ষিকমুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের?
a) যৌন জনন
b) অঙ্গজ জনন 
c) অযৌন জনন 
d) কোনোটিই নয়
উত্তর :- অঙ্গজ জনন

16) কোশ শব্দটির প্রবর্তক কে?
a) অ্যারিস্টটল 
b) হুক 
c) সবোয়ান 
d) নিউয়েন হুক
উত্তর :- হুক

17) RNA অনুপস্থিত থাকে-
a) সাইটোপ্লাজমে 
b) রাইবোজমে 
c) ক্রোমোজোমে
d) প্লাজমালেষমাতে
উত্তর :- প্লাজমালেষমাতে

18) গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে -
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন C
d) ভিটামিন E
উত্তর :- ভিটামিন C

19) মানুষের দেহের সবচেয়ে ছোটো অস্থি হল-
a) ফিমার 
b) স্টেপিস
c) মেলিয়াস 
d) হিউমেরাস
উত্তর :- স্টেপিস

20) মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল-
a) 12 টি 
b) 31 টি 
c) 12 জোড়া 
d) 31 জোড়া
উত্তর :- 12 জোড়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad