Ads Area

ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্ন - উত্তর পর্ব - ০২

 ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর 
ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্ন - উত্তর পর্ব - ০২


Hello বন্ধুরা,
 আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্রাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।  তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখে নিন।

               ভূগোল প্রশ্ন উত্তর পর্ব - দুই


1) ভারতের সবচেয়ে উঁচু নদী বাঁধ কোনটি?
a) মাইথন 
b) তিলাইয়া 
c) হীরাকুদ 
d) ভাকরা
উত্তর:-ভাকরা

2) কোন দুটি নদীর মিলিত প্রবাহে হলদি নদীর সৃষ্টি হয়েছে?
a) বক্রেশ্বর ও অজয় 
b) দ্বারকেশ্বর ও শিলাই 
c) কাসাই ও কেলেঘাই 
d) এদের কোনোটিই নয়
উত্তর:-কাসাই ও কেলেঘাই

3) পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীটির নাম কি?
a) তোর্সা
b) তিস্তা
c) ময়ূরাক্ষী
d) কালিন্দী
উত্তর:-ময়ূরাক্ষী

4) বড়ো শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের সবচেয়ে কোনটি?
a) কিরিবুরু 
b) গোর্গাবুরু 
c) কাঞ্চনজঙ্ঘা 
d) বুদাবুরু
উত্তর:-গোর্গাবুরু

5) ভারতের একটি লবণ হ্রদের নাম কি?
a) সম্বর 
b) চিল্কা 
c) উলার 
d) লোকটাক
উত্তর:-সম্বর

6) লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
a) অরুণাচল 
b) অসম
c) মনিপুর
d) মিজোরাম
উত্তর:-মনিপুর

7) কৃষি গবেষণা কেন্দ্রটি ভারতের কোথায় অবস্থিত?
a) কলকাতা
b) দিল্লি
c) হায়দ্রাবাদ
d) গান্ধীনগর
উত্তর:-দিল্লি

8) ভারতের সর্বমোট কতগুলি দ্বীপ আছে?
a) 267 টি 
b) 252 টি 
c) 247 টি 
d) 214 টি
উত্তর:-247 টি

9) গারো পাহাড়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) মেঘালয়
b) অসম
c) মনিপুর
d) মিজোরাম
উত্তর:-মেঘালয়

10) ভারতের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কটি?
a) 6 টি 
b) 9 টি 
c) 10 টি 
d) 12 টি
উত্তর:-10 টি

11) পৃথিবীতে কম সড়কপথ কোথায়?
a) ভুটান 
b) নেপাল 
c) বাংলাদেশ 
d) ব্রহ্মদেশ
উত্তর:-নেপাল

12) পৃথিবীর শীতলতম স্থানের নাম কি?
a) সাইবেরিয়া
b) ইউক্রেন
c) ভারখয়ানক্স 
d) কোনোটিই নয়
উত্তর:-ভারখয়ানক্স

13) কোন দেশকে সুগারের পাত্র বলা হয়?
a) কিউবা 
b) ব্রাজিল 
c) চীন 
d) ভারত
উত্তর:-কিউবা

14) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
a) বুধ 
b) মঙ্গল 
c) শুক্র 
d) বৃহস্পতি
উত্তর:-বুধ 

15) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
a) মধ্যপ্রদেশ 
b) উত্তরপ্রদেশ
c) রাজস্থান
d) ওড়িশা
উত্তর:- রাজস্থান

16) কোন রাজ্যটি ভারতের কর্কটক্রান্তি রেখা দ্বারা দ্বিধা বিভক্ত হয়নি?
a) গুজরাট 
b) পশ্চিমবঙ্গ 
c) কর্ণাটক 
d) ওড়িশা
উত্তর:-ওড়িশা

17) ব্রহ্মগিরি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
a) ময়ূরাক্ষী নদী
b) দামোদর নদী
c) গোদাবরী নদী
d) লুনী নদী
উত্তর:-দামোদর নদী

18) 76 বছর পর দেখা যায় কোন ধুমকেতু?
a) হ্যালি 
b) হেল-বপ 
c) টেম্পল 
d) কোনোটিই নয়
উত্তর:-হ্যালি

19) জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের কোন নদী?
a) মাতলা 
b) কাঁসাই 
c) লুনি 
d) শিলবতী
উত্তর:-মাতলা

20) সুইজারল্যান্ড ভারতের কোন শহরকে বলা হয়?
a) বেঙ্গালুরু
b) চেন্নাই
c) মধ্যপ্রদেশ
d) দিল্লি
উত্তর:-বেঙ্গালুরু


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad