Ads Area

পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১

পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০১


Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

           পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - এক 
    

1) পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি?
a) চার ভাগে 
b) তিন ভাগে
c) দু-ভাগে 
d) এর কোনওটিই নয়
উত্তর :- দু-ভাগে

2) পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত হয়েছে?
a) তিনটি অংশ নিয়ে 
b) চারটি অংশ নিয়ে 
c) দুটি অংশ নিয়ে 
d) এর কোনওটিই নয়
উত্তর :- দুটি অংশ নিয়ে

3) বিশ্বপরিবেশ দিবস উদযাপিত হয় কোন তারিখে?
a) 22 এপ্রিল
b) 10 মে 
c) 5 জুন 
d) 5 জুলাই
উত্তর :- 5 জুন

4) মিনামাটা রোগ কী কারনে হয়?
a) মিথাইল পারদ সংক্রমণ
b) আর্সেনিক দূষণ
c) কপার সংক্রমণ 
d) ক্যাডমিয়াম সংক্রমণ
উত্তর :- মিথাইল পারদ সংক্রমণ

5) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
a) এম এস স্বামীনাথন 
b) বাবা আমতে 
c) জগদীশচন্দ্র বসু 
d) মেধা পাটেকর
উত্তর :- এম এস স্বামীনাথন

6) সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি?
a) পরিবার ও সমাজ 
b) পরিবার ও ব্যক্তি
c) ব্যক্তি ও অর্থ 
d) এর কোনটিই নয়
উত্তর :- পরিবার ও সমাজ

7) ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি?
a) ফ্লোরোফুরো কার্বন 
b) কার্বন ডাই অক্সাইড 
c) কার্বন মনোক্সাইড 
d) অক্সিজেন
উত্তর :- ফ্লোরোফুরো কার্বন

8) জলাভূমিতে জৈব পচনে কোন গ্যাস উৎপন্ন হয়?
a) CFC 
b) মিথেন
c) সালফার ডাই অক্সাইড 
d) অ্যামোনিয়াম গ্যাস
উত্তর :- মিথেন

9) জমিতে অম্লতা বৃদ্ধি পায় কী কারনে?
a) অত্যাধিক জলসেচের জন্য
b) অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে 
c) অত্যাধিক কৃষিকার্যের জন্য 
d) অত্যাধিক জৈব সারের প্রয়োগের জন্য
উত্তর :- অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে

10) W.T.O সম্পূর্ণ নাম কী?
a) World Transport Organisation 
b) World Tobaco Organisation
c) World Trade Organisation
d) World Tele Orbit
উত্তর :- World Trade অর্গানিসশন

11) ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
a) 32° সেলসিয়াস
b) 28° সেলসিয়াস
c) 22° সেলসিয়াস
d) 40° সেলসিয়াস
উত্তর :- 22° সেলসিয়াস

12) ভারতবর্ষে বাস করে পৃথিবীর মোট জনসম্পদের প্রায় 
a) 20%
b) 15%
c) 10%
d) 5%
উত্তর :- 15%

13) ভারতে জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে?
a) বিহারে
b) পশ্চিমবঙ্গে
c) উত্তর প্রদেশে 
d) গোয়া
উত্তর :- পশ্চিমবঙ্গে

14) ওজোন গ্যাসের বর্ণ কী ধরনের?
a) হালকা নীল বর্ণের
b) হালকা সবুজ বর্ণের 
c) হালকা হলুদ বর্ণের
d) হালকা লাল বর্ণের হয়
উত্তর :- হালকা নীল বর্ণের

15) কত সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বনবিভাগের নাম বদল করে রাখা হয়?
a) 1949 সালে 
b) 1948 সালে
c) 1947 সালে 
d) এর কোনওটিই নয়
উত্তর :- 1948 সালে

16) প্রকৃতির আঁচল কাকে বলা হয়?
a) জলাশয় 
b) অরণ্য
c) মরুভূমি
d) এর কোনওটিই নয়
উত্তর :- অরণ্য

17) ব্ল্যাক ফুট রোগের কারন হল -
a) আর্সেনিক দূষণ 
b) পারদ দূষণ 
c) ক্যাডমিয়াম দূষণ
d) ফ্লুরাইড দূষণের ফলে হয়
উত্তর :- আর্সেনিক দূষণ

18) ভাইরাস একটি :
a) জৈব উপাদান
b) সামাজিক উপাদান
c) অজৈব উপাদান 
d) নিষ্ক্রিয় উপাদান
উত্তর :- জৈব উপাদান

19) চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন?
a) মেধা পাটেকর
b) সুন্দরলাল বহুগুণা 
c) অরুন্ধতী চৌধুরী 
d) মীরা নায়ার
উত্তর :- সুন্দরলাল বহুগুণা

20) আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ?
a) কান্ড 
b) পাতা 
c) ফুল 
d) মূল
উত্তর:- মূল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad