ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২ |
Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস কুরিটি এম. সি. কিউ. প্রশ্ন উত্তর। যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচের প্রশ্নের সাথে উত্তরগুলো দেখিনিন ।
ইতিহাস প্রশ্ন উত্তর পর্ব দুই
1) স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় -
a) ১৭২২ খ্রিস্টাব্দে
b) ১৭২৪ খ্রিস্টাব্দে
c) ১৭২৬ খ্রিস্টাব্দে
d) ১৭২৮ খ্রিস্টাব্দে ।
উত্তর :- ১৭২৪ খ্রিস্টাব্দে
2) হায়দরাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন -
a) সাদাত খাঁ
b) মুর্শিদকুলি খাঁ
c) নিজাম - উল - মুলক
d) হায়দার আলী ।
উত্তর :- নিজাম - উল - মুলক
3) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন-
a) মুর্শিদকুলি খাঁ
b) আলিবর্দি খাঁ
c) সুজাউদ্দিন
d) সিরাজ উদ্ - দৌলা ।
উত্তর :-মুর্শিদকুলি খাঁ
4) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
a) বোম্বাই
b) গুজরাট
c) মাদ্রাজ
d) বাংলা।
উত্তর :- বাংলা
5) 'দস্তক' কথাটির অর্থ -
a) রাজ্য
b) রাজস্ব
c) সাম্রাজ্য
d) বাণিজ্যিক ছাড়পত্র।
উত্তর :- বাণিজ্যিক ছাড়পত্র।
6) আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় -
a) ১৭৫৬ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
b) ১৭৫৬ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি
c) ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
d) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি ।
উত্তর :-১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
7) পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন -
a) বুসি
b) স্যার টমাস রো
c) রবার্ট ক্লাইভ
d) লর্ড ওয়েলেসলি।
উত্তর :- রবার্ট ক্লাইভ
8) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল-
a) ১৭৬০ খ্রিস্টাব্দে
b) ১৭৬৫ খ্রিস্টাব্দে
c) ১৭৭০ খ্রিস্টাব্দে
d) ১৭৭২ খ্রিস্টাব্দে ।
উত্তর :-১৭৬০ খ্রিস্টাব্দে
9) বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয় -
a) ফরাসিদের
b) ওলন্দাজদের
c) পোর্তুগিজদের
d) স্পেনীয়দের।
উত্তর :-ওলন্দাজদের
10) বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন-
a) ম্যালেসন
b) মেজর অ্যাডামস
c) আয়ারকূট
d) কাউন্ট লালি ।
উত্তর :- মেজর অ্যাডামস
11) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন -
a) ফাররুখশিয়র
b) ঔরঙ্গজেব
c) দ্বিতীয় বাহাদুর শাহ
d) দ্বিতীয় শাহ আলম।
উত্তর :- দ্বিতীয় শাহ আলম
12) মির কাশিম রাজধানী স্থানান্তর করেন -
a) মুঙ্গেরে
b) দিল্লিতে
c) বোম্বাইয়ে
d) পাটনায় ।
উত্তর :- মুঙ্গেরে
13) কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়?
a) রবার্ট ক্লাইভ
b) ভেরেলেস্ট
c) ওয়ারেন হেস্টিংস
d) লর্ড ওয়েলেসলি।
উত্তর :-ওয়ারেন হেস্টিংস
14) 'ভারতের ম্যাকিয়াভেলি' নামে যিনি পরিচিত ছিলেন -
a) টিপু সুলতানকে
b) হায়দার আলিকে
c) নানা ফড়নবিশকে
d) রঘুনাথ রাওকে ।
উত্তর :- নানা ফড়নবিশকে
15) ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল -
a) প্রথম মাধব রাও - এর সঙ্গে
b) দ্বিতীয় মাধব রাও - এর সঙ্গে
c) পেশোয়া প্রথম বাজিরাও - এর সঙ্গে
d) পেশোয়া দ্বিতীয় বাজিরাও - এর সঙ্গে ।
উত্তর :- পেশোয়া দ্বিতীয় বাজিরাও - এর সঙ্গে ।
16) পেশোয়া পদ বিলুপ্ত হয় যে সন্ধির দ্বারা -
a) বেসিনের সন্ধি
b) পুরন্দরের সন্ধি
c) পুনা সন্ধি
d) ম্যাঙ্গালোরের সন্ধি ।
উত্তর :- পুনা সন্ধি
17) পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন -
a) ক্লাইভ
b) বেন্টিঙ্ক
c) ওয়েলেসলি
d) ডালহৌসি
উত্তর :- ডালহৌসি
18) বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন -
a) ডালহৌসি
b) ওয়ারেন হেস্টিংস
c) বেন্টিঙ্ক
d) ক্লাইভ।
উত্তর :- ওয়ারেন হেস্টিংস
19) কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়-
a) ১৭৭২ খ্রিস্টাব্দে
b) ১৭৭৩ খ্রিস্টাব্দে
c) ১৭৭৪ খ্রিস্টাব্দে
d) ১৭৭৫ খ্রিস্টাব্দে ।
উত্তর :-১৭৭৪ খ্রিস্টাব্দে
20) ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় -
a) ১৭৮০ খ্রিস্টাব্দে
b) ১৮১৮ খ্রিস্টাব্দে
c) ১৮০০ খ্রিস্টাব্দে
d) ১৮৪৯ খ্রিস্টাব্দে ।
উত্তর :- ১৮০০ খ্রিস্টাব্দে