Ads Area

Physical Science MCQ Question Answer Part - 01 For All Competitive Exam

 Physical Science MCQ Question Answer Part - 01 For All Competitive Exam
Physical Science MCQ Question Answer Part - 01 For All Competitive Exam

Hello বন্ধুরা,
     
            সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ ভৌত বিজ্ঞান প্রশ্ন-উত্তর । যেগুলি প্রাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের আগত যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন ।  তাই আর সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন ।

          ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব - এক


1) কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
a) ক্ষেত্রফল
b) ক্ষমতা
c) দ্রুতি
d) দর্পণ
উত্তর :- ক্ষমতা
 
2) নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে?
a) সিনেমার পর্দা
b) জামা 
c) ঘরের পর্দা
d) দর্পণ
উত্তর :- দর্পণ

3) স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
a) ভব 
b) ভার 
c) ভর এবং ভার 
d) কোনটাই নয়
উত্তর :- ভার

4) জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
a) 537 ক্যালরি/গ্রাম 
b) 437 ক্যালরি / গ্রাম 
c)  80 ক্যালরি / গ্রাম
d) 586 ক্যালরি /গ্রাম
উত্তর :- 537 ক্যালরি/গ্রাম

5) বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?
a)  0.5
b) 1
c) 1.5
d) 2
উত্তর :-1.5

6) নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখবে?
a) M
b) W
c) A
d) N
উত্তর :-N

7) স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক  বিশিষ্ট সুরটিকে কি বলে?
a) মূলসুর 
b) সমমেল 
c) উপসুর 
d) কোনটাই নয়
উত্তর :-মূলসুর

8) 0° C এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?
a) 332 মি /সে.
b) 232 মি /সে.
c) 432 মি /সে.
d) 632 মি /সে.
উত্তর :-332 মি /সে.

9) নিচের কোনটি মাত্রাহীন রাশি?
a) দ্রুতি 
b) ক্ষমতা 
c) ঘনত্ব
d) কোণ
উত্তর :-কোণ

10) প্রাস গতিতে (Projectile motion) কণার গতিপথ হয় -
a) বৃত্তাকার
b) উপবৃত্তাকার
c) পরাবৃত্তাকার 
d) অধিবৃত্তাকার
উত্তর :-অধিবৃত্তাকার

11) তড়িতের উত্তর পরিবাহী হল -
a) পরিস্রুত গরম জল 
b) পাতিত জল 
c) পরিস্রুত জল সাধারণ উষ্ণতায়
d) লবণাক্ত জল
উত্তর :-লবণাক্ত জল

12) নিম্নোক্ত কোনটি তাপনিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়?
a) ভারী জল
b) ক্যাডমিয়াম 
c) গলিত সোডিয়াম 
d) গ্রাফাইট
উত্তর :-গলিত সোডিয়াম

13) মেসন পাওয়া যায়-
a) y- রশ্মিতে 
b) লেসার বিমে 
c) x-রশ্মিতে 
d) মহাজাগতিক রশ্মিতে
উত্তর :-মহাজাগতিক রশ্মিতে

14) নিচের কোন যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়?
a) পোটেনসিওমিটার
b) অ্যামমিটার 
c) ভোল্টামিটার 
d) ভোল্টমিটার
উত্তর :-ভোল্টামিটার

15) বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
a) গতিশক্তি 
b) তাপ শক্তি
c) স্থিতিশক্তি
d) আলোক শক্তি
উত্তর :-স্থিতিশক্তি

16) সুরশলাকার আকৃতি কিরূপ?
a) V আকৃতির 
b)   U আকৃতির
c) I আকৃতির
d) Y আকৃতির
উত্তর :-U আকৃতির

17) কার্য করার সামর্থকে কি বলে?
a) শক্তি
b) বল 
c) ক্ষমতা 
d) কার্যহীন বল
উত্তর :- শক্তি

18) তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে ক'টি 20 গ্রামের বাটখারা থাকে?
a) একটি 
b) দুটি 
c) তিনটি
d) চারটি
উত্তর :- দুটি

19) ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত হয়?
a) একবার 
b) দুইবার
c) তিনবার
d) চারবার
উত্তর :- দুইবার

20) কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়?
a) জলে 
b) বাতাসে
c) কাচে 
d) শূন্য মাধ্যমে
উত্তর :- শূন্য মাধ্যমে






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad