Physical Science MCQ Question Answer Part - 03 For All Competitive Exam
Physical Science MCQ Question Answer Part - 03 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব - 03
1) চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন?
a) চাঁদে কোনো জীব নেই
b) চন্দ্রপৃষ্ঠ অসমতল
c) চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
d) চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে
উত্তর :- চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
2) ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে -
a) নিম্ন গলনাঙ্ক
b) উচ্চরোধ
c) উচ্চ স্থিতিস্থাপকতা
d) উচ্চ গলনাঙ্ক
উত্তর :- নিম্ন গলনাঙ্ক
3) শব্দের প্রাবল্যের একক হল-
a) জুল / সেমি
b) নিউটন
c) ডেসিবল
d) ক্যান্ডেলা
উত্তর :- ডেসিবল
4) প্লবতা কোন দিকে কাজ করে?
a)পার্শ্বমুখে
b) নিম্নমুখে
c) ঊর্ধ্বমুখে
d) উভয়মুখে
উত্তর :- ঊর্ধ্বমুখে
5) অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
a) তড়িৎ প্রবাহমাত্রা
b) পরিবাহীর রোধ
c) বিভব প্রভেদ
d) তড়িৎ চুম্বকের মান
উত্তর :- তড়িৎ প্রবাহমাত্রা
6) X রশ্মির আধান কত?
a) শূন্য বা নিস্তড়িৎ
b) এক একক ধনাত্মক আধান
c) এক একক ঋণাত্মক আধান
d) দুই একক ধনাত্মক আধান
উত্তর :- শূন্য বা নিস্তড়িৎ
7) কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক?
a) তড়িৎক্ষমতা
b) তড়িৎপ্রবাহ
c) বিভব প্রভেদ
d) তড়িৎ শক্তি
উত্তর :- তড়িৎ শক্তি
8) প্রিজমের ক'টি ত্রিকোণাকার তল থাকে?
a) 2 টি
b) 3 টি
c) 4 টি
d)5 টি
উত্তর :- 2 টি
9) হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
a) আকাশী
b) নীল
c) লাল
d) বেগুনী
উত্তর :- নীল
10) পুরোনো দিনের বিজ্ঞানকে বলে -
a) ওসানোলজি
b) ক্রমোলজি
c) ক্রনোলজি
d) গ্যায়েন্টোলজি
উত্তর :- ক্রনোলজি
11) পারদ ছাড়া তরল ধাতু হল-
a) গ্যালিয়াম
b) রেডিয়ান
c) হারমোনিয়াম
d) প্যালাডিয়াম
উত্তর :- গ্যালিয়াম
12) W.h কিসের একক?
a) তাপমাত্রা
b) তড়িৎশক্তি
c) তড়িৎপ্রবাহ
d) জলসম
উত্তর :- তড়িৎশক্তি
13) বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে?
a) উষ্ণতা
b) গ্যাসের আয়তন
c) গ্যাসের চাপ
d) সবকটি
উত্তর :- উষ্ণতা
14) পারদের হিমাঙ্ক কত?
a) -50°C
b) -20°C
c) -49°C
d) -39°C
উত্তর :- -39°C
15) SI পদ্ধতিতে তড়িতাধানের একক কি?
a) অ্যাম্পিয়ার
b) ভোল্ট
c) কুলম্ব
d) জুল
উত্তর :- কুলম্ব
16) বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে-
a) পারমাণবিক তাপ
b) তাপগ্রাহিতা
c) আপেক্ষিক তাপ
d) লীন তাপ
উত্তর :- তাপগ্রাহিতা
17) চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত?
a) হেনরীর সূত্র
b) নিউটনের সূত্র
c) পাস্কালের সূত্র
d) চার্লসের সূত্র
উত্তর :- পাস্কালের সূত্র
18) ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে -
a) ভালো আবহাওয়া
b) ঝড়
c) বৃষ্টি
d) 'b' ও 'c' উভয়েই
উত্তর :- ভালো আবহাওয়া
19) ওজন বাক্সে 1 গ্রামের ক'টি বাটখারা থাকে?
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি
উত্তর :- একটি
20) সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়?
a) বিকিরণ পদ্ধতিতে
b) পরিচলন পদ্ধতিতে
c) পরিবহন পদ্ধতিতে
d) কোনোটিই নয়
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে