Ads Area

Computer MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam

 Computer MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam
Computer MCQ Question & Answer Part - 02 For All Competitive Exam


Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার বিষয়ে কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
   
               কম্পিউটার প্রশ্নোত্তর পর্ব - দুই
      

1) ইনপুট ডিভাইস হিসেবে ব্যাঙকে ব্যবহৃত হয় -
a) LMCR 
b) EFCR 
c) MICR 
d) UNCR
উত্তর :- MICR

2) ভারতে প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা?
a) HCL 
b) BEL 
c) ECIL 
d) WIPRO
উত্তর :- WIPRO

3) I. S. P এর সম্পূর্ণ নাম কী?
a) ইন্টারনেট সার্ভিস প্রোটোকল 
b) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
c) ইন্টারনেট সর্ট প্রোভাইডার
d) কোনোটিই নয়
উত্তর :- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার

4) অনলাইন মেরিট টেস্টের অর্থ কী?
a) বিসিএস পরীক্ষা
b) ইন্টারনেট মাধ্যমে পরীক্ষা
c) ম্যাট পরীক্ষা
d) লিনাক্স এর থিউরি পরীক্ষা
উত্তর :- ইন্টারনেট মাধ্যমে পরীক্ষা

5) দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কী?
a) ট্রানজিস্টার
b) ভ্যাক্যুম টিউব
c) আই.সি 
d) ভি.এল.এস আই. সি
উত্তর :- ট্রানজিস্টার

6) অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় কোথায়?
a) চীন দেশে
b) মিশরে
c) ভারতে 
d) মেসোপটেমিয়াতে
উত্তর :- চীন দেশে

7) email কথাটি সম্পূর্ণ অর্থ কী?
a) ইজি মেইল
b) এসেনসিয়াল মেল
c) ইলেকট্রনিক মেল
d) কোনোটিই নয়
উত্তর :- ইলেকট্রনিক মেল

8) একবার সেভ করার পর দ্বিতীয় বার অপর নামে সেভ করলে হলে কী করতে হয়?
a) কম্পিউটার বন্ধ করে সেভ করতে হয়
b) সেভ এজ করতে হয়
c) উপরের দুটি প্রযোজ্য
d) কোনোটিই নয়
উত্তর :- সেভ এজ করতে হয়

9) মেমারিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
a) দু' ভাগে
b) তিন ভাগে
c) চার ভাগে 
d) পাঁচ ভাগে
উত্তর :- দু' ভাগে

10) হার্ডড্রাইভকে কী বলা হয়?
a) মিক্সড ডিভাইস
b) অ্যাক্সিসারি ডিভাইস
c) অ্যাডিশনাল ডিভাইস 
d) স্টোরেজ ডিভাইস
উত্তর :- স্টোরেজ ডিভাইস

11) নিচের কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের জনক হিসেবে চিনি?
a) সুগার
b) রবার্ট টেলার
c) জুল
d) হাউজ বার্গ
উত্তর :- রবার্ট টেলার

12) কম্পিউটার চালু রাখার জন্য যে সব ইনফরমেশন ও ইনস্ট্রাকশন দরকার সে সবের সন্নিবেশ কোথায় হয়?
a) রম-এ 
b) ল্যান-এ 
c) ৱ্যাম -এ 
d) কোনোটিই নয়
উত্তর :- রম-এ

13) একটি ছবি যখন দৃশ্য মাধ্যমে আছে তার আগে কতগুলি______ তৈরী করে।
a) Cobol 
b) Pixel 
c) File 
d) Mac
উত্তর :- Pixel

14) কোনো দুটি অবজেক্ট- এর মধ্যে সংযোগ স্থাপন কে কী বলে?
a) হাইপার লিঙ্ক 
b) লিঙকিং 
c) হাইপার ক্লিক 
d) ক্লিকিং
উত্তর :- হাইপার লিঙ্ক

15) মনিটারের কাজ হল-
a) গাণিতিক সমাধান করা
b) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
c) লেখা ও ছবি দেখানো 
d) এর কোনোটিই নয়
উত্তর :- লেখা ও ছবি দেখানো

16) MS এর পুরো কথা কী?
a) মাইক্রোসফট
b) মেইন স্টোরেজ 
c) মাইক্রো স্টোরেজ 
d) মিনি স্টোরেজ
উত্তর :- মাইক্রোসফট

17) L. C.D এর পুরো অর্থ কী?
a) লোকাল কমন ডিরাইট 
b) ল্যাটারল কমন ডিসপ্লে 
c) লিক্যুইড ক্রিস্টাইল ডিসপ্লে
d) কোনাটিই নয়
উত্তর :- লিক্যুইড ক্রিস্টাইল ডিসপ্লে

18) ইনজেক্ট প্রিন্টার হল-
a) ইমপ্যাক্ট প্রিন্টার
b) নন এমপ্যাক্ট প্রিন্টার
c) ডিজিট্যাল প্রিন্টার
d) কম্পিউটিক্স প্রিন্টার
উত্তর :- নন এমপ্যাক্ট প্রিন্টার

19) সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া তথ্যকে কোথায় পাওয়া যায়?
a) অ্যাসাইনমেন্ট -এ 
b) ইনসুলাইজার -এ 
c) ইনক্রিমেন্ট- এ
d) ডাটাবেস -এ
উত্তর :- ডাটাবেস -এ

20) নেটওয়ার্ক কত প্রকারের হয়?
a) 2
b) 4
c) 3
d) 5
উত্তর :- 3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad