Computer MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam
Computer MCQ Question & Answer Part - 03 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার বিষয়ে কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
কম্পিউটার প্রশ্নোত্তর পর্ব - তিন
1) WAP কথাটির অর্থ কী?
a) ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল
b) ওয়েব অ্যানালোগ প্রোটোকল
c) ওয়্যারলেস অ্যানালোগ প্রোটোকল
d) ওরাল্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল
উত্তর :- ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল
2) কম্পিউটারে প্রথম প্রজন্মের ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কী?
a) ভ্যাকুয়াম টিউব
b)ট্র্যাঞ্জিসটার
c) লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
d) ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
উত্তর :- ভ্যাকুয়াম টিউব
3) মোডেমের মাধ্যমে কম্পিউটার সাথে -
a) রেডিও লাইনের সংযোগ সাধন হয়
b) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
c) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
d) উপরের কোনোটিই নয়
উত্তর :- টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
4) ড্রপারস -এর কাজ কী?
a) ভাইরাসকে হার্ডডিস্কে বসানো সাহায্য করা
b) আউটপুটকে হার্ডডিস্কে বসানো সাহায্য করা
c) ইনপুটকে হার্ডডিস্কে বসাতে সাহায্য করা
d) প্রোগ্রামকে হার্ডডিস্কে বসাতে সাহায্য করা।
উত্তর :- ভাইরাসকে হার্ডডিস্কে বসানো সাহায্য করা
5) ৱ্যাম -এর পূর্ণ অর্থ কী?
a) ৱ্যান্ডম অ্যাকসেস মেমরি
b) রিড অ্যাকসেস মেমরি
c) ৱ্যান্ডম অক্সিলারি মেমরি
d) রিড অক্সিলারি মেমরি
উত্তর :- ৱ্যান্ডম অ্যাকসেস মেমরি
6) টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় নীচের কোনটি?
a) স্ক্যানার
b) প্রিন্টার
c) রম
d) মোডেম
উত্তর :- মোডেম
7) কম্পিউটারের সমস্ত ডেটাই আসলে -
a) গ্রাফিক ডেটা
b) অক্ষর ডেটা
c) ডিজিটাল ডেটা
d) কোনোটিই নয়
উত্তর :- ডিজিটাল ডেটা
8) 'Font' হল -
a) কোনো অক্ষরের স্টাইল
b) কোনো অক্ষরের উচ্চতা
c) কোনো অক্ষরের আকৃতির ধরন
d) কোনো অক্ষর যতখানি চওড়া
উত্তর :- কোনো অক্ষরের আকৃতির ধরন
9) কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কে করে?
a) RAM
b) Memory
c) ALU
d) Control Unit
উত্তর :- ALU
10) PASCAL হল -
a) আইকন
b) ল্যাঙ্গুয়েজ
c) ফাইল
d) এক্সপ্লরার
উত্তর :- ল্যাঙ্গুয়েজ
11) URL -এর পূর্ণ অর্থ কী?
a) ইউজার রিসোর্স লোকেটর
b) ইউনিফর্ম রিসোর্স লোকেটর
c) ইউজার রিজার্ভড লোকেশন
d) ইউনিফর্ম রিজার্ভড লোকেশন
উত্তর :- ইউনিফর্ম রিসোর্স লোকেটর
12) ফ্লপির সঞ্চয় ক্ষমতা কত?
a) 1.38 এম.বি
b) 1.98 এম.বি
c) 1.28 এম.বি
d) 1.44 এম.বি
উত্তর :- 1.44 এম.বি
13) এ.এম. ডি -এর পুরো নাম কী?
a) এল মাইক্রো ডলিনেন্ট
b) অল মোস্ট মার্সি ডেথ
c) অল ডলিউলেটর ডিভাইস
d) আমেরিকান মাইক্রো ডিভাইস
উত্তর :- আমেরিকান মাইক্রো ডিভাইস
14) Modem কথাটির পূর্ণ অর্থ কী?
a) মডিউলেটিং ডিমোডিউলেটিং
b) মডিউলেশন -ডিমডিউলেট
c) মলিউলেট -ডিমডিউলেট
d) মডিউলেটর ডিমডিউলেটর
উত্তর :- মডিউলেটর ডিমডিউলেটর
15) হার্ডড্রাইভকে কী বলা হয়?
a) মিক্সড ডিভাইস
b) অ্যাক্সিসারি ডিভাইস
c) অ্যাডিশনাল ডিভাইস
d) স্টোরেজ ডিভাইস
উত্তর :- স্টোরেজ ডিভাইস
16) email কথাটির পূর্ণ অর্থ কী?
a) ইজি মেইল
b) এসেন্সিয়াল মেল
c) ইলেকট্রনিক মেল
d) কোনোটিই নয়
উত্তর :- ইলেকট্রনিক মেল
17) CD-ROM কী?
a) সেমি কন্ডাক্টর মেমোরি
b) ম্যাগনেটিক মেমোরি
c) মেমোরি রেজিস্টার
d) কোনোটিই নয়
উত্তর :- কোনোটিই নয়
18) Bit - এর পূর্ণ নাম কী?
a) বাইনারি ডিজিট
b) বাইনারি ইনস্ট্রাকশন টেবিল
c) বাইনারি ইউনিট
d) কোনোটিই নয়
উত্তর :- বাইনারি ডিজিট
19) ROM কত প্রকারের হয়?
a) 4
b) 3
c) 5
d) 2
উত্তর :- 3
20) পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয়-
a) MICR
b) OCR
c) Check Pen
d) OMR
উত্তর :- OMR