General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam 2021 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর - নয়
1) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?
a) আগ্নেয়শিলা
b) রূপান্তরিত শিলা
c) পাললিক শিলা
d) কোনোটাই নয়
উত্তর :- পাললিক শিলা
2) কম ঢাল যুক্ত জলপ্রপাত কে কী বলে?
a) ইন্টারলকিং সুপার
b) ৱ্যাপিড
c) ডেল্টা
d) পটহোল
উত্তর :- ৱ্যাপিড
3) ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হল -
a) গির অভয়ারণ্য
b) কেইবুল লামজাও অভয়ারণ্য
c) কানহা জাতীয় উদ্যান
d) সুন্দরবন
উত্তর :- কেইবুল লামজাও অভয়ারণ্য
4) 'নিশীথ সূর্যের দেশ' কাকে বলা হয়?
a) নরওয়ে
b) সুইডেন
c) হল্যান্ড
d) ইংল্যান্ড
উত্তর :- নরওয়ে
5) গ্রীনল্যান্ডের রাজধানীর নাম কী?
a) কিংস্টন
b) সেন্ট জর্জেস
c) নুক
d) সানহুয়ান
উত্তর :- নুক
6) জাপানের প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয়?
a) ১৫ বার
b) ২০ বার
c) ২৫ বার
d) ৩০ বার
উত্তর :- ২০ বার
7) প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়?
a) পাললিক শিলা
b) আগ্নেয় শিলা
c) রূপান্তরিত শিলা
d) পরিবর্তিত শিলা
উত্তর :- আগ্নেয় শিলা
8) কয়লার রূপান্তরিত রূপ কী?
a) গ্রানাইট
b) গ্যাব্রো
c) গ্রাফাইট
d) ডলোরাইট
উত্তর :- গ্রাফাইট
9) একটি লাভা গঠিত শিলার উদাহরণ দাও?
a) বেলেপাথর
b) চুনাপাথর
c) ব্যাসল্ট
d) গ্রাফাইট
উত্তর :- ব্যাসল্ট
10) জাপানের ফুজিয়ামা কী আগ্নেয়গিরি?
a) জীবন্ত
b) মৃত
c) সুপ্ত
d) কোনটাই নয়
উত্তর :- সুপ্ত
11) বাংলাদেশের দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তক করেন কোন গভর্নর?
a) লর্ড ক্লাইভ
b) লর্ড কর্নওয়ালিস
c) লর্ড ওয়েলেসলি
d) লর্ড রিপন
উত্তর :- লর্ড ক্লাইভ
12) চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হয় কবে?
a) ১৮৫৫
b) ১৮৫৬
c) ১৮৫৪
d) ১৮৫৩
উত্তর :- ১৮৫৪
13) কোলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
a) ১৮০৯
b) ১৮১৫
c) ১৮১৮
d) ১৮১৭
উত্তর :- ১৮১৭
14) প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়?
a) পাঞ্জাবে
b) অসমে
c) বাংলায়
d) মাদ্রাজে
উত্তর :- বাংলায়
15) নিয়মিত পুলিশ বাহিনী কে প্রথম গড়ে তোলেন?
a) লর্ড ক্যানিং
b) লর্ড ওয়ারেন হেস্টিংস
c) লর্ড ওয়েলেসলি
d) লর্ড কর্ণওয়ালিস
উত্তর :- লর্ড কর্ণওয়ালিস
16) রেগুলেটিং অ্যাক্ট কবে পেশ করা হয়?
a) ১৭৭৩ খ্রিস্টাব্দে
b) ১৭৭০ খ্রিস্টাব্দে
c) ১৭৭২ খ্রিস্টাব্দে
d) ১৭৭১ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৭৭৩ খ্রিস্টাব্দে
17) বাংলায় একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
a) লর্ড রিপন
b) লর্ড ওয়েলেসলি
c) লর্ড বেন্টিঙ্ক
d) লর্ড কর্নওয়ালিস
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
18) কোলকাতায় সুপ্রিম কোর্ট কে চালু করেন?
a) লর্ড কর্নওয়ালিস
b) লর্ড ওয়েলেসলি
c) ওয়ারেন হেস্টিংস
d) লর্ড রিপন
উত্তর :- ওয়ারেন হেস্টিংস
19) রংপুর বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ কর।
a) নুরুলউদ্দিন
b) তিতুমির
c) সিধু
d) ভৈরব
উত্তর :- নুরুলউদ্দিন
20) সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কর ।
a) ভৈরব
b) সিধু ও কানু
c) বুদ্ধ ভগত
d) ভবানী পাঠক
উত্তর :- সিধু ও কানু