General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exma 2021
General Knowledge MCQ Question & Answer Part - 11 For All Competitive Exma 2021 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ ত্রিশটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১১
1) মালয়েশিয়া কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
a) বক্সাইট
b) আকরিক লোহা
c) স্বর্ণ
d) টিন
উত্তর :- টিন
2) রাজা রামমোহন রায়ের পর কে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন?
a) কেশবচন্দ্র সেন
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) দেবেন্দ্রনাথ ঠাকুর
d) স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর :- দেবেন্দ্রনাথ ঠাকুর
3) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
a) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
b) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
c) কানপুর বিশ্ববিদ্যালয়
d) কোলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর :- কোলকাতা বিশ্ববিদ্যালয়
4) কয়লা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
a) পশ্চিমবঙ্গ
b) বিহার
c) উড়িষ্যা
d) মধ্যপ্রদেশ
উত্তর :- বিহার
5) সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাস করেন?
a) রাজা রামমোহন রায়
b) লর্ড উইলিয়াম বেন্টিক
c) কেশবচন্দ্র সেন
d) লর্ড রিপন
উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিক
6) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন?
a) ডেভিড হেয়ার
b) জোনাথন ডানকান
c) আলেকজান্ডার ডাক
d) রাজা রামমোহন রায়
উত্তর :- ডেভিড হেয়ার
7) আটলাস পর্বত শ্রেনীর লবণাক্ত জলের হ্রদকে কী বলে?
a) সাড
b) টেল
c) শটস
d) কারু
উত্তর :- শটস
8) ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়?
a) কেশবচন্দ্রসেন -কে
b) ডিরোজিও- কে
c) রামমোহন রায়- কে
d) বিদ্যাসাগর-কে
উত্তর :- ডিরোজিও- কে
9) আট্টাকুল পোঙগলা কোন রাজ্যের ধর্মীয় উৎসব?
a) রাজস্থান
b) মিজোরাম
c) কেরল
d) মধ্যপ্রদেশ
উত্তর :- কেরল
10) মার্শাল দ্বীপপুঞ্জটি কোন শহরে অবস্থিত?
a) আটলান্টিক
b) ভারত
c) প্রশান্ত
d) আর্কটিক
উত্তর :- প্রশান্ত
11) স্থানীয় ভাষায় যার নাম 'সোহরা' তাকে আমরা কী নামে জানি?
a) তামিলনাড়ু
b) পাঞ্জাব
c) চেরাপুঞ্জি
d) মেঘালয়
উত্তর :- চেরাপুঞ্জি
12) লুনী নদীর উৎপত্তি স্থল-
a) আনাসাগর
b) কৃষ্ণসাগর
c) কচ্ছের রণ
d) লোহিত সাগর
উত্তর :- আনাসাগর
13) ঝড় ও সমুদ্রস্রোতের শক্তি হল-
a) স্থিতিশক্তি
b) গতিশক্তি
c) তড়িৎশক্তি
d) স্থিতিশক্তি ও গতিশক্তি
উত্তর :- গতিশক্তি
14) 'অচানকমার' অভয়ারণ্য রয়েছে -
a) নাগাল্যান্ড
b) ছত্রিশগড়
c) বিহার
d) মধ্যপ্রদেশ
উত্তর :- ছত্রিশগড়
15) জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে।
a) বায়ুর আদ্রতার উপর
b) বায়ুর উষ্ণতার উপর
c) পাত্রের উপাদানের উপর
d) বায়ুর চাপের উপর
উত্তর :- বায়ুর চাপের উপর
16) বৃত্তাকার পথে ঘুর্ণয়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
a) সমদ্রুতি সম্পন্ন
b) অসমবেগ সম্পন্ন
c) অসমদ্রুতি সম্পন্ন
d) সমবেগ সম্পন্ন
উত্তর :- সমবেগ সম্পন্ন
17) মোরাদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
a) যমুনা
b) রামগঙ্গা
c) পেনগঙ্গা
d) কোনওটিই নয়
উত্তর :- রামগঙ্গা
18) ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উচ্চতা পরিমাপ করা হয়?
a) 100°F
b) 212°F
c) 110°F
d) 312°F
উত্তর :- 110°F
19) 'জেচুয়ান' শব্দের অর্থ ক'টি নদী?
a) ২ টি
b) ৪ টি
c) ৬ টি
d) ৮টি
উত্তর :- ৪ টি
20) ছত্রিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত?
a) পানাজি
b) রায়পুর
c) কানপুর
d) বিলাসপুর
উত্তর :- রায়পুর
21)বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে -
a) ট্রোপোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) ওজনোস্ফিয়ার
d) স্ট্রাটোস্ফিয়ার
উত্তর :- আয়নোস্ফিয়ার
22) বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
a) ভবানী পাঠক
b) ভৈরব
c) তিতুমির
d) মজনুশাহ
উত্তর :- তিতুমির
23)প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেন?
a) স্বামী দয়ানন্দ
b) আত্মারাম পান্ডুরঙ্গ
c) মহাদেব গোবিন্দ রানাডে
d) রামমোহন রায়
উত্তর :- আত্মারাম পান্ডুরঙ্গ
24)) সাবমেরিন থেকে সমুদ্র উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
a) পেরিস্কোপ
b) টলিস্কোপ
c) জায়রোস্কাপ
d) স্টিরিওস্কোপ
উত্তর :- পেরিস্কোপ
25)ম্যাকনম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহূত হয়?
a) জাহাজ
b) উড়োজাহাজ
c) সাবমেরিন
d) রকেট
উত্তর :- উড়োজাহাজ
26)ভারতের প্রথম 'আধুনিক মানুষ' কাকে বলা হয়?
a) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রাজা রামমোহন রায়
c) দেবেন্দ্রনাথ ঠাকুর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- রাজা রামমোহন রায়
27) কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কী?
a) সঞ্জীবনী পত্রিকা
b) আনন্দবাজার পত্রিকা
c) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা
d) সমাচার পত্রিকা
উত্তর :- সঞ্জীবনী পত্রিকা
28)হীরকের সঙকট কোণের মান কত?
a) 24.5°
b) 30°
c) 34.5°
d) 40°
উত্তর :- 24.5°
29)দাঁতের ডাক্তারের দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
a) সমতল
b) অবতল
c) উত্তল
d) কোনোটিই নয়
উত্তর :- অবতল
30) ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়?
a) নক্ষত্রদের মধ্যে দূরত্ব
b) বস্তুর ঘনত্ব
c) পরমাণুর ব্যাস
d) ঘনকের ব্যাস
উত্তর :- পরমাণুর ব্যাস