Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 12 For All Competitive Exam 2021


Hello, বন্ধুরা
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

               জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - বারো 


1) 'বর্তমান ভারত' কার রচনা?
a) স্বামী বিবেকানন্দ
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
c) রাজা রামমোহন রায়
d) রামতনু লাহিড়ী
উত্তর :- স্বামী বিবেকানন্দ

2) সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত?
a) 1012 mlb
b) 1013.2 mlb 
c) 1015.2 mlb 
d) কোনোটিই নয়
উত্তর :- 1013.2 mlb

3) আর্যদের বিনিময় প্রথার মাধ্যমে  কী ছিল?
a) বনসম্পদ 
b) ঘোড়া 
c) গরু 
d) হাতি
উত্তর :- গরু

4) পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধানতম সমস্যা কী?
a) জল দূষণ
b) তেজস্ক্রিয় দূষণ 
c) বায়ু দূষণ
d) মৃত্তিকা দূষণ
উত্তর :- তেজস্ক্রিয় দূষণ

5) সর্বপ্রাচীন বেদ কোনটি?
a) ঋক
b) সাম 
c) যজু 
d) অথর্ব
উত্তর :- ঋক

6) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয়?
a) ১৯৩৫
b) ১৯৩৭
c) ১৯৭৩
d) ১৯৪০
উত্তর :- ১৯৩৭

7) সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত?
a) কয়না 
b) নর্মদা 
c) তাপ্তি 
d) শতদ্রু
উত্তর :- নর্মদা

8) একটি পরাশ্রয়ী উদ্ভিদের নাম কী?
a) স্বর্ণলতা 
b) তুলো
c) গাজর
d) পটল
উত্তর :- স্বর্ণলতা

9) নীচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা?
a) অ্যানথ্রাসাইট
b) বিটুমিনাস
c) লিগনাইট 
d) পিট
উত্তর :- অ্যানথ্রাসাইট

10) আর্যরা কোথায় সর্বপ্রথম বসতি স্থাপন করে?
a) সিন্ধু উপত্যকা 
b) কাশ্মীর 
c) গুজরাট 
d) পাঞ্জাব
উত্তর :- পাঞ্জাব

11) ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম  কী ছিল?
a) ইন্দ্র 
b) অগ্নি 
c) বায়ু 
d) সূর্য
উত্তর :- অগ্নি

12) অ্যাডিৱ্যাক্তা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?
a) নারিকেল 
b) তুলো 
c) নিম 
d) সরিষা
উত্তর :- তুলো

13) ভারতে পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়?
a) প্রথম 
b) দ্বিতীয় 
c) তৃতীয় 
d) চতুর্থ
উত্তর :- প্রথম

14) আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে?
a) ৬১২
b) ৭১২
c) ৮১২
d) ৭১০
উত্তর :- ৭১২

15) হিন্দু পুরাণের সংখ্যা কয়টি?
a) ১৫ টি 
b) ২৮ টি 
c) ১৮ টি 
d) ২০ টি
উত্তর :- ১৮ টি

16) শব্দদূষণকে প্রকাশ করা হয়  কীভাবে?
a) মিলিগ্রামে 
b) কিলোগ্রামে 
c) ডেসিবেল 
d) সেন্টিগ্রামে
উত্তর :- ডেসিবেল 

17) গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত?
a) বিহার 
b) ঝাড়খন্ড 
c) ওড়িশা 
d) মধ্যপ্রদেশ
উত্তর :- মধ্যপ্রদেশ

18) চোষক মূল থাকে কোন উদ্ভিদে?
a) চাঁপায় 
b) গজপিপুলে 
c) পানে 
d) স্বর্ণলতায়
উত্তর :- স্বর্ণলতায়

19) পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
a) নরসিংহ বর্মন
b) শিবস্কন্দ বর্মন 
c) প্রথম নরসিংহ বর্মন
d) অপরাজিতা বর্মন
উত্তর :- শিবস্কন্দ বর্মন

20) কৃষিবন বলতে বোঝায়?
a) যেখানে শস্যচাষ ও মাছচাষ করা হয় 
b) যেখান শস্যচাষ ও পশুপালন করা হয় 
c) যেখানে কৃষিকার্য ও বৃক্ষরোপণ করা হয় 
d) যেখানে কৃষি,পশুপালন ও বৃক্ষরোপণ করা হয়
উত্তর :- যেখানে কৃষিকার্য ও বৃক্ষরোপণ করা হয়

21) ভারতের কোন বন্দরে যুদ্ধজাহাজ তৈরি হয়?
a) হলদিয়া 
b) পারাদ্বীপ 
c) মাজাগাঁও 
d) মার্মাগাঁও
উত্তর :- মাজাগাঁও

22) প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি?
a) সংবাদ প্রভাকর
b) আনন্দবাজার 
c) হিন্দু পেট্রিয়ট 
d) সঞ্জিবনী
উত্তর :- সংবাদ প্রভাকর

23) ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ কী?
a) ডিডিটি 
b) এম আই সি 
c) সি এফ সি 
d) কে টি সি
উত্তর :- এম আই সি

24) 'পরিবেশ সুরক্ষা'' আইন কবে চালু হয়?
a) ১৯৭৬
b) ১৯৮৬
c) ১৯৮৮
d) ১৯৯০
উত্তর :- ১৯৮৬

25)  বুমলা পাশ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) জম্মু ও কাশ্মীর 
b) সিকিম 
c) অরুণাচল প্রদেশ 
d) হিমাচল প্রদেশ
উত্তর :- অরুণাচল প্রদেশ

26) মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল?
a) তামা 
b) লোহা 
c) ব্রোঞ্জ 
d) রুপো
উত্তর :- তামা

27) 'পৃথিবীর কসাইখানা' নামে পরিচিত কোন স্থান?
a) রচেস্টার 
b) নিউইয়র্ক 
c) চিকাগো 
d) ডুলুথ
উত্তর :- চিকাগো

28) ভূ-কম্প নির্ধারক যন্ত্রটির নাম কী?
a) ব্যারোমিটার 
b) থার্মোমিটার 
c) সিসমোগ্রাফ
d) ম্যানোমিটার
উত্তর :- সিসমোগ্রাফ

29) চিপকো আন্দোলনের প্রধান দাবি কী ছিল?
a) বায়ুদূষণ নিয়ন্ত্রণ
b) তেজষ্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ
c) ওজোনস্তরের ক্ষয় নিয়ন্ত্রণ
d) গাছকাটা বন্ধ করা
উত্তর :- গাছকাটা বন্ধ করা

30) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল -
a) নিকাশি ব্যবস্থা 
b) নগর পরিকল্পনা 
c) পাকা ঘরবাড়ি 
d) পরিকল্পিত রাস্তাঘাট
উত্তর :- নগর পরিকল্পনা

31) আফ্রিকার কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
a) লিমপোপো 
b) ওরেজ 
c) জাইরে 
d) জাম্বেসী
উত্তর :- লিমপোপো

32) বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়?
a) ১৮৫৫
b) ১৮৫৬
c) ১৮৫৭
d) ১৮৫৮
উত্তর :- ১৮৫৬

33) শব্দ দূষণ পরিমাপের একক কোনটি?
a) হার্জ 
b) ন্যানোমিটার 
c) ডেসিবেল 
d) ডবসন
উত্তর :- ডেসিবেল

34) এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করেছে কোন পর্বত?
a) হিমালয় 
b) ইউরাল 
c) কারাকোরাম 
d) হিন্দুকুশ
উত্তর :- ইউরাল

35) প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি?
a) কুকুর 
b) ঘোড়া 
c) গাধা 
d) ভেড়া
উত্তর :- ভেড়া

36) কোনটি পৃথিবীর দ্রুততম হিমবাহ?
a) গ্রিণল্যান্ডের কুয়ারএ্যাক 
b) কারাকোরাম পর্বতের সিয়াচেন 
c) আলাস্কার মালাসপিনা 
d) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্
উত্তর :- গ্রিণল্যান্ডের কুয়ারএ্যাক

37) জলবাহিত এককোশী প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি?
a) জিয়ার্ডিয়াসিস 
b) পোলিও 
c) কলেরা 
d) হাম
উত্তর :- জিয়ার্ডিয়াসিস

38) কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে?
a) গ্যাবন 
b) কেনিয়া 
c) ক্যামেরুন
d) ঘানা
উত্তর :- কেনিয়া 

39) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়-
a) সুন্দরবন 
b) ভিতরকণিকা
c) মহানদী মোহানা 
d) কোনটিই নয়
উত্তর :- সুন্দরবন

40) মেট্রোপলিটন ইন্সটিটিউশনের বর্তমান নাম কী?
a) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
b) কলকাতা বিশ্ববিদ্যালয় 
c) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় 
d) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
উত্তর :- কলকাতা বিশ্ববিদ্যালয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad