General Knowledge MCQ Question & Answer Part - 13 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 13 For All Competitive Exam 2021 |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - তেরো
1) মিরকাশিমের পর বাংলার নবাব কে হন?
a) সুজা উদ্ - দৌলা
b) মিরজাফর
c) নজম উদ্ - দৌলা
d) কেউই নয়
উত্তর :- মিরজাফর
2) আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়?
a) প্রতিসরণ
b) বিচ্ছুরণ
c) প্রতিফলন
d) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তর :- বিচ্ছুরণ
3) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হল -
a) WBC
b) RBC
c) অনুচক্রিকা
d) মনোসাইট
উত্তর :- অনুচক্রিকা
4) কোন নদীর উপত্যকায় রবার চাষ হয়?
a) কাবেরী
b) কৃষ্ণা
c) তুঙ্গভদ্রা
d) পেরিয়ার
উত্তর :- পেরিয়ার
5) জাঁতি কোন ধরনের লিভার?
a) প্রথম শ্রেণি
b) দ্বিতীয় শ্রেণি
c) তৃতীয় শ্রেণি
d) কোনোটিই নয়
উত্তর :- প্রথম শ্রেণি
6) নববিধান ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
a) স্বামী অভয়ানন্দ
b) কেশবচন্দ্র সেন
c) স্বামী বিবেকানন্দ
d) স্বামীর রামানন্দ
উত্তর :- কেশবচন্দ্র সেন
7) পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায়-
a) 250 gm
b) 300 gm
c) 500 gm
d) 150 gm
উত্তর :- 300 gm
8) জাতীয় সড়ক সংস্থা কত সালে গঠিত হয়?
a) 1979
b) 1989
c) 1992
d) 1995
উত্তর :- 1989
9) সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হবার পর ভারতীয় জনগনদের কত মাস সময় দেয়া হয়েছিল?
a) দু 'মাস
b) তিন মাস
c) ছয় মাস
d) আট মাস
উত্তর :- আট মাস
10) সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে?
a) মহাজাগতিক রশ্মি
b) অতিবেগুনি রশ্মি
c) অবলোহিত রশ্মি
d) কোনোটিই নয়
উত্তর :- অবলোহিত রশ্মি
11) স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠা কে করেন?
a) হায়দার আলি
b) সিরাজউদ্দৌলা
c) সুজাউদ্দিন খাঁ
d) দ্বিতীয় শাহ আলম
উত্তর :- সিরাজউদ্দৌলা
12) মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল-
a) 12 টি
b) 31 টি
c) 12 জোড়া
d) 31 জোড়া
উত্তর :- 12 জোড়া
13) ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল?
a) ১৫ আগস্ট,১৯৪৬
b) ২৭ আগস্ট,১৯৪৭
c) ২৬ মে,১৯৪৮
d) ২০ জুন,১৯৪৭
উত্তর :- ২৭ আগস্ট,১৯৪৭
14) নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই?
a) লোহা
b) মোম
c) বিসমাথ
d) অ্যান্টিমণি
উত্তর :- মোম
15) ক্যালকাটা মেডিক্যাল কলেজ কত খ্রিস্টাব্দে- স্থাপিত হয়?
a) ১৮৩২
b) ১৮৩৪
c) ১৮৩৫
d) ১৮৩৬
উত্তর :- ১৮৩৫
16) মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্তি হল -
a) ফিমার
b) স্টেপিস
c) মেলিয়াস
d) হিউমেরাস
উত্তর :- স্টেপিস
17) লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?
a) যমুনা
b) নর্মদা
c) তাপ্তি
d) শতদ্রু
উত্তর :- নর্মদা
18) লোকসভায় কেন্দ্র-শাসিত অঞ্চলগুলো থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন?
a) ৫০ জন
b) ২০ জন
c) ৮০ জন
d) ১০ জন
উত্তর :- ২০ জন
19) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে?
a) সঙ্কট কোণের মান
b) সঙ্কট কোণের চেয়ে ছোট
c) সঙ্কট কোণের চেয়ে বড
d) কোনটাই নয়
উত্তর :- সঙ্কট কোণের চেয়ে বড
20) দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর জেনারেল কে ছিলেন?
a) লর্ড ক্লাইভ
b) লর্ড রিপন
c) লর্ড ক্যানিং
d) লর্ড মিন্টো
উত্তর :- লর্ড ক্লাইভ
21) অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম -
a) অপটিক স্নায়ু
b) অক্যুলোমটর স্নায়ু
c) ফেসিয়াল স্নায়ু
d) গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু
উত্তর :- অক্যুলোমটর স্নায়ু
22) মায়ানমারের প্রধান শিল্প কী?
a) ইস্পাত
b) তৈল শোধনাগার
c) ইঞ্জিনিয়ারিং
d) ম্যাঙ্গানীজ
উত্তর :- তৈল শোধনাগার
23) অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয়?
a) ১৫ দিন
b) ১৪ দিন
c) ৩০ দিন
d) ৬ মাস
উত্তর :- ১৪ দিন
24) দর্পণে যখন দেখা দেয় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময়-
a) চারটে
b) এগারোটা
c) নয়টা
d) বারোটা পনেরো
উত্তর :- নয়টা
25) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দত্তক কে প্রদান করেছিলেন?
a) শাহাজাহান
b) জাহাঙ্গীর
c) সম্রাট ফারুকশিয়ার
d) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর :- সম্রাট ফারুকশিয়ার
26) কোলেস্টেরল থেকে কী তৈরি হয়?
a) লব্ধ প্রোটিন
b) পলিস্যাকারাইড
c) স্টেরয়েড
d) সরল ফ্যাট
উত্তর :- স্টেরয়েড
27) দার্জিলিং থেকে নেপালকে আলাদা করে কোন পর্বতশ্রেণী?
a) এভারেস্ট
b) পশুপতি
c) শিবালিক
d) শিঙ্গালীলা
উত্তর :- শিঙ্গালীলা
28) কোনো বিধেয়ক অর্থবিধেয়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে?
a) রাষ্ট্রপতি
b) অর্থমন্ত্রী
c) প্রধানমন্ত্রীর
d) অধ্যক্ষের
উত্তর :- অধ্যক্ষের
29) বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন কোনটি পরিবর্তিত হয়?
a) কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
b) কম্পাঙ্ক ও গতি
c) তরঙ্গদৈর্ঘ্য ও গতি
d) কম্পাঙ্ক,তরঙ্গদৈর্ঘ্য ও গতি
উত্তর :- তরঙ্গদৈর্ঘ্য ও গতি
30) সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিষিদ্ধ করা হয়?
a) ১৮২৮
b) ১৮২৭
c) ১৮২৯
d) ১৮৩০
উত্তর :- ১৮২৯