General knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2021
General knowledge MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam 2021 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - দশ
1. শরৎচন্দ্রের "পথের দাবী" উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
A. বিপ্লবী মহানায়ক ক্ষুদিরাম বসু
B. বিপ্লবী মহানায়ক ভগৎ সিং
C. বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু**
D. এদের মধ্যে কেউ নয়
2 . নেপচুনের পুত্রের নাম কি ?
A. ট্রাইটান**
B. হেকটর
C. ট্রয়রাজ
D. মেনেলাউস
3 . ব্যাসদেবের মায়ের নাম কি ছিল ?
A. গঙ্গা
B. ভৈরবী
C. সত্যবতী**
D. কমলা
4 . কোন কবি "কবিরত্ন" নামে পরিচিত ?
A. গোবিন্দ দাস
B. রামমোহন রায়
C. ঘনারাম চক্রবর্তী**
D. কালীদাস
5 . কোন কবিকে ভারতের শেক্সপিয়ার বলা হয় ?
A. কালীদাস**
B. বিদ্যাপতি
C. চণ্ডীদাস
D. মালাধর বসু
6. জাতীয় সম্পদ হল-
A) পাঠাগার
B) বিদ্যালয়
C) মন্দির
D) কয়লা খনি **
7.ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়-*
A) তামা ও অ্যালুমিনিয়াম
B) তামা ও নিকেল
C) তামা ও টিন **
D) তামা ও দস্তা
8 . ভাারতের কোথায় সবচেয়ে বেশি তামা উত্তোলন করা হয়-
A) মধ্যপ্রদেশে **
B) বিহারে
C) ঝাড়খন্ডে
D) সিকিমে
9. নিম্নলিখিত কোন সারটি বিষাক্ত নয়-*
A) ভার্মি কম্পোস্ট **
B) অলড্রিন
C) ডায়াডিন
D) DDT
10 . কোন নাটকে প্রথম মহিলারা নাটক অভিনয়ের জন্য রঙ্গমঞ্চে নেমেছিলেন ?
A. শর্মিষ্ঠা**
B. আলমগীর
C. বলিদান
D. অঙ্গার
11. বেঙ্গল স্কুলের প্রবর্তন কে করেছিলেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. রামমোহন রায়
C. রামকিঙ্কর বেইজ
D. অবনীন্দ্রনাথ ঠাকুর**
12 ."দ্যা ক্যাপটিভ লেডি" কার লেখা ?
A. মাইকেল মধুসূদন **
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. জন মিল্টন
D. শেক্সপিয়ার
13. "খালি পেটে ধর্ম হয় না" - উক্তিটি কার ?
A. নেতাজি সুভাষচন্দ্র বসু
B. স্বামী বিবেকানন্দ **
C. মহাত্মা গান্ধী
D. কামিনী রায়
14. কোন কবি চারণ কবি নামে পরিচিত ?
A. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
B. কাশীরাম দাস
C. মুকুন্দ দাস**
D. মোহিতলাল মজুমদার
15. রবীন্দ্রনাথের বন্দেমাতরম গানটি কবে নিজের সুরে গেয়েছিলেন ?
A. 1882
B. 1896**
C. 1892
D. 1888
16. আই সি এস পরীক্ষায় প্রথম স্থানাধিকারি সাহিত্যিকের নাম কি ?
A. অন্নদাশঙ্কর রায়**
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. কার পিতৃদত্ত নাম হলো প্রবোধকুমার ?
A. ধনপত রায়
B. কালীপ্রসন্ন সিং
C. মানিক বন্দ্যোপাধ্যায়**
D মন্নথ রায়
18. কোন বাংলা উপন্যাস প্রথম "জ্ঞানপীঠ" পুরষ্কার পায় ?
A. গণদেবতা**
B. গীতিমাল্য
C. আনন্দমঠ
D. এদের মধ্যে কোনোটিই নয়
19. রোমানদের সৌন্দর্য্যের দেবী কি নামে পরিচিত ?
A. অলিম্পাস
B. ভেনাস**
C. অরোরা
D. এদের মধ্যে কোনোটিই নয়
20 . "ভ্রান্তিবিলাস" গ্রন্থটি কার লেখা ?
A. কালীদাস
B. ভবভুতি
C. শেক্সপিয়ার
D. বিদ্যাসাগর**