Ads Area

Geography question & Answer Part - 08 For All Competitive Exam

 Geography question & Answer Part - 08 For All Competitive Exam
Geography question & Answer Part - 08 For All Competitive Exam 


Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

              ভূগোল প্রশ্নোত্তর পর্ব - আট 
        

1) ভারতের একটি আগ্নেয়গিরির নাম কী?
a) ফুজিয়ামা 
b) পোপো 
c) নারকোডোম 
d) ভিসুভিয়াস
উত্তর :- নারকোডোম

2) শল্কমোচন কোন শিলায় বেশী দেখা যায়?
a) এমফিবোলাইট 
b) গ্রানাইট
c) ব্যাসল্ট
d) পারফাইরি
উত্তর :- গ্রানাইট

3) চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া বেশী হয়?
a) কার্বোনেশান
b) হাইড্রেশান
c) হাইড্রোলিসিস
d) এদের কোনটিই নয়
উত্তর :- কার্বোনেশান

4) কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
a) গঙ্গা
b) যমুনা
c) মহানদী 
d) নর্মদা
উত্তর :- নর্মদা

5) একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও?
a) কারাকোরাম পর্বত
b) পূর্বঘাটপর্বত
c) পশ্চিমঘাট পর্বত
d) সাতপুরা পর্বত
উত্তর :- সাতপুরা পর্বত

6) ভারতের গ্রানাইট শিলার রাজ্য কাকে বলা হয়?
a) পশ্চিমবঙ্গ
b) বিহার
c) ওড়িষ্যা
d) মহারাষ্ট্র
উত্তর :- পশ্চিমবঙ্গ

7) মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ?
a) জীবন্ত 
b) মৃত
c) সুপ্ত
d) কোনটাই নয়
উত্তর :- মৃত

8) নাসির শহরটি কোন নদী উপত্যকায় অবস্থিত?
a) ভীমা
b) কৃষ্ণা 
c) কয়না 
d) গোদাবরী
উত্তর :- গোদাবরী

9) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
a) সিয়াচেন
b) বালটোরা
c) বিয়াফো 
d) হিসাপার
উত্তর :- সিয়াচেন

10) ভূ-ত্বকের উপররের অংশ প্রধানত কোন শিলায় গঠিত?
a) গ্রানাইট
b) ব্যাসল্ট
c) ডলোমাইট
d) চুনাপাথর
উত্তর :- গ্রানাইট

11) নাগার্জুনসাগর প্রকল্প কোথায় অবস্থিত?
a) কেরলা
b) তামিলনাড়ু 
c) কর্ণাটক 
d) অন্ধ্রপ্রদেশ
উত্তর :- অন্ধ্রপ্রদেশ

12) বিশ্বের বৃহত্তম লৌহখনি নিম্নলিখিত কোথায় অবস্থিত?
a) বিহারের চিরিয়াতে 
b) মধ্যপ্রদেশের বাইলাডিলা
c) ওড়িশার বাদামপাহাড়
d) কর্ণাটকের কুদরেমুখ
উত্তর :- বিহারের চিরিয়াতে

13) শল্কমোচনের অপর নাম কী?
a) গোলাকৃতি আবহবিকার
b) লম্বাকৃতি আবহবিকার
c) কলাভবন
d) প্রস্তর বিশরণ
উত্তর :- গোলাকৃতি আবহবিকার

14) বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
a) ক্যাম্পিয়ান সাগর 
b) সুপিরিয়র 
c) ভিক্টোরিয়া
d) টিটিকাকা
উত্তর :- সুপিরিয়র

15) 'বাণিজ্য বায়ু' নামে কোন বায়ুটি পরিচিত?
a) আয়ন বায়ু
b) পশ্চিমাবায়ু
c) সাময়িক বায়ু 
d) মেরু বায়ু
উত্তর :- আয়ন বায়ু

16) ব্ল্যাক ফরেস্ট কী?
a) সংরক্ষিত অভয়ারণ্য 
b) ভঙ্গিল পর্বত 
c) ন্যাশনাল পার্ক 
d) স্তুপ পর্বত
উত্তর :- স্তুপ পর্বত

17) ইটালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত?
a) টাইবার 
b) পো 
c) আরনো 
d) লিপে
উত্তর :- টাইবার

18) 'ইটালির ডেট্রয়েট' বলা হয় কোন শহরকে?
a) মিলান
b) তুরিন 
c) পিসা
d) রোম
উত্তর :- তুরিন

19) আবহবিকার মূলত কত প্রকার?
a) ১ প্রকার
b) ২ প্রকার
c) ৩ প্রকার
d) ৪ প্রকার
উত্তর :- ২ প্রকার

20) আবহবিকার ও ক্ষয়ীভবনের যুগ্ম প্রভাব কী?
a) কার্বন সঞ্চিত
b) মরিচাপড়া 
c) নগ্নীভবন
d) শল্কমোচন
উত্তর :- নগ্নীভবন    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad