Ads Area

Geography question & Answer Part - 09 For All Competitive Exam

 Geography question & Answer Part - 09 For All Competitive Exam
Geography question & Answer Part - 09 For All Competitive Exam


Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের  কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

                ভূগোল প্রশ্নোত্তর পর্ব - নয় 
       

1) ভূ-ত্বকের গড় গভীরতা কত?
a) ৫০ কিমি.
b) ৬০ কিমি.
c) ৭০ কিমি.
d) ৮০ কিমি.
উত্তর :- ৬০ কিমি.

2) একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও।
a) ব্যাসল্ট 
b) গ্রানাইট 
c) ডলোমাইট
d) ডলোরাইট
উত্তর :- ডলোরাইট

3) উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়?
a) ৩ ভাগে
b) ৪ ভাগে 
c) ৫ ভাগে
d) ৬ ভাগে
উত্তর :- ৪ ভাগে

4) কলম্বিয়ার স্নেক মালভূমি কী জাতীয় মালভূমি?
a) লাভা
b) মহাদেশীয়
c) ব্যবচ্ছিন্ন
d) পর্বত বেষ্টিত
উত্তর :- মহাদেশীয়

5) উষ্ণমরু অঞ্চলে কোন আবহবিকার বেশী লক্ষ্য করা যায়?
a) জৈবিক
b) রাসায়নিক
c) যান্ত্রিক 
d) জৈব -রাসায়নিক
উত্তর :- যান্ত্রিক

6) উচ্চ পার্বত্য অঞ্চলে কোন আবহবিকার বেশী দেখা যায়?
a) জৈবিক 
b) রাসায়নিক
c) যান্ত্রিক
d) জৈব রাসায়নিক
উত্তর :- যান্ত্রিক

7) পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত?
a) মহাদেব 
b) মহাকাল
c) সাতপুরা 
d) নীলগিরি
উত্তর :- মহাদেব

8) নীচের কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি?
a) মেঘালয় মালভূমি
b) ডেকান ট্রাপ
c) ছোটনাগপুর মালভূমি
d) লাদাখ মালভূমি
উত্তর :- লাদাখ মালভূমি

9) নীচের বন্দরগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে অবস্থিত?
a) মার্মাগাঁও
b) পারাদ্বীপ
c) কান্দলা
d) পোর্ট কোচি
উত্তর :- পারাদ্বীপ

10) নীচের কোনটি ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা?
a) সালেম
b) দুর্গাপুর
c) ভিলাই
d) বার্নপুর
উত্তর :- সালেম

11) নীচের কোন সাল থেকে বনমহোৎসব প্রবর্তন করা হয়?
a) 1945 সাল
b) 1950 সাল
c) 1955 সাল
d) 1960 সাল
উত্তর :- 1950 সাল

12) আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহার নিষ্কাশনের জন্য নীচের কোন খনিজ ব্যবহার করা হয়?
a) অভ্র 
b) বক্সাইট 
c) চুনাপাথর 
d) তামা
উত্তর :- চুনাপাথর

13) নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত?
a) তাপ্তি 
b) গোদাবরী 
c) মহানদী 
d) নর্মদা
উত্তর :- নর্মদা

14) তিলপাড়া বাঁধটি কোন নদীতে?
a) তুঙ্গভদ্রা
b) ময়ুরাক্ষী
c) কংসাবতী 
d) মহানদী
উত্তর :- ময়ুরাক্ষী

15) ONGC এর সদর দপ্তর কোনটি?
a) বিলাসপুর
b) ভাদোদরা
c) দেরাদুন
d) আমেদাবাদ
উত্তর :- দেরাদুন

16) জল বরফে পরিণত হলে আয়তনে-
a) বাড়ে 
b) কমে 
c) একই থাকে
d) বাড়েও কমে
উত্তর :- বাড়ে

17) উষ্ণ -আদ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশী হয়?
a) জৈবিক 
b) যান্ত্রিক
c) কেলাস 
d) রাসায়নিক
উত্তর :- রাসায়নিক

18) পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
a) যোগ 
b) অ্যাঞ্জেল 
c) গ্র্যান্ডক্যানিয়ন 
d) সিয়াচেন
উত্তর :- গ্র্যান্ডক্যানিয়ন

19) ভারতের বৃহত্তম নদী মধ্যস্থির চর কোনটি?
a) মাজুলী চর
b) গঙ্গাচর 
c) সবুজ চর 
d) মায়াচর
উত্তর :- মাজুলী চর

20) ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোথায় অবস্থিত?
a) সাতপুরা
b) হিমালয় 
c) কারাকোরাম
d) বিন্ধ্যপর্বত
উত্তর :- কারাকোরাম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad