Ads Area

Geography question & Answer Part - 10 For All Competitive Exam

Geography question & Answer Part - 10 For All Competitive Exam
Geography question & Answer Part - 10 For All Competitive Exam

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

            ভূগোল প্রশ্নোত্তর পর্ব - দশ 
       

1) এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় অবস্থিত?
a) আলুপুর 
b) বোকারো 
c) মুপান্ডল 
d) তালচের
উত্তর :- মুপান্ডল

2) এদের মধ্যে কোনটি কৃত্রিম পোতাশ্রয়?
a) চেন্নাই
b) পারাদ্বীপ 
c) কান্ডালা 
d) মুম্বাই
উত্তর :- চেন্নাই

3) 'জেচুয়ান' শব্দটির অর্থ কয়টি নদী?
a) ২ টি 
b) ৪ টি 
c) ৬ টি 
d) ৮ টি
উত্তর :- ৪ টি

4) জাপানের 'কোসা ম্যাগনা' অঞ্চল কী উৎপাদনের জন্য বিখ্যাত?
a) গাড়ী 
b) ইস্পাত 
c) রেশম 
d) পাট
উত্তর :- রেশম

5) বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর দেখা যায়?
a) ট্রপোস্ফিয়ার 
b) স্ট্রাটোস্ফিয়ার 
c) আয়োনোস্ফিয়ার 
d) থার্মোস্ফিয়ার
উত্তর :- স্ট্রাটোস্ফিয়ার

6) ডিহং, ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কী?
a) যমুনা
b) গঙ্গা 
c) নর্মদা 
d) ব্রহ্মপুত্র
উত্তর :- ব্রহ্মপুত্র

7) 'কভারত্তি' কোথাকার রাজধানী?
a) লাক্ষাদ্বীপ 
b) দাদরা ও নগর হাভেলি 
c) হরিয়ানা 
d) গোয়া
উত্তর :- লাক্ষাদ্বীপ

8) প্রাকৃতিক সম্পদ, যন্ত্রপাতি, শ্রমিক ও শ্রমক্ষমতা একযোগে কী?
a) উৎপাদক সম্পর্ক 
b) রাষ্ট্রীয় প্রাচুর্য
c) উৎপাদক শক্তি 
d) শ্রম বিকেন্দ্রীকরণ
উত্তর :- রাষ্ট্রীয় প্রাচুর্য

9) 'যোগ' জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) ঝাড়খন্ড 
b) পশ্চিমবঙ্গ 
c) কর্ণাটক 
d) অন্ধ্রপ্রদেশ
উত্তর :- কর্ণাটক

10) 'আকসাই চীন' কী?
a) হিমবাহ
b) গিরিপথ 
c) উচ্চ মালভূমি
d) কোনওটাই নয়
উত্তর :- হিমবাহ

11) বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বাস করি, তার নাম হল-
a) স্ট্রাটোস্ফিয়ার 
b) ট্রোপোস্ফিয়ার
c) আয়নোস্ফিয়ার 
d) এক্সোস্ফিয়ার
উত্তর :- ট্রোপোস্ফিয়ার

12) ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল?
a) মিক 
b) DDT 
c) মিথেন 
d) ক্লোরিন
উত্তর :- মিক

13) পোল্যান্ড এর মুদ্রার নাম কী?
a) ওয়ারশ 
b) জোল্টি 
c) গুইলডেন 
d) ক্রোনা
উত্তর :- জোল্টি

14) ওয়েলিংটন কোন দেশের রাজধানী?
a) সুইৎজারল্যান্ড 
b) নিউজিল্যান্ড 
c) ফিনল্যান্ড 
d) সোয়াজিল্যান্ড
উত্তর :- নিউজিল্যান্ড

15) জাপানের চারটি প্রধান  দ্বীপের মধ্যে বৃহত্তমটি হল -
a) হোক্কাইডো 
b) হনসু 
c) শিকোকু 
d) কিউসু
উত্তর :- হনসু

16) ফ্রান্সের ভোজ ও পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট কী জাতীয় পর্বত?
a) ভঙ্গিল পর্বত
b) স্তুপ পর্বত 
c) ক্ষয়জাত পর্বত
d) আগ্নেয় পর্বত
উত্তর :- স্তুপ পর্বত

17) মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো কী জাতীয় মালভূমি?
a) শিল্ড
b) পাদদেশীয় বা পেডিমেন্ট 
c) টেবিল ল্যান্ড 
d) তরঙ্গায়িত মালভূমি
উত্তর :- পাদদেশীয় বা পেডিমেন্ট

18) শীতকালে উত্তর -পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়?
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) বিহার
d) তামিলনাড়ু
উত্তর :- তামিলনাড়ু

19) পৃথিবীর পরিক্রমণ গতিবেগ ঘন্টায় কত লক্ষ কিমি?
a) ১.০৭
b) ৩.০৭
c) ১.৭০
d) ২.৭০
উত্তর :- ১.০৭

20) আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত পর্বতটির নাম কী?
a) হিমালয়
b) আটলাস 
c) আল্পস 
d) আন্দিজ
উত্তর :- আটলাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad