Ads Area

Geography Question & Answer Part - 11 For All Competitive Exam

 Geography Question & Answer Part - 11 For All Competitive Exam
Geography Question & Answer Part - 11 For All Competitive Exam 

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ে ত্রিশটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

            ভূগোল প্রশ্নোত্তর পর্ব - এগারো 
        

1) ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?
a) সংস্কৃতি
b) ভাষা
c) স্থান 
d) দিক
উত্তর :- ভাষা

2) আয়তনের দিক থেকে কোন দেশ প্রথম স্থানে অবস্থিত?
a) রাশিয়া 
b) কানাডা 
c) চীন 
d) ভারত
উত্তর :- রাশিয়া

3) ইংরেজি 'জিওসিনক্লাইন' শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
a) গিরিখাত
b) মহীখাত 
c) মহীসোপান
d) কোনওটাই নয়
উত্তর :- মহীখাত

4) ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য?
a) নর্মদা উপত্যকা
b) গোদাবরী উপত্যকা 
c) চম্বল উপত্যকা
d) কাবেরী উপত্যকা
উত্তর :- চম্বল উপত্যকা

5) জোকোবাবাদ কোথায় অবস্থিত?
a) পশ্চিম পাকিস্তানে
b) পূর্ব পাকিস্তানে
c) উত্তর পাকিস্তানে
d) দক্ষিণ পাকিস্তানে
উত্তর :- পশ্চিম পাকিস্তানে

6) টাটা আয়রন ও স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
a) 1906 সালে 
b) 1908 সালে 
c) 1910 সালে 
d) 1911 সালে
উত্তর :- 1911 সালে

7) সমভূমির শ্রেণীবিভাগ অনুযায়ী গাঙ্গেয় সমভূমিকে কী বলা হয়?
a) ভূ -আলোড়নজনিত সমভূমি
b) উপকূলীয় সমভূমি
c) ক্ষয়জাত সমভূমি
d) সঞ্চয়জাত সমভূমি
উত্তর :- ভূ -আলোড়নজনিত সমভূমি

8) আনাকোন্ডা সাপ কোথায় দেখা যায়?
a) নীল নদের অববাহিকা 
b) আটাকামা মরুভূমিতে
c) প্যাটাগোনিয়া মরুভূমিতে
d) আমাজন অববাহিকায়
উত্তর :- আমাজন অববাহিকায়

9) শীতকালে উত্তর -পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়?
a) উত্তরপ্রদেশ 
b) মধ্যপ্রদেশ 
c) বিহার 
d) তামিলনাড়ু
উত্তর :- তামিলনাড়ু

10) পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
a) ৯০ কোটি কিমি 
b) ৯২ কোটি কিমি 
c) ৯৬ কোটি কিমি 
d) ৯৮ কোটি কিমি
উত্তর :- ৯৬ কোটি কিমি

11) ধুঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত?
a) কাবেরী 
b) সুবর্ণরেখা 
c) নর্মদা 
d) সারাবতী
উত্তর :- নর্মদা

12) ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করেছে?
a) হাডসন প্রণালী
b) জিব্রাল্টার প্রণালী
c) ম্যাজেলান প্রণালী 
d) মালাক্কা প্রণালী
উত্তর :- জিব্রাল্টার প্রণালী

13) ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রণের কারখানা সবচেয়ে বেশি?
a) ঝাড়খন্ড 
b) ছত্রিশগড়
c) অন্ধ্রপ্রদেশ
d) গোয়া
উত্তর :- অন্ধ্রপ্রদেশ

14) 'আকসাই চীন' কী?
a) হিমবাহ 
b) গিরিপথ 
c) উচ্চ মালভূমি
d) পর্বতমালা
উত্তর :- উচ্চ মালভূমি

15) 'হেলমন্দ' কোন দেশের দীর্ঘতম নদী?
a) পাকিস্তান
b) নেপাল 
c) মায়ানমার 
d) আফগানিস্তান
উত্তর :- আফগানিস্তান

16) কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি-
a) জলবিভাজিকা 
b) প্লাবনভূমি 
c) গিরিখাত 
d) স্বাভাবিক বাঁধ
উত্তর :- গিরিখাত

17) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়?
a) দ: আমেরিকা
b) এশিয়া
c) আফ্রিকা 
d) অস্ট্রেলিয়া
উত্তর :- আফ্রিকা

18) ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে?
a) ভারত ও পাকিস্তান 
b) ভারত ও আফগানিস্তান
c) ভারত ও চীন 
d) চীন ও রাশিয়া
উত্তর :- ভারত ও পাকিস্তান

19) খনিজ তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকার স্থান কত?
a) প্রথম 
b) তৃতীয় 
c) চতুর্থ 
d) পঞ্চম
উত্তর :- পঞ্চম

20) বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?
a) পুন্টা এরেনাস 
b) কন্যাকুমারিকা
c) পিকভেলিয়ান পয়েন্ট
d) বাবএল মান্দাব
উত্তর :- পুন্টা এরেনাস

21) 'কোটা' কোন নদীর তীরে অবস্থিত?
a) লুনি
b) চম্বল
c) বেতয়া 
d) কেন
উত্তর :- চম্বল

22) 'খাস' উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়?
a) গারো 
b) মিজোরাম 
c) উত্তরাখণ্ড 
d) মেঘালয়
উত্তর :- উত্তরাখণ্ড

23) পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারতের কত শতাংশ আছে?
a) 12.53
b) 14.53
c) 16.53
d) 17.53
উত্তর :- 12.53

24) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
a) ৬৫৪ কিমি.
b) ৫৪৬ কিমি.
c) ৫৬৪ কিমি.
d) ৪৫৬ কিমি.
উত্তর :- ৫৬৪ কিমি.

25) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?
a) আগ্নেয়শিলা 
b) রূপান্তরিত শিলা
c) পাললিক শিলা 
d) কোনোটাই নয়
উত্তর :- পাললিক শিলা

26) কয়নার ভূমিকম্প কবে ঘটেছিল?
a) ১৯৬৭ সালে 
b) ১৯৬৬ সালে
c) ১৯৬৫ সালে
d) ১৯৬৪ সালে
উত্তর :- ১৯৬৭ সালে

27) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা?
a) ১০ ঘন্টা
b) ১২ ঘন্টা 
c) ২০ ঘন্টা 
d) ২৪ ঘন্টা
উত্তর :- ১২ ঘন্টা

28) ভুটানের প্রধান ভাষা কী?
a) বাংলা 
b) হিন্দি 
c) জাঙঘা 
d) উর্দু
উত্তর :- জাঙঘা

29) সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
a) পরিচালন
b) পরিবহন
c) বিকিরণ 
d) প্রতিসরণ
উত্তর :- পরিচালন

30) 'সুদূর প্রাচ্যের ভাতের থালা' বলা হয় কোন দেশকে?
a) জাপান
b) দক্ষিণ কোরিয়া
c) মায়ানমার
d) চিন
উত্তর :- মায়ানমার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad