Ads Area

Geography Question & Answer Part - 13 For All Competitive Exam

 Geography Question & Answer Part - 13 For All Competitive Exam
Geography Question & Answer Part - 13 For All Competitive Exam

Hello, বন্ধুরা
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                     ভূগোল প্রশ্নোত্তর পর্ব - তেরো 
        

1) কলকাতাতে প্রথম কটন মিল কত সালে স্থাপিত হয়?
a) 1818
b) 1854
c) 1919
d) 1926
উত্তর :- 1818

2) পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যে অধিক সংখ্যয় পাটকল দেখা যায়?
a) অন্ধ্রপ্রদেশ 
b) অসম 
c) উত্তরপ্রদেশ 
d) বিহার
উত্তর :- অন্ধ্রপ্রদেশ

3) পশ্চিমবঙ্গের কোন জেলায় ভাওয়াইয়া গাওয়া হয়?
a) কোচবিহার 
b) পুরুলিয়া
c) বর্ধমান 
d) মালদা
উত্তর :- কোচবিহার

4) পশ্চিমবঙ্গের ভূমি এলাকার ঢাল কোনদিকে?
a) দক্ষিণ
b) পূর্ব 
c) দক্ষিণ-পূর্ব
d) এর কোনওটিই নয়
উত্তর :- দক্ষিণ-পূর্ব

5) কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই?
a) চিন 
b) ভুটান 
c) নেপাল 
d) বাংলাদেশ
উত্তর :- চিন

6) বক্সা পার্বত্য গিরিপথটি প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত?
a) দার্জিলিং 
b) জলপাইগুড়ি 
c) কুচবিহার 
d) এর কোনওটিই নয়
উত্তর :- জলপাইগুড়ি

7) রায়গঞ্জ জেলা সদর কোন নদীর তীরে অবস্থিত?
a) তিস্তা 
b) কুলিক 
c) তোর্সা 
d) মহানন্দা
উত্তর :- কুলিক

8) বর্তমানে পশ্চিমবঙ্গের কোথায় স্ট্রবেরির  চাষ হচ্ছে ?
a) উত্তর ২৪ পরগণা 
b) দক্ষিণ ২৪ পরগণা 
c) নদীয়া 
d) মালদহ
উত্তর :- নদীয়া

9) পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কী?
a) জোপরা 
b) গেওখালি
c) বানপুর
d) চোপড়া
উত্তর :- চোপড়া

10) বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম কত উচ্চতায় অবস্থিত?
a) 2134 মিটার 
b) 2,258 মিটার 
c) 3141 মিটার 
d) এর কোনওটিই নয়
উত্তর :- 2,258 মিটার

11) মহানন্দা সমতলভূমি এলাকাটি নীচের কোনটির সঙ্গে যুক্ত নয়?
a) মালদা
b) উত্তর দিনাজপুর 
c) দক্ষিণ দিনাজপুর 
d) মুর্শিদাবাদ
উত্তর :- মুর্শিদাবাদ

12) পশ্চিমবঙ্গের বাঁকুড়া - বীরভূম অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়?
a) কৃষ্ণমৃত্তিকা
b) পলিমাটি 
c) লোহিতমৃত্তিকা
d) ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর :- ল্যাটেরাইট মৃত্তিকা

13) বরেন্দ্রভূমি প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত?
a) মুর্শিদাবাদ 
b) কুচবিহার 
c) মালদা 
d) এর কোনওটিই নয়
উত্তর :- মালদা

14) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আধুনিক যন্ত্র চালিত কাগজের কল গড়ে ওঠে?
a) বালি 
b) টিটাগড় 
c) ত্রিবেণি 
d) নৈহাটি
উত্তর :- বালি

15) পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয়?
a) দামোদর
b) কংসাবতী
c) ময়ূরাক্ষী
d) তিস্তা
উত্তর :- তিস্তা

16) রূপনারায়ন কোন দুটি নদীর মিলিত স্রোত?
a) কংসাবতী ও কেলেঘাই
b) কংসাবতী ও দামোদর 
c) কংসাবতী ও সুবর্ণরেখা 
d) দ্বারকেশ্বর ও শিলাবতী
উত্তর :- দ্বারকেশ্বর ও শিলাবতী

17)  নীচের কোন 'নদীটি ত্রাসের' নদী নামে পরিচিত?
a) তিস্তা
b) তোর্সা 
c) দামোদর
d) এর কোনওটিই নয়
উত্তর :- তিস্তা

18) দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত?
a) হলদি 
b) রূপনারায়ণ 
c) জলঙ্গী 
d) এর কোনওটিই নয়
উত্তর :- রূপনারায়ণ

19) কলকাতাকে কে 'প্রাসাদ নগরী' আখ্যা দিয়েছেন?
a) রবার্ট ক্লাইভ 
b) লর্ড ডালহৌসি 
c) ওয়ারেন হেস্টিংস
d) লর্ড কর্নওয়ালিস
উত্তর :- রবার্ট ক্লাইভ

20) কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হলদি নদী?
a) কাঁসাই 
b) শিলাই 
c) দ্বারকেশ্বর 
d) দামোদর
উত্তর :- দামোদর

21) জুনপুট বীচ কোন রাজ্যে?
a) গোয়া
b) মহারাষ্ট্র 
c) ওড়িশা
d) পশ্চিমবঙ্গ
উত্তর :- ওড়িশা

22) পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়?
a) আসাম 
b) ত্রিপুরা
c) মেঘালয়
d) মণিপুর
উত্তর :- ত্রিপুরা

23) উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি?
a) মহানন্দা
b) জলঢাকা 
c) তিস্তা 
d) ভাগীরথী
উত্তর :- মহানন্দা

24) পশ্চিমবঙ্গের ২য় বৃহত্তম শহর কোনটি?
a) হাওড়া
b) বর্ধমান 
c) শিলিগুড়ি 
d) খড়্গপুর
উত্তর :- হাওড়া

25) লেপচা ভাষায়,কোন শহরের নামের অর্থ 'বেতের লাঠি' বা 'ছোটো অর্কিড'?
a) দার্জিলিং 
b) মিরিক 
c) কার্শিয়াং 
d) কালিমপং
উত্তর :- কার্শিয়াং

26) কোন জেলায় বেশীরভাগ অঞ্চল পর্বতময়?
a) দার্জিলিং 
b) পুরুলিয়া 
c) বাঁকুড়া 
d) কোচবিহার
উত্তর :- দার্জিলিং

27) হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কী নামে পরিচিত?
a) ডুয়ার্স অঞ্চল
b) তরাই অঞ্চল
c) রাঢ় অঞ্চল
d) স্তেপ অঞ্চল
উত্তর :- তরাই অঞ্চল

28) পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অঞ্চল?
a) 1%
b) 3%
c) 5%
d) 8%
উত্তর :- 1%

29) 'লা' শব্দের অর্থ কী?
a) উপত্যকা
b) নদী 
c) হ্রদ 
d) গিরিপথ
উত্তর :- গিরিপথ

30) পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
a) সুলোমান পর্বত 
b) তিরিচিমির 
c) মাউন্ট আবু 
d) কোনোটিই নয়
উত্তর :- তিরিচিমির

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad