History MCQ Question & Answer Part - 08 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 08 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - আট
1) দামিন-ই-কোহ কথার অর্থ কী?
a) পাহাড়ের শীর্ষদেশ
b) পাহাড়ের প্রান্তদেশ
c) পাহাড়ের পশ্চাদ্দেশ
d) পাহাড়ের অগ্রদেশ
উত্তর :- পাহাড়ের প্রান্তদেশ
2) ইন্ডিয়া টু -ডে গ্রন্থটির লেখক কে?
a) বিনায়ক দামোদর সাভারকর
b) রজনীপাম দত্ত
c) বালগঙ্গাধর তিলক
d) মহম্মদ মহসিন
উত্তর :- রজনীপাম দত্ত
3) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ কোনটি?
a) কোল বিদ্রোহ
b) সাঁওতাল বিদ্রোহ
c) চুয়াড় বিদ্রোহ
d) রংপুর বিদ্রোহ
উত্তর :- চুয়াড় বিদ্রোহ
4) কার্ল মার্কস 1857 খ্রি: বিদ্রোহকে কী বলে উল্লেখ করেছেন?
a) জাতীয় বিদ্রোহ
b) ভারতের স্বাধীনতা সংগ্রাম
c) ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ
d) এদের কোনটি নয়
উত্তর :- জাতীয় বিদ্রোহ
5) হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
a) তত্ত্ববোধিনী পত্রিকা
b) হিন্দু প্যাট্রিয়ট
c) বন্দেমাতরম
d) সমাচার পত্রিকা
উত্তর :- হিন্দু প্যাট্রিয়ট
6) মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
a) দ্বিতীয় শাহআলম
b) বাহাদুর শাহ
c) দ্বিতীয় বাহাদুর শাহ
d) লাল বাহাদুর শাস্ত্রী
উত্তর :- দ্বিতীয় বাহাদুর শাহ
7) দাক্ষিণাত্যের 'সাউকার' কাদের বলা হত?
a) জমিদারকে
b) প্রজাদের
c) কৃষকদের
d) মহাজনদের
উত্তর :- মহাজনদের
8) 'নীলদর্পণ' কে ইংরাজীতে অনুবাদ করেন?
a) পাদরি জেমস লঙ
b) ব্লেয়ার ক্লিঙ
c) মাইকেল মধুসূদন দত্ত
d) ই.এম.এস. নাম্বুদিরিপাদ
উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত
9) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
a) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রাজা রামমোহন রায়
c) ডিরোজিও
d) সৈয়দ আহমেদ
উত্তর :- রাজা রামমোহন রায়
10) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
a) 1780 খ্রিস্টাব্দে
b) 1782 খ্রিস্টাব্দে
c) 1781 খ্রিস্টাব্দে
d) 1785 খ্রিস্টাব্দে
উত্তর :- 1781 খ্রিস্টাব্দে
11) 'আত্মীয় সভা' প্রতিষ্ঠা করেন কে?
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) ডিরোজিও
c) রামমোহন রায়
d) কেশবচন্দ্র সেন
উত্তর :- রামমোহন রায়
12) এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) 1784
b) 1794
c) 1785
d) 1787
উত্তর :- 1785
13) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন?
a) উইলিয়াম জোন্স
b) উইলিয়াম কেরি
c) জোনাথন ডানকান
d) ওয়ারেন হিস্টিংস
উত্তর :- উইলিয়াম জোন্স
14) 'ইন্ডিয়ান মিরর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) রামমোহন রায়
c) কেশবচন্দ্র সেন
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- কেশবচন্দ্র সেন
15) হিন্দু কলেজ কে প্রতিষ্ঠিত করেন?
a) জোনাথন ডানকান
b) ডেভিড হেয়ার
c) জামসেদজি টাটা
d) ওয়ারেন হেস্টিংস
উত্তর :- ডেভিড হেয়ার
16) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
a) সেন্ট পলস কলেজ
b) স্কটিশ চার্চ কলেজ
c) প্রেসিডেন্সি কলেজ
d) সেন্ট জেভিয়ার্স কলেজ
উত্তর :- প্রেসিডেন্সি কলেজ
17) কোন বছর কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল?
a) 1820
b) 1822
c) 1823
d) 1828
উত্তর :- 1828
18) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) 1815
b) 1816
c) 1819
d) 1817
উত্তর :- 1817
19) নব্যবঙ্গ আন্দোলনের একজন নেতার নাম লেখ।
a) রামমোহন রায়
b) রামতনু লাহিড়ী
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) কেশবচন্দ্র সেন
উত্তর :- রামতনু লাহিড়ী
20) আর্যসমাজ কে প্রতিষ্ঠিত করেন?
a) স্বামী বিবেকানন্দ
b) স্বামী অভয়ানন্দ
c) স্বামী দয়ানন্দ সরস্বতী
d) স্বামী রামানন্দ
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী