History MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 09 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - নয়
1) মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠিত করেন?
a) রাজা রামমোহন রায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
d) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2) শিখ গুরু দোয়ার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
a) ১৯২০
b) ১৯২২
c) ১৯২৩
d) ১৯২৫
উত্তর :- ১৯২২
3) হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
a) ১৮৮০
b) ১৮৮১
c) ১৮৮৫
d) ১৮৮২
উত্তর :- ১৮৮২
4) ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়?
a) ১৯০০
b) ১৯০৫
c) ১৯০৪
d) ১৯০৬
উত্তর :- ১৯০৪
5) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
c) দেবেন্দ্রনাথ ঠাকুর
d) গান্ধিজী
উত্তর :- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
6) কবে উডের ডেসপ্যাচের সুপারিশ করা হয়?
a) ১৮৫২
b) ১৮৫৩
c) ১৮৫৬
d) ১৮৫৪
উত্তর :- ১৮৫৪
7) ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
a) ১৮৮৫
b) ১৮৮৭
c) ১৮৮২
d) ১৮৮৯
উত্তর :- ১৮৮৫
8) রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় কোথায়?
a) ইতালি
b) জার্মানি
c) ইংল্যান্ড
d) চীন
উত্তর :- ইংল্যান্ড
9) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন?
a) লর্ড নর্থব্লুক
b)জর্জ টমসন
c) থিওডোর বেক
d) মেরওয়ানজি
উত্তর :- লর্ড নর্থব্লুক
10) বেঙ্গলী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
c) দেবেন্দ্রনাথ ঠাকুর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
11) 'যতমত ততপথ' - মতের প্রবক্তা কে ছিলেন?
a) স্বামী বিবেকানন্দ
b) বিদ্যাসাগর
c) রামকৃষ্ণ
d) স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর :- রামকৃষ্ণ
12) কে আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
a) সৈয়দ অহমেদ খাঁন
b) থিয়োডোর বেক
c) মৌলানা আবুলকালাম আজাদ
d) মৌলানা মহম্মদ আলি
উত্তর :- সৈয়দ অহমেদ খাঁন
13) 'সত্যার্থ প্রকাশ' কে রচনা করেন?
a) স্বামী স্বরুপানন্দ
b) স্বামী দয়ানন্দ সরস্বতী
c) স্বামী বিবেকানন্দ
d) স্বামী বিশ্বনন্দ
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী
14) দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন?
a) লালা হরদয়াল
b) লালা লাজপত রায়
c) লালা হংসরাজ
d) দেবী হংসরাজ
উত্তর :- লালা হংসরাজ
15) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
a) রামমোহন রায়
b) প্রভাত কুমার
c) রামতনু লাহিড়ী
d) ডিরোজিও
উত্তর :- ডিরোজিও
16) 'ডেকান এডুকেশন সোসাইটি' কবে প্রতিষ্ঠিত হয়?
a) ১৮৮৪
b) ১৮৮৮
c) ১৮৯০
d) ১৮৮০
উত্তর :- ১৮৮৪
17) 'আনন্দমঠ' কে রচনা করেন?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) দেবেন্দ্রনাথ ঠাকুর
c) শরৎচন্দ্রচট্টোপাধ্যায়
d) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
18) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
a) কলকাতা
b) দিল্লি
c) মুম্বাই
d) কানপুর
উত্তর :- মুম্বাই
19) ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়?
a) ১৮২৫
b) ১৮২৮
c) ১৮৩১
d) ১৮২৬
উত্তর :- ১৮২৮
20) শান্তিনিকেতন ও বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
a) লর্ড মিন্টো
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) দেবেন্দ্রনাথ ঠাকুর
d) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর