History MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 10 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - দশ
1) 'ভারত সভা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) ১৮৭০
b) ১৮৮০
c) ১৮৭৬
d) ১৮৮২
উত্তর :- ১৮৭৬
2) ভারত সভা কে প্রতিষ্ঠিত করেন?
a) স্বামী বিবেকানন্দ
b) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
d) দীনবন্ধু মিত্র
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
3) 'বর্তমান ভারত' কার রচনা?
a) স্বামী বিবেকানন্দ
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) রাজা রামমোহন রায়
d) রামতনু লাহিড়ী
উত্তর :- স্বামী বিবেকানন্দ
4) তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
a) অক্ষয় কুমার বড়াল
b) দেবেন্দ্রনাথ ঠাকুর
c) অক্ষয় কুমার দত্ত
d) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- অক্ষয় কুমার দত্ত
5) কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রোধ হয়?
a) বিদ্যাসাগর
b) রামমোহন রায়
c) বিবেকানন্দ
d) শ্রীরামকৃষ্ণ
উত্তর :- রামমোহন রায়
6) কাকে মুসলিম সমাজের 'রামমোহন' বলা হয়?
a) সৈয়দ আহমেদ খান
b) সৈয়দ মুজতবা আলি
c) মৌলানা আবুল কালাম আজাদ
d) মওলানা মহম্মদ আলি
উত্তর :- সৈয়দ আহমেদ খান
7) লালা লাজপত রায় ছিলেন একজন -
a) প্রার্থনা সমাজি
b) আর্য সমাজি
c) আর্য বান্ধব সমাজি
d) বাল সমাজি
উত্তর :- আর্য সমাজি
8) চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা কে ছিলেন?
a) অরবিন্দ ঘোষ
b) বালগঙ্গাধর তিলক
c) লালালাজপত রায়
d) বিপিনচন্দ্র পাল
উত্তর :- অরবিন্দ ঘোষ
9) জালিয়ানওয়ালাবাগ কোন শহর অবস্থিত?
a) অমৃতসর
b) চেন্নাই
c) ভরতপুর
d) লুধিয়ানা
উত্তর :- অমৃতসর
10) 'বেঙ্গল কেমিক্যালস' এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) সত্যেন্দ্রনাথ বস্ক
b) বিপিনচন্দ্র পাল
c) প্রফুল্লচন্দ্র রায়
d) দামোদর সাভারকর
উত্তর :- প্রফুল্লচন্দ্র রায়
11) লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
a) ১৯১৫
b) ১৯২৫
c) ১৯২০
d) ১৯২৭
উত্তর :- ১৯১৫
12) 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে গঠন করেন?
a) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
b) শচীন্দ্রপ্রসাদ বসু
c) ব্রহ্মপ্রসাদ ঘোষ
d) কালিচরণ দাস
উত্তর :- শচীন্দ্রপ্রসাদ বসু
13) বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
a) লর্ড ক্যানিং
b) লর্ড কার্জন
c) লর্ড মাউন্ট ব্যাটেন
d) লর্ড মিন্টো
উত্তর :- লর্ড কার্জন
14) 'হোমরুল' কথার অর্থ কী?
a) স্বাধীনতা
b) পরাধীনতা
c) স্বেচ্ছাচারীতা
d) স্বায়ত্তবশাসন
উত্তর :- স্বায়ত্তবশাসন
15) কে গান্ধীজিকে 'মহাত্মা' বলে অভিহিত করেছেন?
a) জওহরলাল নেহরু
b) মতিলাল নেহরু
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর
16) কত খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হয়?
a) ১৯১৮
b) ১৯১৯
c) ১৯২০
d) ১৯১৭
উত্তর :- ১৯১৯
17) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কোন বছর হয়?
a) ১৯১৮
b) ১৯১৯
c) ১৯১৭
d) ১৯২১
উত্তর :- ১৯১৯
18) সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) মতিলাল নেহরু
b) চিত্তরঞ্জন দাশ
c) গান্ধীজী
d) জওহরলাল নেহরু
উত্তর :- গান্ধীজী
19) তিন কাঠিয়া প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত?
a) ধান চাষ
b) তুলা চাষ
c) নীল চাষ
d) গম চাষ
উত্তর :- নীল চাষ
20) গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ কোনটি?
a) চম্পারন সত্যাগ্রহ
b) বিহার সত্যাগ্রহ
c) অসহযোগ সত্যাগ্রহ
d) কোনটিই নয়
উত্তর :- চম্পারন সত্যাগ্রহ