History MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 11 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের ত্রিশটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - এগারো
1) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
a) ১৮২৭
b) ১৮৭২
c) ১৮৮২
d) ১৮৭৮
উত্তর :- ১৮৭৮
2) কে কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মনন্দ উপাধি দেন?
a) অবনীন্দ্রনাথ ঠাকুর
b) দেবেন্দ্রনাথ ঠাকুর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) অরবিন্দ ঘোষ
উত্তর :- দেবেন্দ্রনাথ ঠাকুর
3) কে বলেছিলেন 'ঈশ্বরচন্দ্রের হৃদয়বত্তা বাঙালি জননীর মতো'?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) রাজারামমোহন রায়
c) মাইকেল মধুসূদন দত্ত
d) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত
4) বালগঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
a) বন্দেমাতরম
b) কেশরি
c) ইন্দুকুশ
d) ভারতমাতা
উত্তর :- কেশরি
5) শিবাজী উৎসব কে চালু করেন?
a) লালা লাজপত রায়
b) অরবিন্দ ঘোষ
c) বাল গঙ্গাধর তিলক
d) বিপিনচন্দ্র পাল
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
6) বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
a) নিউ ইন্ডিয়া
b) ইয়ং ইন্ডিয়া
c) সন্ধ্যা
d) যুগান্তর
উত্তর :- নিউ ইন্ডিয়া
7) ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
a) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
b) অরবিন্দ ঘোষ
c) কেদারনাথ বন্দ্যোপাধ্যায়
d) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর :- সতীশচন্দ্র মুখোপাধ্যায়
8) কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম লেখ?
a) লালালাজপত রায়
b) বালগঙ্গাধর তিলক
c) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
d) নেতাজী সুভাষচন্দ্র বসু
উত্তর :- উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
9) কোলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কী?
a) অনুশীলন সমিতি
b) যুগান্তর দল
c) সুহৃদ সমিতি
d) মুক্তি সংঘ
উত্তর :- অনুশীলন সমিতি
10) কোন ভাইসরয়ের শাসনকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
a) লর্ড রিপন
b) লর্ড মিন্টো
c) লর্ড ডাফরিন
d) লর্ড মরলে
উত্তর :- লর্ড ডাফরিন
11) মুসলিম লিগ কোন সালে গঠিত হয়?
a) ১৯০৬
b) ১৯০৯
c) ১৯০৭
d) ১৯১৫
উত্তর :- ১৯০৬
12) গদর শব্দের অর্থ কী?
a) পার্টি
b) বিপ্লব
c) সোসাইটি
d) পরিবর্তন
উত্তর :- বিপ্লব
13) রাষ্ট্রগুরু নামে কে খ্যাত?
a) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
b) প্রফুল্ল চন্দ্র রায়
c) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
14) 'গদর পাটি' কে প্রতিষ্ঠিত করেন?
a) লালা হরদয়াল
b) বালগঙ্গাধর তিলক
c) লালা লাজপৎ রায়
d) আত্মারাম পান্ডুরঙ্গ
উত্তর :- লালা হরদয়াল
15) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে কে 'নাইট উপাধি' ত্যাগ করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) অবনীন্দ্রনাথ ঠাকুর
c) গান্ধীজী
d) চিত্তরঞ্জন দাশ
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর
16) পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
a) ১৯২০
b) ১৯২১
c) ১৯২২
d) ১৯২৩
উত্তর :- ১৯২৩
17) স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?
a) গান্ধীজী
b) চিত্তরঞ্জন দাস
c) মতিলাল নেহেরু
d) জওহরলাল নেহেরু
উত্তর :- মতিলাল নেহেরু
18) কলিকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
a) চিত্তরঞ্জন দাশ
b) গান্ধীজী
c) বিনয় গুপ্ত
d) মতিলাল নেহেরু
উত্তর :- চিত্তরঞ্জন দাশ
19) আইন অমান্য আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
a) লর্ড বেন্টিঙ্ক
b) লর্ড মিন্টো
c) লর্ড আরউইন
d) লর্ড রিপন
উত্তর :- লর্ড আরউইন
20) 'সীমান্ত গান্ধী' কাকে বলা হয়?
a) খাঁন আবদুল গফফর খাঁ
b) মহম্মদ খাঁ
c) আবুল কালাম আজাদ
d) মৌলানা আজাদ
উত্তর :- খাঁন আবদুল গফফর খাঁ
21) 'সাইমন কমিশন' কবে গঠিত হয়?
a) ১৯২৫ খ্রিস্টাব্দে
b) ১৯২৬ খ্রিস্টাব্দে
c) ১৯২৭ খ্রিস্টাব্দে
d) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৯২৭ খ্রিস্টাব্দে
22) বিহারের চম্পারণে গান্ধীজী কত খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেন?
a) ১৯১৬
b) ১৯১৭
c) ১৯১৮
d) ১৯১৯
উত্তর :- ১৯১৭
23) লন্ডনে 'প্রথম গোলটেবিল বৈঠক' কত খ্রিস্টাব্দে বসে?
a) ১৯৩০
b) ১৯৩৯
c) ১৯৩১
d) ১৯২৮
উত্তর :- ১৯৩০
24) 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' সংঘটিত হয়েছিল কার নেতৃত্বে?
a) বিনয় বসু
b) সূর্যসেন
c) হেমচন্দ্র ঘোষ
d) বাদল গুপ্ত
উত্তর :- সূর্যসেন
25) কে 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' নীতি ঘোষণা করেন?
a) লর্ড আরউইন
b) উইলিয়াম বেন্টিঙ্ক
c) ম্যাকডোনাল্ড
d) লর্ড মিন্টো
উত্তর :- ম্যাকডোনাল্ড
26) পরাধীন ভারতে কবে 'স্বাধীনতা দিবস' উদযাপন করা হয়েছিল?
a) ১৯২৯
b) ১৯৩১
c) ১৯২৪
d) ১৯৩০
উত্তর :- ১৯৩০
27) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম কবে হয়?
a) ১৯২৫
b) ১৯২৬
c) ১৯২৩
d) ১৯২৭
উত্তর :- ১৯২৫
28) কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
a) ওয়ারেন হেস্টিংস
b) লর্ড ক্যানিং
c) লর্ড ওয়েলেসলি
d) লর্ড কর্নওয়ালিস
উত্তর :- ওয়ারেন হেস্টিংস
29) পরবর্তী বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
a) বর্ণব্যবস্থা
b) আদিবাসী রাজনীতি
c) জাতিভেদ
d) খাদ্যসঞ্চয়
উত্তর :- জাতিভেদ
30) আর্যরা কোথায় সর্বপ্রথম বসতি স্থাপন করে?
a) সিন্ধু উপত্যকা
b) কাশ্মীর
c) গুজরাট
d) পাঞ্জাব
উত্তর :- পাঞ্জাব