Ads Area

History MCQ Question & Answer Part -12 For All Competitive Exam

 History MCQ Question & Answer Part -12 For All Competitive Exam
History MCQ Question & Answer Part -12 For All Competitive Exam


Hello, বন্ধুরা
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
 তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - বারো 
         

1) আলিগড় অ্যাংলো মহামেডান ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
a) সৈয়দ আহমদ খান
b) থিওডোর বেক
c) মৌলানা আহম্মেদ খাঁ
d) উইলিয়াম কেরি
উত্তর :- থিওডোর বেক

2) শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে স্থাপিত হয়েছিল?
a) ১৮৫৬
b) ১৮৫৫
c) ১৮৬১
d) ১৮৬২
উত্তর :- ১৮৫৬

3) লালা লাজপত রায় রচিত একটি গ্রন্থ হল-
a) নিউ ইন্ডিয়া
b) মাই ইন্ডিয়া
c) ফ্রি ইন্ডিয়া
d) ইয়ং ইন্ডিয়া
উত্তর :- ইয়ং ইন্ডিয়া

4) আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
a) ক্ষুদিরাম বোস 
b) প্রফুল্ল চাকী 
c) বারিন্দ্র কুমার ঘোষ
d) অরবিন্দ ঘোষ
উত্তর :- অরবিন্দ ঘোষ

5) কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়?
a) ১৯১০
b) ১৯১২
c) ১৯০৯
d) ১৯১১
উত্তর :- ১৯১১

6) বেদের যুগে ফিরে যাওয়ার আহ্বান কে জানান?
a) স্বামী দয়ানন্দ সরস্বতী 
b) স্বামী স্বরুপানন্দ
c) বিবেকানন্দ 
d) শ্রীরামকৃষ্ণ
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী

7) অস্ত্র আইন কবে ভারতে প্রবর্তিত হয়?
a) ১৮৭০
b) ১৮৭৮
c) ১৮৮০
d) ১৮৬০
উত্তর :- ১৮৭৮

8) কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম লেখ।
a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
b) গান্ধীজী
c) জওহরলাল নেহেরু 
d) বালগঙ্গাধর তিলক
উত্তর :- বালগঙ্গাধর তিলক

9) ভারতের হোমরুল আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ কর-
a) লালা হরদয়াল
b) লালা লাজপৎ রায় 
c) বালগঙ্গাধর তিলক
d) শ্রী নিবাস
উত্তর :- বালগঙ্গাধর তিলক

10) কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়?
a) ১৯২০
b) ১৯২১
c) ১৯২২
d) ১৯২৩
উত্তর :- ১৯২২

11) গান্ধীজীর রাজনৈতিক জীবনের সূচনা কোথায় হয়েছিল?
a) দক্ষিণ আফ্রিকা 
b) ভারতে
c) ইংল্যান্ডে
d) বাংলাদেশে
উত্তর :- দক্ষিণ আফ্রিকা

12) রাওলাট বা সিডনি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?
a) ১৯১৯
b) ১৯১৮
c) ১৯১৬
d) ১৯১৭
উত্তর :- ১৯১৭

13) 'হিন্দু স্বরাজ গ্রন্থের' লেখক কে?
a) মতিলাল নেহরু 
b) জওহরলাল নেহরু
c) গান্ধীজী 
d) শ্রীমতি অ্যানি বেসান্ত
উত্তর :- গান্ধীজী

14) স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার?
a) বালগঙ্গাধর তিলকের 
b) শ্রীমতি অ্যানি বেসান্তের 
c) গান্ধীজীর 
d) লালবাহাদুর শাস্ত্রীর
উত্তর :- বালগঙ্গাধর তিলকের

div>15) কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়?
a) ১৯২০
b) ১৯২১
c) ১৯১৯
d) ১৯২২
উত্তর :- ১৯২০

16) কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল?
a) কলকাতা 
b) দিল্লি 
c) মুম্বাই 
d) লাহোর
উত্তর :- লাহোর

17) খিলাফৎ দিবস কবে উদযাপিত হয়?
a) ১৯১৯
b) ১৯১৮
c) ১৯১৭
d) ১৯২০
উত্তর :- ১৯১৯

18) সীমান্ত গান্ধী অনুচরদের  কী বলা হয়?
a) লাল কোর্তা 
b) কালো কোর্তা 
c) কোর্তা 
d) কোনটিই নয়
উত্তর :- লাল কোর্তা

19) 'ইন্ডিয়ান স্ট্রাগল' গ্রন্থটি কে লেখেন?
a) মহাত্মা গান্ধী 
b) সুভাষচন্দ্র বসু 
c) সরজিনী নাইডু
d) বদরুদ্দিন তায়েবজী
উত্তর :- সুভাষচন্দ্র বসু

20) কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল?
a) ১৯২৭
b) ১৯২৯
c) ১৯২০
d) ১৯২৮
উত্তর :- ১৯২৮

21) মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদে দীক্ষিত হন?
a) বাটাভিয়া 
b) রাশিয়া 
c) মেক্সিকো 
d) চিন
উত্তর :- মেক্সিকো

22) কত খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস -এর মৃত্যু হয়?
a) ১৯২৫
b) ১৯২৪
c) ১৯২৬
d) ১৯২৭
উত্তর :- ১৯২৫

23) কার নেতৃত্বে ঢাকায় গুপ্ত বিপ্লবী দল বি.ডি.- এর জন্ম হয়?
a) সূর্য সেন 
b) লোকনাথ বল
c) গণেশ ঘোষ
d) হেমচন্দ্র ঘোষ
উত্তর :- হেমচন্দ্র ঘোষ

24) প্রাকবৈদিক সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কী?
a) জাতক কাহিনী
b) ঋগবেদ
c) প্রাকবৈদিক সাহিত্য
d) প্রত্নতাত্ত্বিক উপাদান
উত্তর :- ঋগবেদ

25) মহেন - জো -দারো সভ্যতার আবিষ্কারক কে?
a) দয়ারাম সাহানি
b) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 
c) স্যার জন মার্শাল 
d) মার্টিমার হুইমার
উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

26) সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান উপজীবিকা কী ছিল?
a) কৃষি 
b) পশুচারণ 
c) বাণিজ্য 
d) শিকার
উত্তর :- কৃষি

27) কে শকাব্দ প্রচলন করেন?
a) চন্দ্রগুপ্ত মৌর্য 
b) কনিষ্ক
c) সমুদ্রগুপ্ত
d) অশোক
উত্তর :- কনিষ্ক

28) হিন্দু বিধি সম্বলিত 'মিতক্ষরা' গ্রন্থের লেখক কে?
a) মনু 
b) হিমাদ্রি 
c) জিমুতবাহন 
d) ভগ্নেশ্বর
উত্তর :- ভগ্নেশ্বর

29) কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রার ব্যবহার করেছিলেন?
a) অশোক
b) কনিষ্ক
c) হর্ষবর্ধন
d) সমুদ্রগুপ্ত
উত্তর :- কনিষ্ক

30)  নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋকবেদে নেই?
a) সোনা
b) তামা 
c) সিসা 
d) ব্রোঞ্জ
উত্তর :- সিসা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad