History MCQ Question & Answer Part - 13 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 13 For All Competitive Exam |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - তেরো
1) কে লোকমান্য নামে খ্যাত?
a) লালালাজপত রায়
b) বালগঙ্গাধর তিলক
c) গোবিন্দ রাণাড়ে
d) কেশবচন্দ্র সেন
উত্তর :- বালগঙ্গাধর তিলক
2) বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকরী হয়?
a) ১৯০২
b) ১৯০৪
c) ১৯০৩
d) ১৯০৫
উত্তর :- ১৯০৫
3) কার সভাপতিত্বে কংগ্রেস ভেঙে 'ন্যাশনাল লিবারেল লিগ' গঠিত হয়?
a) চিত্তরঞ্জন দাস
b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
c) গান্ধীজী
d) গোপাল কৃষ্ণ গোখলে
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
4) সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে?
a) কুকুর
b) বিড়াল
c) ষাঁড়
d) ঘোড়া
উত্তর :- বিড়াল
5) কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন?
a) কনিষ্ক
b) অশোক
c) অজাতশত্রু
d) বিম্বিসার
উত্তর :- বিম্বিসার
6) বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন?
a) বুদ্ধগয়া
b) লুম্বিনি
c) কুশীনগর
d) সারনাথ
উত্তর :- লুম্বিনি
7) কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
a) লর্ড ডালহৌসি
b) লর্ড ওয়েলেসলি
c) লর্ড কর্ণওয়ালিস
d) ওয়ারেন হেস্টিংস
উত্তর :- লর্ড কর্ণওয়ালিস
8) রবীন্দ্রনাথ কবে রাখিবন্ধন উৎসবের সূচনা করেন?
a) ৭ আগস্ট,১৯০৫
b) ১৬ অক্টোবর,১৯০৫
c) ৭ নভেম্বর,১৯০৫
d) ১৬ নভেম্বর,১৯০৫
উত্তর :- ১৬ অক্টোবর,১৯০৫
9) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) ধননন্দ
b) মহাপদ্মনন্দ
c) অশোকানন্দ
d) কেউই নন
উত্তর :- মহাপদ্মনন্দ
10) মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কী
a) পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি
b) ইন্ডিকা
c) ন্যাচারালিস হিস্টিরিয়া
d) দ্যা লাইট অব এশিয়া
উত্তর :- ইন্ডিকা
11) 'মহাভাষ্য' গ্রন্থের লেখক কে?
a) কালিদাস
b) ভারবি
c) পতঞ্জলি
d) বাণভট্ট
উত্তর :- পতঞ্জলি
12) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
a) থিয়োডর বেক
b) আহমেদ খান
c) চিরাগ আলি
d) খুদা বক্স
উত্তর :- থিয়োডর বেক
13) গান্ধার শিল্পে কোন দেশীয় শিল্পশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়?
a) গ্রিক
b) রোমান
c) চৈনিক
d) পারসিক
উত্তর :- গ্রিক
14) কৌটিল্য কার রাজসভায় প্রধানমন্ত্রী ছিলেন?
a) চন্দ্রগুপ্ত মৌর্য
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) অশোক
d) হর্ষবর্ধন
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
15) প্রাচীন ভারতীয় ইতিহাসে 'রত্নাকর' বলা হয়েছে?
a) আবর সাগরকে
b) গঙ্গা - যমুনা - সরস্বতীর সংগমস্থলকে
c) বঙ্গোপসাগরকে
d) ভারত মহাসাগরকে
উত্তর :- ভারত মহাসাগরকে
16) 'শূন্য' সংখ্যাটির আবিষ্কারক হলেন-
a) আর্যভট্ট
b) বরাহমিহির
c) প্রথম ভাস্কর
d) অজ্ঞাতনামা এক ভারতীয়
উত্তর :- অজ্ঞাতনামা এক ভারতীয়
17) 'সূর্যসিদ্ধান্ত' গ্রন্থের লেখক কে?
a) কালিদাস
b) বরাহমিহির
c) ভারবি
d) শূদ্রক
উত্তর :- বরাহমিহির
18) 'মৃচ্ছকটিকম' নাটকের রচয়িতা কে?
a) কালিদাস
b) ভারবি
c) শূদ্রক
d) ভবভূতি
উত্তর :- শূদ্রক
19) 'পঞ্চতন্ত্র' কার রচনা?
a) কালিদাস
b) বানভট্ট
c) বিষ্ণু শর্মা
d) কলহন
উত্তর :- বিষ্ণু শর্মা
20) বাংলা কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন (১৭৭৪)?
a) কর্নওয়ালিস
b) কার্টিয়ার
c) ক্লাইভ লয়েড
d) ওয়ারেন হেস্টিংস
উত্তর :- ক্লাইভ লয়েড
21) বীণাবাদক হিসেবে কোন গুপ্তশাসকের পরিচয় পাওয়া যায়?
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) স্কন্দগুপ্ত
c) বুধগুপ্ত
d) সমুদ্রগুপ্ত
উত্তর :- সমুদ্রগুপ্ত
22) কাকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হত?
a) কবির
b) তানসেন
c) আমির খসরু
d) বদাউনি
উত্তর :- আমির খসরু
23) সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল?
a) মহারাষ্ট্র
b) অন্ধ্র অঞ্চল
c) কোঙ্কন অঞ্চল
d) কলিঙ্গ
উত্তর :- অন্ধ্র অঞ্চল
24) কোন সম্রাট 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন?
a) অশোক
b) প্রথম চন্দ্রগুপ্ত
c) সমুদ্রগুপ্ত
d) কনিষ্ক
উত্তর :- প্রথম চন্দ্রগুপ্ত
25) প্রাচীন ভারতের কোথায় সর্বোত্তম 'রেশম' উৎপাদন হত?
a) উজ্জয়িনী
b) কৌশাম্বী
c) বারাণসী
d) তক্ষশীলা
উত্তর :- বারাণসী
26) প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বাম দিকে লেখা হত?
a) ব্রাহ্মী
b) নন্দনাগরি
c) সারদা
d) খরোষ্ঠী
উত্তর :- খরোষ্ঠী
27) কার সময়কালে মথুরাশিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল?
a) হর্ষবর্ধন
b) অশোক
c) কনিষ্ক
d) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর :- কনিষ্ক
28) রুদ্রদামন কোন বংশের রাজা ছিলেন?
a) পল্লব
b) শক
c) মৌর্য
d) কুশাণ
উত্তর :- শক
29) শুঙ্গবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
a) পুষ্যমিত্র
b) দেবভূতি
c) বাসুদেব
d) সৌরসেনা
উত্তর :- দেবভূতি
30) প্রাচীন ভারতের 'যবন' হিসাবে চিহ্নিত করা হত-
a) পারসিকদের
b) গ্রিকদের
c) মুসলমানদের
d) সকল বিদেশিদের
উত্তর :- গ্রিকদের