Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - চার
1) সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়?
a) মংপু ও মুসুং
b) দার্জিলিং
c) কালিম্পং
d) বক্সার
উত্তর :- মংপু ও মুসুং
2) ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়?
a) লিভার
b) ইউরিনারি ব্লাডার
c) কিডনি
d) হিমোগ্লোবিন
উত্তর :- লিভার
3) কীসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়?
a) অক্সিন
b) জিব্বারেলিন
c) অ্যাবসিসিক অ্যাসিড
d) সাইটোকাইনিন
উত্তর :- সাইটোকাইনিন
4) সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত?
a) 45 সেমি
b) 100 সেমি
c) 25 সেমি
d) 1 মিটার
উত্তর :- 45 সেমি
5) কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে?
a) ভিটামিন A
b) ভিটামিন E
c) ভিটামিন K
d) ভিটামিন C
উত্তর :- ভিটামিন E
6) কোন ধরনের ক্যান্সার লসিকাবাহ এবং প্লীহাকে আক্রান্ত করে?
a) সারসিনোমা
b) সারকোমা
c) লিউকেমিয়া
d) লিম্ফোমা
উত্তর :- লিম্ফোমা
7) অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম-
a) অপটিক স্নায়ু
b) এক্যুলোমটর স্নায়ু
c) ফেসিয়াল স্নায়ু
d) গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু
উত্তর :- এক্যুলোমটর স্নায়ু
8) মানুষের মেরুদন্ডে সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কটি?
a) 12 টি
b) 7 টি
c) 4 টি
d) 5 টি
উত্তর :- 7 টি
9) ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়?
a) পেলাপোমিয়ার
b) লিপোভাইরাস
c) ক্যাপসোমিয়ার
d) ভাইরয়েড
উত্তর :- ভাইরয়েড
10) উদ্ভিদের কাক্ষিকমুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের?
a) যৌন জনন
b) অঙ্গজ জনন
c) অযৌন জনন
d) কোনোটিই নয়
উত্তর :- অঙ্গজ জনন
11) গাইরি (Gyre) কোথায় দেখা যায়?
a) লঘুমস্তিকে
b) গুরুমস্তিষ্কে
c) পনস - এ
d) মেজলা অবলং গাটাতে
উত্তর :- গুরুমস্তিষ্কে
12) পত্রমোচন ও ফলমোচনে সাহায্য করে কোন হরমোন?
a) IAA
b) ABA
c) GA
d) কোনটিই নয়
উত্তর :- ABA
13) বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?
a) বট
b) শাল
c) রবার
d) লবঙ্গ
উত্তর :- লবঙ্গ
14) হাইপারট্রফির ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখা যায়?
a) উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি
b) উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া
c) উদ্ভিদ কলার পচন
d) উদ্ভিদের বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হওয়া
উত্তর :- উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি
15) ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ হল-
a) বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য
b) সালোকসংশ্লেষ বৃদ্ধির জন্য
c) বাষ্পমোচন হার হ্রাসের জন্য
d) শ্বাসকার্য বন্ধ করার জন্য
উত্তর :- বাষ্পমোচন হার হ্রাসের জন্য
16) পর্ণকান্ড (Phylloclade) নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়?
a) সুন্দরী গাছ
b) পদ্ম
c) বাবলা
d) ফণীমনসা
উত্তর :- ফণীমনসা
17) একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী?
a) Tt
b) tt
c) TT
d) Tt এবং tt
উত্তর :- TT
18) স্ত্রী এডিস মশা বাহিত রোগ-
a) ম্যালেরিয়া
b) জাপানি এনসেফালাইটিস
c) ফাইলেরিয়া
d) ডেঙ্গু
উত্তর :- ডেঙ্গু
19) কুমিরের হৃদপিন্ডে-
a) একটি অলিন্দ ও একটি নিলয় থাকে
b) দুটি অলিন্দও অসম্পূর্ণ
c) দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে
d) দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
উত্তর :- দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
20) মূত্রের একটি অস্বাভাবিক উপাদান -
a) ইউরিক অ্যাসিড
b) গ্লুকোজ
c) ক্রিয়েটিন
d) NaCI
উত্তর :- গ্লুকোজ