পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - 03 |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
পরিবেশবিদ্যা প্রশ্নোত্তর পর্ব - তিন
1) ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী?
a) মোটরযান দূষণ নিয়ন্ত্রণ
b) জলশোধন
c) তাপবিদ্যুৎ উৎপাদন
d) আণবিক বিদ্যুৎ উৎপাদন
উত্তর :- মোটরযান দূষণ নিয়ন্ত্রণ
2) ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) ১৯৮৫ সালে
b) ১৯৮৭ সালে
c) ১৯৮৮ সালে
d) ১৯৯৮ সালে
উত্তর :- ১৯৮৮ সালে
3) ১৯৮৪ সালে ভারতে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোথায়?
a) বোম্বেতে
b) ভোপালে
c) ব্যাঙ্গালোরে
d) আসানসোলে
উত্তর :- ভোপালে
4) 'নিচ' (Niche) বলতে কী বুঝায়?
a) জৈব ও অজৈব বস্তু
b) শুধুমাত্র জৈব বস্তু
c) শুধুমাত্র অজৈব বস্তু
d) কোনওটিই নয়
উত্তর :- জৈব ও অজৈব বস্তু
5) ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কয়টি?
a) 500 টি
b) 180 টি
c) 350 টি
d) এর কোনওটিই নয়
উত্তর :- 500 টি
6) ভূমিকম্পের কারণ হিসাবে কয়টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
a) তিনটি বিষয়ের উপর
b) দুটি বিষয়ের উপর
c) চারটি বিষয়ের উপর
d) এক কোনওটিই নয়
উত্তর :- তিনটি বিষয়ের উপর
7) ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব:
a) 100 DU
b) 200 DU
c) 300 DU
d) 400 DU
উত্তর :- 200 DU
8) নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তিযুক্ত ছিলেন?
a) মীরা নায়ার
b) মেধা পাটেকর
c) অরুন্ধতী চৌধুরী
d) আন্না হাজারে
উত্তর :- মেধা পাটেকর
9) BOD ও COD এর মাত্রা বৃদ্ধির অর্থ হল :
a) জলদূষণের মাত্রা কম
b) জলদূষণের মাত্রা বৃদ্ধি
c) বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি
d) বায়ুদূষণের মাত্রা কম
উত্তর :- জলদূষণের মাত্রা কম
10) পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?
a) বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস,অনুছত্রাক জাতীয় জীব দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ
b) জৈব অম্ল দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ
c) ফসলের আবর্তন পদ্ধতিতে পতঙ্গের নিয়ন্ত্রণ
d) কীটনাশক দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ
উত্তর :- বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস,অনুছত্রাক জাতীয় জীব দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ
11) মন্ট্রিল প্রোটোকল কথাটির অর্থ হল-
a) ওজোন স্তরের গুরুত্ব হ্রাস
b) গ্রিন হাউস প্রভাব
c) অরণ্যনিধন
d) মরুকরণের সঙ্গে যুক্ত
উত্তর :- ওজোন স্তরের গুরুত্ব হ্রাস
12) অণুছত্রাক কার্যকর হতে পারে:
a) আগাছানাশক হিসাবে
b) জমির উর্বরতা বৃদ্ধি ঘটাতে
c) কীটপতঙ্গ দমনে
d) কৃষির পুষ্টিকর হিসেবে ব্যবহৃত হয়
উত্তর :- আগাছানাশক হিসাবে
13) ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়?
a) মিলিমিটার
b) ডেকামিটার
c) ডবসন
d) প্যালেস বলা হয়
উত্তর :- ডবসন
14) বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হল কোনটি?
a) কীটনাশক
b) আগাছানাশক
c) ছত্রাকনাশক
d) অনুজীবনাশক
উত্তর :- আগাছানাশক
15) জমিতে অম্লতা বৃদ্ধি পায় কী কারনে?
a) অত্যাধিক জলসেচের জন্য
b) অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে
c) অত্যাধিক কৃষিকার্যের জন্য
d) অত্যাধিক জৈব সারের প্রয়োগের জন্য
উত্তর :- অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে
16) Oikos নামক গ্রিক শব্দটির অর্থ কী?
a) বাড়ি
b) গাছ
c) নদী
d) কোনওটিই নয়
উত্তর :- বাড়ি
17) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন
a) নাইট্রোজেন
b) সালফার
c) ফসফেট
d) ক্যালশিয়াম
উত্তর :- ক্যালশিয়াম
18) প্রতিবছর পৃথিবীর ভূমিক্ষয় কবলিত জমির পরিমাণ :
a) 10 লক্ষ হেক্টর
b) 30 লক্ষ হেক্টর
c) 50 লক্ষ হেক্টর
d) 70 লক্ষ হেক্টর
উত্তর :- 30 লক্ষ হেক্টর
19) ভারতে পরিবেশ (রক্ষা) আইনটি জারি করা হয় কত সালে?
a) 1948 সালে
b) 1986 সালে
c) 1988 সালে
d) 1991 সালে
উত্তর :- 1988 সালে
20) ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলকে কী বলে?
a) বিষমন্ডল
b) সমমন্ডল
c) সাম্যমন্ডল
d) এর কোনওটিই নয়
উত্তর :- সমমন্ডল