পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - 04 |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি পরিবেশবিদ্যা বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - চার
1) বিশ্ব জলদিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
a) 23 মার্চ
b) 7 এপ্রিল
c) 22 এপ্রিল
d) 4 অক্টোবর
উত্তর :- 23 মার্চ
2) 'জঙ্গল আমাদের দেয় মাটি, জল বিশুদ্ধ বাতাস'- কোন আন্দোলনের এই স্লোগান উঠেছিল?
a) সাইলেন্ট ভ্যালি
b) নর্মদা বাঁচাও আন্দোলনে
c) চিপকো আন্দোলনে
d) গোর্খাল্যান্ড আন্দোলনে
উত্তর :- চিপকো আন্দোলনে
3) পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয়?
a) প্রজাতির বৃদ্ধির দ্বারা
b) জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
c) সমবায়ের বৃদ্ধি দ্বারা
d) উদ্ভিদের সংখ্যার দ্বারা
উত্তর :- জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
4) বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী?
a) রেচন
b) শ্বসন
c) সালোক সংশ্লেষ
d) উড্ডয়ন
উত্তর :- সালোক সংশ্লেষ
5) অতি সম্প্রতি কোন প্রাণী দুটি সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
a) হাতি,চিতা
b) হাতি,বরফের চিতা
c) সিংহ,বাঘ
d) চিতা,বলগা হরিণ
উত্তর :- হাতি,বরফের চিতা
6) 'ইকোলজি' শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন?
a) ওডাম
b) আর্নেস্ট
c) করমন্ডি
d) হেইকলার
উত্তর :- আর্নেস্ট
7) পরিবেশের সজীব উপাদান নয় কোনটি?
a) স্বভোজী
b) মৃতজীবী
c) মিথোজীবী
d) অজীবীয়
উত্তর :- অজীবীয়
8) মানবকেন্দ্রিক যে সম্পদ সৃষ্টি হয়েছে তাকে কী বলে?
a) মানবিক সম্পদ
b) সাংস্কৃতিক সম্পদ
c) প্রাকৃতিক সম্পদ
d) এর কোনওটিই নয়
উত্তর :- মানবিক সম্পদ
9) জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কী বলা হয়?
a) নীল বিপ্লব
b) সবুজ বিপ্লব
c) লাল বিপ্লব
d) জল বিপ্লব
উত্তর :- নীল বিপ্লব
10) গোরুর দুধে কোন কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে?
a) ডি ডি টি
b) কার্বারিল
c) লিনডেন
d) ফ্লুরাডন
উত্তর :- ডি ডি টি
11) সূর্যের আলো ভূ-পৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগে?
a) 2.1 মিনিট
b) 4.3 মিনিট
c) 8.3 মিনিট
d) 10.5 মিনিট
উত্তর :- 8.3 মিনিট
12) পানীয় জলের Ph এর অনুমোদিত মাত্রা কত?
a) 3.5-5.5
b) 6.5-8.5
c) 9.5-11.5
d) 12.5-13.5
উত্তর :- 6.5-8.5
13) 'ইকোট্যুরিজম' কী?
a) বন্যপ্রাণী থেকে আনন্দলাভের জন্য ভ্রমণ
b) বাস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ
c) আরো নতুন ভ্রমণ কেন্দ্রের বিকাশ লাভ
d) প্রকৃত সংরক্ষণের শিক্ষার জন্য ভ্রমণ
উত্তর :- বাস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ
14) প্রথম ভারতীয় বন নীতি কবে প্রণীত হয়?
a) ১৮৯০ খ্রিস্টাব্দে
b) ১৮৬৭ খ্রিস্টাব্দে
c) ১৮৬৬ খ্রিস্টাব্দে
d) ১৮৫৫ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৮৫৫ খ্রিস্টাব্দে
15) আবহাওয়া দ্রুত পরিবর্তনের ফলে যে বায়ুপ্রবাহ হয় তাকে কী বায়ু বলে?
a) আকস্মিক বায়ু
b) নিয়ত বায়ু
c) অনিয়ত বায়ু
d) আয়ন বায়ু
উত্তর :- আকস্মিক বায়ু
16) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যে আকস্মিক বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে?
a) হ্যারিকেন
b) ফন
c) পম্পেরো
d) শিরক্কো
উত্তর :- হ্যারিকেন
17) সিসিলিতে এক শুল্ক বালুকাপূর্ণ বায়ু প্রবাহিত হয় একে কী বলে?
a) চিনুক
b) ফন
c) পম্পেরো
d) শিরক্কো
উত্তর :- শিরক্কো
18) দক্ষিণ চিনসাগরে যে আকস্মিক বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে?
a) টাইফুন
b) ফন
c) পম্পেরো
d) শিরক্কো
উত্তর :- টাইফুন
19) নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে কী বলে?
a) সালফা
b) সেলভা
c) চিরহরিৎ
d) কোনটিই নয়
উত্তর :- সেলভা
20) মৃতজীবী খাদ্যশৃঙখলকে কী বলে?
a) ডেট্রিটাস খাদ্যশৃঙখল
b) পরজীবী খাদ্যশৃঙখল
c) মিথোজীবী খাদ্যশৃঙখল
d) ওপরের কোনটিই নয়
উত্তর :- ডেট্রিটাস খাদ্যশৃঙখল
21) কোন অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির বাস?
a) ক্রান্তীয় শুষ্ক অরণ্য
b) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
c) পর্বত শীর্ষ অরণ্য
d) ওপরের কোনটিই নয়
উত্তর :- ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
22) বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক সম্পর্ককে কী বলে?
a) ট্রফিক গঠন
b) খাদ্যজালক
c) খাদ্য ঢেউ
d) কোনটিই নয়
উত্তর :- ট্রফিক গঠন
23) কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি?
a) আর্থোপোডা
b) প্রোটোজোয়া
c) মোলাস্কা
d) একাইনোডারমাটা
উত্তর :- আর্থোপোডা
24) সরলবর্গীয় বনভূমিকে কী বলে?
a) সালফা
b) সেলভা
c) চিরহরিৎ
d) কোনোটিই নয়
উত্তর :- কোনোটিই নয়
25) প্রাথমিক পর্যায়ের খাদক কারা?
a) মাংসাশী প্রাণী
b) তৃণভোজী প্রাণী
c) সর্বভূক প্রাণী
d) ওপরের কোনটিই নয়
উত্তর :- তৃণভোজী প্রাণী
26) ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কী বলে?
a) সালফা
b) সেলভা
c) চিরহরিৎ
d) সাভানা
উত্তর :- সাভানা
27) পতঙ্গভূক উদ্ভিদ কোনটি?
a) কনিফার
b) সূর্যশিশির
c) লাইকেন
d) লেগুমিনাস উদ্ভিদ
উত্তর :- সূর্যশিশির
28) শক্তিপ্রবাহ সর্বদা কোন মুখী?
a) দুইমুখী
b) ত্রিমুখী
c) একমুখী
d) কোনটিই নয়
উত্তর :- একমুখী
29) বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?
a) ২১ ভাগ
b) ২৩ ভাগ
c) ২৫ ভাগ
d) কোনোটিই নয়
উত্তর :- ২১ ভাগ
30) পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কী?
a) পরিবেশের বিভিন্ন দিক জানা
b) সম্পদের সঠিক ব্যবহার করা
c) পরিবেশের সাথে মানুষের সম্পর্ক জানা
d) সবগুলিই
উত্তর :- সবগুলিই
31) পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম-
a) গোরুমারা ফরেস্ট
b) সুকনা ফরেস্ট
c) সুন্দরবন
d) তরাই বনভূমি
উত্তর :- সুন্দরবন
32) নিম্নবর্ণিত কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকরূপে কাজ করে?
a) সবুজ উদ্ভিদ
b) প্রাণী
c) ব্যাকটেরিয়া
d) জলজ প্রাণী
উত্তর :- ব্যাকটেরিয়া
33) বিদ্যালয়ে শিক্ষক পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য কী করবেন?
a) মাঠে ছাত্রদের নিয়ে যাবেন
b) গাছপালা চেনাবেন
c) বোর্ডে ছবি এঁকে দেখাবেন
d) সবগুলিই
উত্তর :- সবগুলিই
34) ভারতের কোন আইন দ্বারা বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত হয়?
a) পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট
b) ফরেস্ট অ্যাক্ট
c) পুলিশ অ্যাক্ট
d) পলিউশন অ্যাক্ট
উত্তর :- পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট
35) বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কী?
a) ব্যারোমিটার
b) হাইড্রোমিটার
c) Ph মিটার
d) অ্যামমিটার
উত্তর :- Ph মিটার
36) বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কী?
a) চিপকো আন্দোলন
b) সবুজ আন্দোলন
c) নর্মদা বাঁচাও আন্দোলন
d) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
উত্তর :- চিপকো আন্দোলন
37) বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয়-
a) ২৮ ফেব্রুয়ারি
b) ৫ জুন
c) ২৩ মার্চ
d) ৩০ অক্টোবর
উত্তর :- ২৩ মার্চ
38) ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলটির নাম কী?
a) রিখটার স্কেল
b) লিনিয়র স্কেল
c) কাঁটাকম্পাস স্কেল
d) গ্রিগার স্কেল
উত্তর :- রিখটার স্কেল
39) পরিবেশ গঠিত হয় কীসের দ্বারা?
a) সজীব ও অজীব উপাদান দ্বারা
b) কেবলমাত্র সজীব উপাদান দ্বারা
c) কেবলমাত্র অজীব উপাদান দ্বারা
d) কোনও উপাদান দ্বারাই নয়
উত্তর :- সজীব ও অজীব উপাদান দ্বারা
40) বাতাসের গতিবেগ কী দিয়ে মাপা হয়?
a) হাইগ্রোমিটার
b) সিসমোগ্রাফ
c) অ্যানিমোমিটার
d) কোনটিই নয়
উত্তর :- অ্যানিমোমিটার
Khob bhalo dada
ReplyDelete