পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - 05 |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি MCQ প্রশ্ন-উত্তর যেগুলি পরিবেশবিদ্যা বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - পাঁচ
1) শব্দদূষণ কোন ডেসিবেল- এর ওপরে পড়ে?
a) ৭৫ ডেসিবেল
b) ৩০ ডেসিবেল
c) ৬৫ ডেসিবেল
d) ৪০ ডেসিবেল
উত্তর :- ৬৫ ডেসিবেল
2) বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমান কত?
a) 0.04%
b) 0.08%
c) 2.10%
d) 5%
উত্তর :- 0.04%
3) একটি জলবাহিত রোগের নাম কী?
a) কলেরা
b) যক্ষা
c) ফাইলেরিয়া
d) গুটি বসন্ত
উত্তর :- কলেরা
4) অধিমূল দেখা যায় কোন গাছে?
a) রাস্না
b) পেয়ারা
c) শিমূল
d) কাঁঠাল
উত্তর :- শিমূল
5) সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতের কোন রাজ্যে?
a) কর্ণাটক রাজ্যে
b) কেরালা রাজ্যে
c) তামিলনাড়ু রাজ্যে
d) গোয়া রাজ্যে
উত্তর :- কেরালা রাজ্যে
6) পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
a) 0.1 ppm
b) 0.2 ppm
c) 0.4 ppm
d) 0.5 ppm
উত্তর :- 0.2 ppm
7) কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
a) কর্ণাটক রাজ্যে
b) অসম রাজ্যে
c) কেরল রাজ্যে
d) ঝাড়খন্ড রাজ্যে
উত্তর :- অসম রাজ্যে
8) ভূমিকম্পের সময় ঘর থেকে বেরোতে না পারলে বিপদ থেকে বাঁচার একটি উপায় হতে পারে -
a) খাটের উপর উপুড় হয়ে শুয়ে থাকা
b) জানালার ধারে থাকা
c) খাটের নীচে হাঁটুর মধ্যে মাখা গুঁজে থাকা
d) কোনও একটি কোনে বসে থাকা
উত্তর :- খাটের নীচে হাঁটুর মধ্যে মাখা গুঁজে থাকা
9) লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা কোন বইতে থাকে?
a) Green Data Book
b) Ret Data Book
c) Black Data Book
d) Grey Data Book
উত্তর :- Ret Data Book
10) ভারতের কচ্ছ উপকূলে, কাম্বে উপসাগরে এবং সুন্দরবনে যে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে তা হল :
a) বায়ু শক্তি
b) কোটাল শক্তি
c) ভূতাব শক্তি
d) সৌরশক্তি
উত্তর :- কোটাল শক্তি
11) ব্রান ওয়েল পাওয়া যায় কোন থেকে?
a) গম
b) সরষে
c) ভুট্টা
d) ধান
উত্তর :- ধান
12) আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায় কোন শিল্পে?
a) বিদ্যুৎ শিল্পে
b) কীটনাশক শিল্পে
c) তড়িৎলেপন শিল্পে
d) লৌহ- ইস্পাত শিল্পে
উত্তর :- কীটনাশক শিল্পে
13) ঠেস মূল দেখা যায় কোন গাছে?
a) অশ্বস্থ
b) নারকেল
c) শিমূল
d) কেয়া
উত্তর :- কেয়া
14) শ্বাসমূল থাকে কোন গাছে?
a) কাঁঠাল
b) নারকেল
c) গরান
d) বকুল
উত্তর :- গরান
15) মশার দ্বারা সংক্রামিত হয় কোন রোগ?
a) ডেঙ্গু
b) কলেরা
c) যক্ষা
d) টাইফয়েড
উত্তর :- ডেঙ্গু
16) জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশান সমস্যার সৃষ্টি করে কোন যৌগ?
a) কার্বনেট যৌগ
b) সালফেট যৌগ
c) ফসফেট যৌগ
d) হাইড্রোজেন যৌগ
উত্তর :- ফসফেট যৌগ
17) নাইট্রোজেন ঘটিত সার থেকে মানব দেহে সংক্রমিত রোগের নাম কী?
a) নিউমোনিয়া
b) অ্যানিমিয়া
c) মিথিমোগ্লোবিমেনিয়া
d) হেপাটাইটিস
উত্তর :- মিথিমোগ্লোবিমেনিয়া
18) যে ধানে আর্সেনিক মাত্রা বেশি পাওয়া যায় তা হল :
a) আউশ ধান
b) আমন ধান
c) বোরো ধান
d) বাসন্তিক ধান
উত্তর :- বোরো ধান
19) সর্বজনীন দ্রাবক বলা হয় :
a) অম্লকে
b) ক্ষারককে
c) জলকে
d) পারদকে
উত্তর :- জলকে
20) ' সিসটোসোমিয়াসিস' রোগ ছড়ায় কোন প্রাণী?
a) মাছ
b) শামুক
c) কাঁকড়া
d) ব্যাঙ
উত্তর :- শামুক
21) বর্জ্য পদার্থের স্তূপ থেকে সাধারণত কোন গ্যাস নির্গত হয়?
a) কার্বন ডাইঅক্সাইড
b) কার্বন মনোক্সাইড
c) সালফার ডাইঅক্সাইড
d) মিথেন ও হাইড্রোজেন সালফাইড
উত্তর :- মিথেন ও হাইড্রোজেন সালফাইড
22) ফ্লোরোফ্লুরো কার্বনর বাণিজ্যিক নাম কী?
a) মেরন
b) ফ্রেরন
c) নিয়ন
d) জিয়ন
উত্তর :- ফ্রেরন
23) মাছির দ্বারা সংক্রামিত হয় কোন রোগ?
a) ম্যালেরিয়া
b) ফাইলেরিয়া
c) যক্ষা
d) ডেঙ্গু
উত্তর :- যক্ষা
24) উচ্চ রক্তচাপের ওষধ তৈরি হয় কোন গাছ থেকে?
a) নিম
b) সরষে
c) বাসক
d) সর্পগন্ধা
উত্তর :- সর্পগন্ধা
25) আরোহী মূল দেখা যায় কোন গাছে?
a) পান
b) কেয়া
c) সুন্দরী
d) কোনোটাই নয়
উত্তর :- পান
26) গাছের স্তনমূল আসলে কী?
a) স্থানিক মূল
b) প্রধান মূল
c) অস্থানিক মূল
d) শাখা মূল
উত্তর :- অস্থানিক মূল
27) আমাদের চারপাশের যেসব উদ্ভিদ আছে তাদের মধ্যে কাদের সবুজ কণা নেই?
a) গাজর
b) বিট
c) মিউকর
d) স্পাইরোগাইরা
উত্তর :- মিউকর
28) অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ?
a) মূল
b) কান্ড
c) মুকুল
d) মূলত্রী
উত্তর :- কান্ড
29) গ্রানাইট ও পাললিক জাতীয় শিলা দ্বারা গঠিত ভূ-ত্বককে কী বলে?
a) পলিসিয়াম
b) সিয়াল
c) গ্রাণাইট
d) মেটামরফিক
উত্তর :- সিয়াল
30) বিশ্ব পরিবেশ সম্মেলন প্রথম হয়েছিল কত খ্রিস্টাব্দে?
a) 1972
b) 1982
c) 1987
d) 1992
উত্তর :- 1992