Ads Area

পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২

 পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

              পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - দুই 
   

1) ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কয়টি?
a) 500 টি 
b) 180 টি 
c) 350 টি 
d) এর কোনওটিই নয়
উত্তর :- 500 টি 

2) বৃক্ষরোপণ উপলক্ষে বিদ্যালয়ে ছাত্রদের কী করতে উৎসাহিত করা হবে?
a) পড়াশুনা করতে 
b) লিখতে 
c) ছবি আঁকতে 
d) গাছ লাগাতে
উত্তর :- গাছ লাগাতে

3) পরিবেশের সঙ্গে সক্রিয়তা এবং জ্ঞান লাভের জন্য ছাত্রদের -
a) পড়াতে হবে
b) প্রজেক্ট করানো হবে
c) লেখাতে 
d) বক্তৃতা দিতে হবে
উত্তর :- প্রজেক্ট করানো হবে

4) কোন জাতীয় প্রাণীর সংখ্যা পৃথিবীতে অত্যন্ত দ্রুতহারে কমছে?
a) স্তন্যপায়ী
b) সরীসৃপ
c) পাখি 
d) মৎস
উত্তর :- পাখি

5) গ্রিণহাউস শব্দটির অর্থ কী?
a) ঘাস পরিচর্যা 
b) গাছপালার পরিচর্যা 
c) ফুল চাষ 
d) কৃষিকাজ
উত্তর :- গাছপালার পরিচর্যা

6) BOD কোনটি স্বাস্থ্য নির্ণয় করে?
a) মাটি
b) বায়ু 
c) জল 
d) আর্দ্রতা
উত্তর :- জল

7) বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি?
a) জল
b) সূর্য
c) গাছ 
d) 
উত্তর :- সূর্য

8) বায়ু হল একটি - পদার্থ ।
a) মিশ্র 
b) মৌলিক
c) যৌগিক 
d) জৈব
উত্তর :- মিশ্র

9) ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়?
a) ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর 
b) ১৯৮৩ সাড়ে ৪ ডিসেম্বর 
c) ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর 
d) ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর
উত্তর :- ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর

10) বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
a) 50%
b) 30.10%
c) 25.95%
d) 20.95%
উত্তর :- 20.95%

11) পৃথিবীর বনভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
a) চারটি ভাগে 
b) পাঁচটি ভাগে 
c) তিনটি ভাগে 
d) দুটি ভাগে
উত্তর :- পাঁচটি ভাগে

12) নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে?
a) সালফার ডাইঅক্সাইড
b) মিথেন
c) ক্লোরিন
d) ক্লোরোফ্লুরো কার্বন
উত্তর :- সালফার ডাইঅক্সাইড

13) উদ্ভিদ ও প্রাণীজগতের সমষ্টিকে কী বলে?
a) বায়ুমণ্ডল 
b) জীবমন্ডল
c) শিলামন্ডল
d) অশ্বমন্ডল
উত্তর :- জীবমন্ডল

14) নিচের কোনটি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ নয়?
a) সুন্দরী 
b) বাঁশ 
c) গরান
d) গেওয়া
উত্তর :- বাঁশ

15) হাসপাতাল,স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্যমাত্রা হল:
a) 65 ডেসিবেল
b) 50 ডেসিবেল
c) 55 ডেসিবেল
d) 80 ডেসিবেল
উত্তর :- 50 ডেসিবেল

16) ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোন অঙ্গ?
a) নখ ও চামড়া 
b) দাঁত ও হাড়
c) ফুসফুস ও যকৃত 
d) কিডনি ও হৃৎপিণ্ড
উত্তর :- দাঁত ও হাড়

17) জলদূষণ পরিমাপে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হল :
a) বুবনিক প্লেগ 
b) রিক্টোশিয়া 
c) ইশচেরেশিয়া কোলাই 
d) রাইজোবিয়াম
উত্তর :- ইশচেরেশিয়া কোলাই

18) ভারতে সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস হল :
a) জোয়ার ভাটা শক্তি 
b) পারমাণবিক শক্তি
c) বায়ুশক্তি 
d) জল বিদ্যুৎ শক্তি।
উত্তর :-জোয়ার ভাটা শক্তি

19) ওজোনস্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হল-
a) ক্লোরোফ্লুরো কার্বন 
b) মেটাসাইক্লিন 
c) প্যান হাইড্রক্সি অ্যাসিমাইল 
d) সবগুলিই
উত্তর :- ক্লোরোফ্লুরো কার্বন

20) ফ্লাই অ্যাশ -এর উৎস কী?
a) তাপ বিদ্যুৎ কেন্দ্র 
b) ইটভাটা 
c) দাবানল 
d) রাইস মিল
উত্তর :- তাপ বিদ্যুৎ কেন্দ্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad