Ads Area

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ চল্লিশটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩

 ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ চল্লিশটি MCQ প্রশ্নোত্তর

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ চল্লিশটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৩


Hello, বন্ধুরা 

আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর যেগুলি ভারতের সংবিধান বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

           ভারতের সংবিধানের প্রশ্নোত্তর পর্ব - তিন 


1) আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি?

a) প্রস্থাবনা 

b) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 

c) মৌলিক কর্তব্য

d) সবকটিই

উত্তর :- সবকটিই


2) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায়বিচার শুনিশ্চিত করার কথা বলা হয়েছে?

a) সামাজিক 

b) রাজনৈতিক

c) অর্থনৈতিক 

d)  সবগুলিই

উত্তর :- সবগুলিই


3) কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে?

a) ১৪

b) ১৬

c) ১৮

d) ২০

উত্তর :- ১৪


4) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইন পরিণত হলে সেগুলি নীচের কোনটিতে পরিণত হয়?

a) মৌলিক কর্তব্যে 

b) মৌলিক অধিকারে 

c) আর্ডিন্যান্সে 

d) সাধারণ আইনে

উত্তর :- মৌলিক অধিকারে


5) লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির কী নাম?

a) নির্ণায়ক ভোট 

b) প্রত্যক্ষ ভোট 

c) পরোক্ষ ভোট 

d) কোনোটিই নয়

উত্তর :- নির্ণায়ক ভোট


6) ভারতে সংবিধান সংশোধনী বিল উস্থাপন হতে পারে -

a) রাজ্য আইনসভায় 

b) শুধুমাত্র লোকসভায় 

c) শুধুমাত্র রাজ্যসভায় 

d) পার্লামেন্টের যে কোন কক্ষে

উত্তর :- পার্লামেন্টের যে কোন কক্ষে


7) গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

a) বি আর আম্বেদকর 

b) ডাঃ রাজেন্দ্র প্রসাদ 

c) বি এন রাও 

d) ড: সচ্চিদানন্দ সিনহা 

উত্তর :- বি এন রাও


8) ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয় -

a) ৩৬০ ধারায় 

b) ৩৬৮ ধারায় 

c) ৩৭২ ধারায় 

d) ২৬৮ ধারায়

উত্তর :- ৩৬৮ ধারায়


9) বলপূর্বক শ্রমবিরোধী আইন ভারতে কবে পাস হয়?

a) ১৯৬৫

b) ১৯৬৬

c) ১৯৬৭

d) ১৯৭৭

উত্তর :- ১৯৬৭


10) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছে?

a) সাম্যের অধিকার

b) স্বাধীনতার অধিকার

c) ধর্মীয় স্বাধীনতার অধিকার

d) কোনটিই নয়

উত্তর :- সাম্যের অধিকার


11) মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে?

a) ডিক্রি 

b) অধ্যাদেশ 

c) রিট ( writ )

d) বিজ্ঞপ্তি

উত্তর :- ডিক্রি


12) ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন?

a) জি. এম. সি. বালাযোগী 

b) বলীরাম ভগৎ 

c) বলরাম জাখর 

d) নীলাম সঞ্জীব রেড্ডি

উত্তর :-  জি. এম. সি. বালাযোগী


13) কোনো বিধেয়ক অর্থবিধেয়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে?

a) রাষ্ট্রপতি 

b) অর্থমন্ত্রী 

c) প্রধানমন্ত্রীর 

d) অধ্যক্ষের

উত্তর :- অধ্যক্ষের


14) লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত কার হাতে থাকে?

a) স্পিকার 

b) প্রধানমন্ত্রী 

c) রাজ্যসভার চেয়ারম্যান 

d) রাষ্ট্রপতি

উত্তর :- রাষ্ট্রপতি


15) অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারটিকে শুনিশ্চিত করা জন্য?

a) স্বাধীনতার অধিকার 

b) সাম্যের অধিকার 

c) ধর্মীয় স্বাধীনতার অধিকার

d) কোনোটি নয়

উত্তর :- সাম্যের অধিকার


16) মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা হলেন?

a) প্রধানমন্ত্রী 

b) স্পিকার 

c) রাষ্ট্রপতি 

d) প্রধান বিচারপতি

উত্তর :- রাষ্ট্রপতি


17) কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কী?

a) লেফটেন্যান্ট গভর্নর 

b) চিফ কমিশন 

c) প্রশাসক 

d) উপরের সবকটিই

উত্তর :- লেফটেন্যান্ট গভর্নর


18) লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন?

a) জি. এম. সি. বালাযোগী 

b) নীলাম সঞ্জীব রেড্ডি 

c) সোমনাথ চ্যাটার্জি 

d) বলরাম জাখর

উত্তর :- নীলাম সঞ্জীব রেড্ডি


19) ভারতীয় সংবিধানে কত বছরের নীচে শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে?

a) ১০ বছর 

b) ১২ বছর 

c) ১৪ বছর 

d) ১৬ বছর

উত্তর :- ১৪ বছর


20) ভারতের লোকসভার প্রথম স্পিকার হলেন -

a) বলরাম জাখর 

b) রবি বায় 

c) গণেশ বাসুদেব মাভলঙকার 

d) স্যার আশুতোষ মুখার্জি

উত্তর :- গণেশ বাসুদেব মাভলঙকা


21) রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয়?

a) রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী 

b) সংসদের সম্মতি অনুযায়ী 

c) রাজ্যের জনসংখ্যার সমানুপাতে 

d) কোনটিই নয়

উত্তর :- রাজ্যের জনসংখ্যার সমানুপাতে


22) ভারতের কে ঠিক করেন কোনো বিল অর্থবিল কি না?

a) রাষ্ট্রপতি

b) প্রধানমন্ত্রী 

c) স্পিকার

d) ডেপুটি স্পিকার

উত্তর :- স্পিকার


23) ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকারের নাম কী?

 a)সোমনাথ চ্যাটার্জি

 b)গুরুদাস দাশগুপ্ত

c) ইন্দ্রজিৎ গুপ্ত 

 d)বাসুদেব আচারিয়া

উত্তর :- ইন্দ্রজিৎ গুপ্ত


24) লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কী?

a) এম.অনন্তশন্নম আয়াঙ্গার 

b) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ 

c) পি.এ.সাংমা

d) এদের কেউই নন

উত্তর :- এম.অনন্তশন্নম আয়াঙ্গার


25) সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

a) আমেরিকা

b) কানাডা

c) আয়ারল্যান্ড

d) দক্ষিণ আফ্রিকা

উত্তর :- দক্ষিণ আফ্রিকা


26) রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন বলবৎ  থাকে?

a) ৬ মাস

b) ৩ মাস 

c) ১ বছর 

d) ৯ মাস

উত্তর :- ৬ মাস


27) সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়?

a) শুধুমাত্র লোকসভায় 

b) শুধুমাত্র রাজ্যসভায় 

c) পার্লামেন্টের উভয় কক্ষে 

d) বিধান পরিষদে

উত্তর :- পার্লামেন্টের উভয় কক্ষে


28) পরমাদেশ নীচে কাদের ক্ষেত্রে জারী করা হয় না?

a) রাজ্যপালের ক্ষেত্রে

b) রাষ্ট্রপতির ক্ষেত্রে

c) কোনো বেসরকারী আধিকারিকের ক্ষেত্রে   

d) উপরের সবগুলির ক্ষেত্রে

উত্তর :- উপরের সবগুলির ক্ষেত্রে


29) ১৯ ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত?

a) ৩

b) ৬

c) ৮

d) ৯

উত্তর :- ৬


30) কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়?

a) প্রথম সংশোধন 

b) দ্বিতীয় সংশোধন

c) দ্বিতীয় সংশোধন 

d) চতুর্থ সংশধন

উত্তর :- প্রথম সংশোধন


31) কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণির স্বার্থেই প্রদত্ত হয়েছে?

a) ধর্মীয় স্বাধীনতার অধিকার

b) সাম্যের অধিকার

c) স্বাধীনতার অধিকার

d) সংস্কৃতি ও শিক্ষার অধিকার

উত্তর :- সংস্কৃতি ও শিক্ষার অধিকার


32) আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে কবে পাস হয়?

a) ১৯৬৫

b) ১৯৬৭

c) ১৯৭৭

d) ১৯৮০

উত্তর :- ১৯৬৭


33) 'Father of the constitution of India'- কাকে বলা হয়?

a) পন্ডিত জওহরলাল নেহরু 

b) ডঃ রাজেন্দ্র প্রসাদ 

c) মহাত্মা গান্ধি 

d) ডঃ বি. আর আম্বেদকর

উত্তর :- ডঃ বি. আর আম্বেদকর


34) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল ?

a) পন্ডিত জওহরলাল নেহরু 

b) মহাত্মা গান্ধি 

c) ডঃ রাজেন্দ্র প্রসাদ 

d) ডঃ বি. আর আম্বেদকর

উত্তর :- পন্ডিত জওহরলাল নেহরু


35) ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল?

a) ১২ টি 

b) ২০ টি 

c) ২২ টি 

d) ৪২ টি

উত্তর :- ২২ টি


36) গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?

a) সাত জন 

b) আট জন 

c) দশ জন 

d) পাঁচ জন 

উত্তর :- সাত জন


37) কোনটি একটি আইনগত অধিকার হিসেবে গণ্য হয়?

a) সাম্যের অধিকার 

b) স্বাধীনতার অধিকার

c) সম্পত্তির অধিকার

d) ধর্মীয় স্বাধীনতার অধিকার

উত্তর :- সম্পত্তির অধিকার


38) মন্ত্রীপরিষদের নিযোগকর্তা হলেন -

a) প্রধানমন্ত্রী 

b) স্পিকার 

c) রাষ্ট্রপতি 

d) প্রধান বিচারপতি

উত্তর :- রাষ্ট্রপতি


39) লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন?

a) দলীয় প্রধানকে 

b) স্পিকারকে 

c) প্রধানমন্ত্রীকে 

d) রাষ্ট্রপতিকে

উত্তর :- স্পিকারকে


40) রাজ্যসভার কোন সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন?

a) স্পিকার 

b) দলীয় প্রধান

c) রাজ্যসভার সভাপতি 

d) বিচারপতি

উত্তর :- রাজ্যসভার সভাপতি


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad